অ্যাড্রেনালিনের উৎস ও কাজগুলি লেখো। অ্যাড্রেনালিনকে সংকটকালীন হরমোন কেন বলা হয়? |
অ্যাড্রেনালিনের উৎস
অ্যাড্রেনালিনের কাজ
① সংবহনতন্ত্রের ওপর ক্রিয়া: অ্যাড্রেনালিন হরমোন- (i) হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি করে, (ii) রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়, (iii) কার্ডিয়াক আউটপুট (cardiac output) বাড়িয়ে দেয়।
② শ্বসনতন্ত্রের ওপর ক্রিয়া: ব্রংকিওলের (ক্লোমশাখার) পেশিকে শিথিল করে তাদের গহ্বর প্রসারিত করে।
③ পেশির ওপর ক্রিয়া: এই হরমোনের প্রভাবে পেশির উত্তেজিতা এবং সংকোচনশীলতা ধর্ম বৃদ্ধি পায়।
④ রেচনতন্ত্রের ওপর ক্রিয়া: এই হরমোনের প্রভাবে মূত্রের পরিমাণ বেড়ে যায় এবং মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয়। মূত্রাশয়ের স্ফিংটার পেশি সংকুচিত হয়।
⑤ বিপাকের ওপর ক্রিয়া: এই হরমোন BMR-কে বাড়িয়ে দেয় এবং রক্তে শর্করার পরিমাণ বাড়ায়।
⑥ চক্ষুর ওপর ক্রিয়া: এই হরমোন তারারন্ধ্রকে বিস্ফারিত করে এবং অশ্রুগ্রন্থির ক্ষরণ বাড়িয়ে দেয়।
⑦ ত্বকের ওপর ক্রিয়া: এই হরমোন অ্যারেকটোরেস পিলাই-এর সংকোচন ঘটিয়ে ত্বকের রোম খাড়া করে।
অ্যাড্রেনালিনকে সংকটকালীন হরমোেন বলার কারণ
অ্যাড্রেনালিন প্রাণীদের সংকটকালীন বা জরুরিকালীন হরমোন নামে পরিচিত, কারণ বিপদকালে এই হরমোন দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বনের উপযোগী করে তোলে।