থাইরক্সিন কোথা থেকে ক্ষরিত হয়? এর কাজগুলি উল্লেখ করো।

থাইরক্সিন কোথা থেকে ক্ষরিত হয়? এর কাজগুলি উল্লেখ করো
থাইরক্সিন কোথা থেকে ক্ষরিত হয়? এর কাজগুলি উল্লেখ করো।

থাইরক্সিনের উৎস

থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। 

থাইরক্সিনের কাজ

থাইরক্সিন মানবদেহে নিম্নলিখিত কাজগুলি সম্পন্ন করে, যেমন-(ⅰ) থাইরক্সিন মানবদেহের বৃদ্ধি, বিপাক নিয়ন্ত্রণ, মানসিক পরিপূর্ণতা এবং গৌণ যৌনলক্ষণ প্রকাশে সাহায্য করে। (ii) থাইরক্সিন মৌল বিপাক নিয়ন্ত্রণ করে। এর প্রভাবে মৌল বিপাকীয় হার বৃদ্ধি পায়। প্রতি মিলিগ্রাম থাইরক্সিন BMR-কে 1000 ক্যালোরিতে বাড়িয়ে দেয়। (iii) থাইরক্সিনের প্রভাবে হৃদগতি বৃদ্ধি পায়। (iv) থাইরক্সিন অস্ত্রে গ্লুকোজের শোষণ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। থাইরক্সিনের প্রভাবে যকৃৎ থেকে গ্লুকোজ মুক্ত হয়ে রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। (v) থাইরক্সিন অস্থি থেকে ক্যালশিয়াম ও ফসফরাসকে মুক্ত করে দেয়। (vi) থাইরক্সিনের প্রভাবে মুত্রে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। (vii) থাইরক্সিন রক্তকণিকার ক্রমপরিণতিতে সহায়তা করে। (viii) থাইরক্সিন স্তনগ্রন্থিতে দুধের ক্ষরণ বাড়ায়। (ix) থাইরক্সিন দেহে অক্সিজেন সংযোগ ক্রিয়া বাড়ায়।

থাইরক্সিনের কম ক্ষরণ ও অধিক ক্ষরণের ফল

থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ হলে শিশুদের ক্রেটিনিজম এবং প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা রোগ হয়। থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণের ফলে গয়টার বা গলগণ্ড বা বিস্ফারিত চক্ষুসহ গয়টার (exophthalmic goiter) রোগ হয়।

Leave a Comment