উদ্ভিদ হরমোনের শ্রেণিবিভাগ করো। ফ্লোরিজেন, অ্যাবসিসিক অ্যাসিড ও ইথিলিনের কাজ লেখো। |
উদ্ভিদ হরমোনের শ্রেণিবিভাগ
A. রাসায়নিক গঠন অনুসারে: রাসায়নিক গঠন অনুসারে হরমোনকে দুটি ভাগে ভাগ করা হয়।
(i) নাইট্রোজেন ঘটিত হরমোন: এই ধরনের হরমোনে নাইট্রোজেন পরমাণু উপস্থিত থাকে। যেমন-অক্সিন, সাইটোকাইনিন।
(ii) নাইট্রোজেন বিহীন হরমোন: এই ধরনের হরমোনে নাইট্রোজেন পরমাণু অনুপস্থিত থাকে। যেমন-ইথিলিন, জিব্বেরেলিন, অ্যাবসিসিক অ্যাসিড।
B. প্রকৃতি অনুসারে: প্রকৃতি অনুসারে উদ্ভিদ হরমোনকে চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন-প্রাকৃতিক হরমোন, কৃত্রিম হরমোন, প্রকল্পিত হরমোন, গ্যাসীয় হরমোন।
বিভিন্ন উদ্ভিদ হরমোনের কাজ
- অ্যাবসিসিক অ্যাসিড: বৃদ্ধি প্রতিরোধক এবং বীজের অঙ্কুরোদ্গমে বাধাদান করে।
- ফ্লোরিজেন: ফুল ফোটাতে সাহায্য করে।
- ইথিলিন: ফল পাকাতে সাহায্যে করে।