উদ্ভিদের প্রধান তিন প্রকার চলন উদাহরণ সহযোগে সংক্ষেপে আলোচনা করো। |
উদ্ভিদের বিভিন্ন প্রকার চলন
উদ্ভিদের চলন প্রধানত তিন প্রকারের, যথা-ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন এবং ট্রপিক চলন।
ট্যাকটিক চলন: বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলে।
উদাহরণ: (i) আলোক উদ্দীপকের প্রভাবে শৈবালের স্থান পরিবর্তন। (ii) মস, ফার্ন ইত্যাদি উদ্ভিদের শুক্রাণুর যথাক্রমে গ্লুকোজ ও ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে চলন।
ন্যাস্টিক চলন: উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, তখন তাকে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে।
উদাহরণ: (i) লজ্জাবতী লতা স্পর্শ করলে তৎক্ষণাৎ পত্রকগুলি মুদে যায়। (ii) পদ্মফুল তীব্র আলোকে ফোটে এবং কম আলোক মুদে যায়।
ট্রপিক চলন: উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে হয়, তখন তাকে ট্রপিক চলন বা দিকনির্ণীত চলন বলে।
উদাহরণ: উদ্ভিদের বিটপের আলোর উৎসের দিকে গমন।