স্নায়ুতন্ত্রের এককের নাম লেখো। এই এককটির যে কোনো চারটি অংশের কাজ উল্লেখ করো।

স্নায়ুতন্ত্রের এককের নাম লেখো। এই এককটির যে কোনো চারটি অংশের কাজ উল্লেখ করো
স্নায়ুতন্ত্রের এককের নাম লেখো। এই এককটির যে কোনো চারটি অংশের কাজ উল্লেখ করো।
স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম নিউরোন / স্নায়ুকাশ। এর চারটি অংশ যথা ডেনড্রন, কোশদেহ অ্যাক্সন ও সাইন্যাপটিক নব/প্রান্ত সন্নিকর্ষীয় স্ফীতি, নিম্নলিখিত কাজগুলি করে থাকে।

ডেনড্রন: এই অংশটি স্নায়ুকোশের সংজ্ঞাবহ প্রবর্ধক হিসেবে কাজ করে অর্থাৎ পরিবেশে থেকে উদ্দীপনা গ্রহণ করে কোশদেহে নিয়ে যায়।

কোশদেহঃ ডেনড্রনের মাধ্যমে আগত উদ্দীপনা কোশদেহের মাধ্যমে সেই স্নায়ুকোশের অ্যাক্সনে পৌঁছায়।

অ্যাক্সন: নিউরোনের চেষ্টীয় প্রবর্ধক অ্যাক্সনের মাধ্যমে কোশদেহে আগত উদ্দীপনা কারক অংশে (পেশি / গ্রন্থি) পৌঁছায় অথবা অন্য নিউরোনের ডেনড্রাইটে পৌঁছায়।

প্রান্তসন্নিকর্ষীয় স্ফীতি: অ্যাক্সনের স্ফীতকায় শেষ অংশ যা অন্য নিউরোনের কোশদেহ / অ্যাক্সন / ডেনড্রাইটের সঙ্গে সাইন্যাপস গঠনের মধ্য দিয়ে স্নায়ু উদ্দীপনা পরিবহনে সাহায্য করে।

Leave a Comment