দ্বাদশ শ্রেণি ইতিহাস অষ্টম অধ্যায় অব-উপনিবেশিকরণ ছোটো প্রশ্ন ও উত্তর |
বি-উপনিবেশিকরণ কী?
উপনিবেশ বিস্তারের বিপরীত কাজ হল বি-উপনিবেশিকরণ। মাতৃদেশ যখন উপনিবেশগুলি একে একে ত্যাগ করে, তখন তাকে বি-উপনিবেশিকরণ বলে।
কে, কবে প্রথম বি-উপনিবেশিকরণ (De-Colonisation) শব্দটি ব্যবহার করেন?
মরিস জুলিয়াস বন প্রথম ১৯৩২ খ্রিস্টাব্দে বি-উপনিবেশিকরণ শব্দটি ব্যবহার করেন।
বি-উপনিবেশিকরণের পর সদ্য স্বাধীন দেশগুলি কোন্ কোন্ সমস্যার সম্মুখীন হয়?
দীর্ঘ পরাধীনতার পর স্বাধীন দেশগুলি আর্থিক সংকটে পড়ে। দেশগুলির রাজনৈতিক স্থিতিশীলতার অভাব ঘটে। এছাড়া সামাজিক বৈষম্য প্রবল ছিল।
‘তৃতীয় বিশ্ব’ কথাটি কে প্রথম ব্যবহার করেন?
আলজেরিয়ার বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক ফ্রান্জ ফ্যানন তাঁর ‘দি রেচেড় আর্থ’ গ্রন্থে প্রথম তৃতীয় বিশ্ব কথাটি ব্যবহার করেন। মতান্তরে ফরাসি ঐতিহাসিক অ্যালফ্রেড সউভি ১৯৫২ খ্রি. ‘অবজারভেটর’ পত্রিকায় শব্দটি ব্যবহার করেন।
তৃতীয় বিশ্ব কী?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার যে দেশগুলি স্বাধীন হয়, তাদের তৃতীয় বিশ্ব বলে।
আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামে কোন্ সংগঠনটির প্রধান ভূমিকা ছিল?
National Liberation Front নামে সংগঠনটি আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামে প্রধান ভূমিকা পালন করে।
আলজেরিয়া কবে, কোন্ দেশের অধীনতামুক্ত হয়?
১৯৬১ খ্রিস্টাব্দের ১৮ মার্চ আলজেরিয়া ফ্রান্সের অধীনতামুক্ত হয়।
ত্রিপোলি কর্মসূচি’ কাকে বলা হয়?
লিবিয়ার রাজধানী ত্রিপোলি শহরে অনুষ্ঠিত এক সভায় (মে, ১৯৬২ খ্রি.) আলজেরিয় বিপ্লবী পরিষদ, জাতীয় স্বাধীনতা, ভূমি সংস্কার, শিল্প জাতীয়করণ, পররাষ্ট্রনীতি নির্ধারণ প্রভৃতি বিষয়ে ন্যাশনাল লিবারেশন ফ্রন্টকে কর্তৃত্ব সমর্পণ করে। একে ত্রিপোলি কর্মসূচি বলে।
মার্চ ঘোষণা কী?
১৯৬৩ খ্রিস্টাব্দের মার্চ মাসে স্বাধীন আলজেরিয়া এক ঘোষণা দ্বারা ফরাসি ও ইউরোপীয়দের ফেলে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তি, শিল্প-বাণিজ্য বাজেয়াপ্ত করে। একে মার্চ ঘোষণা বলে।
আলজেরিয়ায় ‘ত্রয়ী শাসক’ কারা ছিলেন?
আলজেরিয়ার প্রধানমন্ত্রী আহমেদ বেনবেল্লা, স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ খাইদার এবং সেনাপ্রধান বুমেদিয়েন-এই তিনজন মিলে সরকারের মধ্যে এক গোষ্ঠী গড়ে তোলেন। এরা ‘ত্রয়ী শাসক’ নামে পরিচিত ছিলেন।
বারবার স্প্রিং আন্দোলন কেন ঘটে?
আলজেরিয়ায় প্রেসিডেন্ট চাদলি বেনজেদিদ শিক্ষাক্ষেত্রে আরবীয়করণ চালু করেন। এর বিরুদ্ধে কাবাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জঙ্গি আন্দোলন করে প্রতিবাদ জানায়। এই কারণে বারবার স্প্রিং আন্দোলন ঘটে।
আলজেরিয়ায় কালো অক্টোবর ঘটনা কী?
প্রেসিডেন্ট চাদলি বেনজেদিদ-এর সমাজতান্ত্রিক আদর্শে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয়। দ্রব্যমূল্য, বেকারত্ব বেড়ে যায়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব ঘটে। দুর্নীতি বাড়ে। ফলে দেশব্যাপী বিক্ষোভ ঘটে (১৯৮৮ খ্রি. ১-১০ অক্টোবর)। সরকার কঠোর দমননীতির সাহায্যে ৫০০ জনকে হত্যা ও ৩৫০০ জনকে কারারুদ্ধ করে। এই ঘটনা ‘কালো অক্টোবর’ নামে পরিচিত।
কোন বছরকে, কেন আফ্রিকার বছর বলে?
