উদ্যানবিদ্যায় উদ্ভিদ হরমোনের ভূমিকা আলোচনা করো

উদ্যানবিদ্যায় উদ্ভিদ হরমোনের ভূমিকা আলোচনা করো
উদ্যানবিদ্যায় উদ্ভিদ হরমোনের ভূমিকা আলোচনা করো

উদ্যানবিদ্যায় উদ্ভিদ হরমোনের ভূমিকা

① বীজবিহীন ফল উৎপাদন: নিষেকের পূর্বেই অর্থাৎ পরাগযোগ ও নিষেক ছাড়া ডিম্বাশয়ে কৃত্রিম অক্সিন (IBA, IAA) প্রয়োগ করে বীজবিহীন এবং আয়তনে বড়ো ফল উৎপাদন করা হয়। এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। এই সব ফলের মধ্যে পেঁপে, পেয়ারা, খেজুর, আঙুর, টমেটো, কলা ইত্যাদি উল্লেখযোগ্য।

② ফল ধারণে সাহায্য করা: আনারস, লেবু, আপেল ইত্যাদি উদ্ভিদের কৃত্রিম হরমোন ছিটিয়ে গাছের ফল ধারণ ক্ষমতাকে ত্বরান্বিত করা হয়।

③ ফলের বৃদ্ধি ও পরিপক্কতা: IBA বা 2,4-D নামক কৃত্রিম হরমোন প্রয়োগ করে বিভিন্ন রকম ফলের আয়তন বৃদ্ধি ও পরিপক্কতা নিয়ন্ত্রণ করা হয় (উদা: টম্যাটো)।

④ পুষ্প পরিস্ফুটনে নিয়ন্ত্রণ: কৃত্রিম হরমোন (প্রধানত NAA) প্রয়োগ করে উদ্ভিদের পুষ্পমুকুলের পরিস্ফুটন ত্বরান্বিত করা হয়। জিব্বারেলিন প্রয়োগ করে দ্বি-বর্ষজীবী উদ্ভিদের প্রথম বছরে ফুল উৎপন্ন করা হয়। অগ্রমুকুলকে পুষ্প মুকুলে পরিবর্তিত করে ফুল ফোটা উদ্দীপিত করে।

⑤ ফুল ফোটা নিয়ন্ত্রণ ও ফল গঠন: উদ্যানবিদ্যায় সরাসরি হরমোন স্প্রে করার মাধ্যমে পুষ্পমঞ্জরিতে (Inflorescence) ফুলের সংখ্যা কমিয়ে দেওয়া যায় এবং ফলের সংখ্যা নিয়ন্ত্রিতভাবে উৎপাদন করা যায়।

Leave a Comment