হাইপোথ্যালামাস কীভাবে পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে? |
① অ্যাড্রিনোকর্টিকোট্রফিক রিলিজিং হরমোন (ARH): এটি পিটুইটারির অগ্রখণ্ডকে ACTH ক্ষরণে উদ্দীপনা জোগায়।
② থাইরোট্রফিন রিলিজিং হরমোন (TRH): এটি অগ্র পিটুইটারিকে TSH ক্ষরণে উদ্দীপনা জোগায়।
③ সোমাটোট্রফিন রিলিজিং হরমোন (SRH): এটি অগ্র পিটুইটারিকে STH বা GH ক্ষরণে উদ্দীপনা জোগায়।
④ গ্রোথ রিলিজিং হরমোন (GHRH): এটি অগ্র পিটুইটারিকে GH ক্ষরণে উদ্দীপনা জোগায়।
⑤ গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন (GHIH): অগ্র পিটুইটারিকে GH ক্ষরণে বাধা দেয়।
⑥ গোনাডোট্রফিন রিলিজিং হরমোন (GnRH): এটি পিটুইটারির অগ্রখণ্ডকে FSH ও LH ক্ষরণে উদ্দীপনা জোগায়।
⑦ প্রোল্যাকটিন রিলিজিং হরমোন (PRH): এই হরমোন অগ্র পিটুইটারিকে প্রোল্যাকটিন ক্ষরণে উদ্দীপনা জোগায়।
৪ প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন (PIH): এই হরমোন অগ্র পিটুইটারিকে প্রোল্যাকটিন নিঃসরণে বাধা দেয়।
⑩ মেলানোসাইট ইনহিবিটিং হরমোন (MIH): এটি অগ্র পিটুইটারির মধ্য খণ্ডকে MSH ক্ষরণে বাধা দেয়।