উদ্ভিদের সংশ্লেষিত বা কৃত্রিম হরমোনের উদাহরণ দাও। কৃত্রিম হরমোন বা সিন্থেটিক হরমোনের ভূমিকা উল্লেখ করো। |
সংশ্লেষিত হরমোন বা কৃত্রিম হরমোন (Synthetic hormone or artificial hormone)
কৃত্রিম হরমোনের ভূমিকা (Role of synthetic hormone)
① শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি: গোলাপ, আম, পেয়ারা, লেবু প্রভৃতি উদ্ভিদের শাখা কলমে কৃত্রিম অক্সিন (IBA, NAA) প্রয়োগ করে তাড়াতাড়ি মূল উৎপন্ন করানো যায়। শাখা কলমে মূল জন্মানোর শাখাটিকে টবের মাটিতে রোপণ করলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এরকম গাছের ফল মাতৃ উদ্ভিদের মতো সমগুণ সম্পন্ন হয়।
② অপরিণত ফলের মোচন রোধ: কৃত্রিম অক্সিন (2,4-D) স্প্রে করে গাছের মুকুল, কচি ফল ইত্যাদির ঝরে পড়া রোধ করা যায়। আম গাছের মুকুল আসার পর কৃত্রিম অক্সিন স্প্রে করলে অপরিণত ফলের মোচন রোধ করা যায়।
③ আগাছানাশক হিসেবে কৃত্রিম অক্সিনের ভূমিকা: ধান, গম, যব প্রভৃতি শস্যক্ষেত্রে কৃত্রিম অক্সিন (2, 4-D) ব্যবহার করে আগাছা নির্মূল করা হয়। এতে ফসলের উপর কোনো স্থায়ী প্রভাব পড়ে না।
④ বীজবিহীন ফল সৃষ্টি: কৃত্রিম অক্সিন (IAA, IBA) প্রয়োগ করে পরাগযোগ ও নিষেক ছাড়াই উদ্ভিদের বীজবিহীন ফল সৃষ্টি করা হয়। যেমন-পেঁপে, কলা, টম্যাটো, পেয়ারা ইত্যাদি।