১৯৬০ খ্রিস্টাব্দকে আফ্রিকার বছর বলে। এই বছর আফ্রিকা মহাদেশের অনেকগুলি দেশ স্বাধীনতা লাভ করে।
ইন্দোনেশিয়ায় কালচার সিস্টেম কী?
ঔপনিবেশিক ওলন্দাজ সরকার ইন্দোনেশিয়ার কৃষকদের বিট, আখ, মশলা প্রভৃতি বাণিজ্য ফসল উৎপাদনে বাধ্য করত। এই ব্যবসা কালচার সিস্টেম নামে পরিচিত।
দক্ষিণ এশিয়ায় কোন্ কোন্ আঞ্চলিক জোট গড়ে ওঠে?
SAFTA-সার্কভুক্ত দেশগুলিকে নিয়ে South Asian Free Trade Area.
ASEAN-দ. পূ. এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর, ভুটান ও থাইল্যান্ডকে নিয়ে ওই জোট গড়ে ওঠে।
SAARC-দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান।
শ্রীলঙ্কা দেশটি প্রথমে কোন্ দেশের উপনিবেশ ছিল? শ্রীলঙ্কা কোন্ দেশের কাছ থেকে আগাছা স্বাধীনতা লাভ করে?
পাকিস্তানের স্বাধীনতা দিবস কবে? পাকিস্তানের রাষ্ট্রভাষা কী?
১৪ আগস্ট (১৯৪৭ খ্রি.) পাকিস্তানের স্বাধীনতা দিবস। উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা।
ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়? এর সভাপতি কে ছিলেন?
১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এই অধিবেশনের সভাপতি ছিলেন ড. রাজেন্দ্র প্রসাদ।
কবে, কোন সম্মেলনে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
১৯৭৪ খ্রিস্টাব্দে, লাহোরে অনুষ্ঠিত ইসলামি শীর্ষ সম্মেলনে পাকিস্তান, বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
পাকিস্তানে ‘বুনিয়াদি গণতন্ত্র’ কে, কবে প্রবর্তন করেন?
পাকিস্তানের সেনাপ্রধান আয়ুব খান রাষ্ট্রক্ষমতা দখল করে প্রেসিডেন্ট হন। তিনি ১৯৫৮ খ্রিস্টাব্দে বুনিয়াদি গণতন্ত্র (Babic Democracy) প্রবর্তন করেন।
‘অর্থনৈতিক পরিকল্পনা কাকে বলে?
নির্দিষ্ট লক্ষ অর্জনের উদ্দেশ্যে দেশের যাবতীয় সম্ভাব্য উপকরণগুলির হিসাব-নিকাশ করে সেগুলির সর্বাধিক সম্ভাব্য ব্যবহারের জন্য রাষ্ট্রের উদ্যোগে পরিচালিত সুচিন্তিত প্রক্রিয়া হল অর্থনৈতিক পরিকল্পনা।
মিশ্র অর্থনীতি কী?
দেশের আর্থিক বিকাশের লক্ষ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় হল মিশ্র অর্থনীতি।
ভারী শিল্প বলতে কী বোঝ?
লোহা-ইস্পাত, বিদ্যুৎ, রেল, জাহাজ নির্মাণ প্রভৃতি শিল্পকে ভারী শিল্প বলে।
সবুজ বিপ্লব কী?
উন্নত পদ্ধতিতে চাষবাসের (ট্র্যাক্টর, বীজ, সার, কীটনাশক, জলসেচ প্রভৃতি) মাধ্যমে ফসলের ব্যাপক উৎপাদনকে সবুজ বিপ্লব বলে।
‘কবে, কাদের উদ্যোগে ISRO প্রতিষ্ঠিত হয়?
১৯৬২ খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও বিক্রম সারাভাই-এর উদ্যোগে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ISRO (International Space Research Organisation) প্রতিষ্ঠিত হয়।
নেহরু-মহলানবীশ মডেল কী?
সোভিয়েত ইউনিয়নের অনুকরণে ভারতের দ্রুত বিকাশের জন্য প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও রাশিবিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবীশ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপরেখা তৈরি করেন (১৯৫৫ খ্রি.)। একেই ‘নেহরু-মহলানবীশ মডেল’ বলে।
আর্থিক উদারীকরণ কী?
১৯৯১ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর সমাজতান্ত্রিক আর্থিক ব্যবস্থার পতন ঘটে। বিশ্বে একমেরুকরণ ঘটে। ফলে পুঁজিবাদী ব্যবস্থা প্রবল হয়। বিভিন্ন দেশ এই নতুন পরিস্থিতির সঙ্গে নিজেদের আর্থিক কাঠামোর পরিবর্তন করে। একে আর্থিক উদারীকরণ বলে।
২১ ফেব্রুয়ারি দিনটি কীজন্য স্মরণীয়?
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ খ্রিস্টাব্দের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের ছাত্ররা ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’- এই দাবিতে আন্দোলন শুরু করে। পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র (সালাম, জব্বার, রফিক) শহিদ হয়। এই আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়া হয় দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দিয়ে।