হরমোন কাকে বলে? হরমোনের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো

হরমোন কাকে বলে? হরমোনের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো
হরমোন কাকে বলে? হরমোনের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

হরমোনের সংজ্ঞা

যে জৈব রাসায়নিক পদার্থ জীবদেহের বিশেষ ধরনের নির্দিষ্ট কতকগুলো কোশ বা কোশসমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে বিশেষ উপায়ে বাহিত হয়ে দূরবর্তী কোনো অঞ্চলের কোশগুলোর কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে হরমোন বলে।

হরমোনের বৈশিষ্ট্য

(i) হরমোন একরকম প্রোটিনধর্মী বা স্টেরয়েড বা অ্যামাইনোধর্মী জৈব রাসায়নিক পদার্থ, যা নিঃসৃত স্থান থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে (ব্যতিক্রম: স্থানীয় হরমোন)।

(ii) হরমোন জৈব অনুঘটকের মতো ক্রিয়া করে, কিন্তু ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় এবং দ্রুত সেস্থান থেকে বের হয়ে যায়।

(iii) নির্দিষ্ট স্থান ছাড়া দেহের অন্য কোথাও হরমোন সঞ্চিত হয় না।

(iv) হরমোন খুব স্বল্পমাত্রায় ক্রিয়া করে, কিন্তু এই ক্রিয়ার স্থায়িত্বকাল বহুদিন পর্যন্ত থাকে। প্রয়োজনের তুলনায় হরমোন কম-বেশি ক্ষরিত হলে জীবদেহে অস্বাভাবিকত্ব দেখা যায়।

(v) হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী অর্থাৎ কেমিক্যাল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করে।

(vi) হরমোন কোশে কোশে রাসায়নিক বার্তা প্রেরণ করে, এইজন্য হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবহ বা কেমিক্যাল মেসেঞ্জার (chemical messenger) বলে।

(vii) যখন কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণক্রিয়া পরোক্ষভাবে অন্য গ্রন্থির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে, তখন এই পদ্ধতিকে ফিড-ব্যাক (feed-back) পদ্ধতি বলা হয়।

(viii) প্রাণীদেহে কোনো কোনো কার্যক্ষেত্রে কোনো একটি হরমোন ওই কাজে সহায়তা করে; আবার একটি হরমোন ওই কাজে বাধা দেয়। এইভাবে হরমোন প্রাণীদেহে দ্বৈত-নিয়ন্ত্রক (dual controller) রূপে কাজ করে।

Leave a Comment