বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান সম্পর্কে যা জানো লেখো। |
তাঁর অঙ্কিত চিত্রাবলিতে ভারতীয় সৃজনকলার বৈশিষ্ট্যের পাশাপাশি নিজস্ব স্বকীয়তার প্রভাবও ছিল। বাংলা পটুয়া শিল্পের প্রতি তাঁর প্রবল অনুরাগ ও শ্রদ্ধা ছিল।
যামিনী রায় যেমন একদিকে পটুয়াদের অঙ্কনশৈলীর দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন তেমনি অন্যদিকে ফরাসি চিত্রধারার বিশেষ গোষ্ঠীর সরলরেখা শৈলীর প্রতিও আকৃষ্ট হন। যদিও শেষের দিকে পাশ্চাত্য রীতিকে তিনি বর্জন করেন ও ভারতীয় চিত্রশিল্পের ধারাকেই গুরুত্ব দেন। তিনি সমতল কাগজের পরিবর্তে অসমতল বুনটের প্যাটার্ন সংবলিত ক্যানভাসের ব্যবহার করেন। তাঁর অঙ্কিত চিত্রের মধ্যে রাধাকৃষ্ণ, জিশুখ্রিস্ট থেকে শুরু করে গ্রাম্য চাষি, কামার, কুমোর, সাঁওতাল, ফকির, বাউরি, সাধারণ নরনারী সকলেই ধরা দিয়েছে। বাঙালির চেনা মানুষগুলি তাঁর তুলির টানে ভিন্নমাত্রা লাভ করেছে। তারা কখনও নির্বিশেষ, কখনও বিশেষ আবার কখনও সাধারণ। প্রত্যেকের রূপবৈচিত্র্য ভিন্ন ভিন্ন, যেন এক-একটি জীবন্ত টাইপ চরিত্র। যামিনী রায়ের তুলির টানে, রেখার জালে, রঙের বৈচিত্র্যে সমস্ত চরিত্রগুলি প্রাণময় হয়ে ওঠে।