প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞা দাও। বিভিন্ন প্রকার প্রতিবর্ত ক্রিয়া উদাহরণ সহযোগে আলোচনা করো। |
প্রতিবর্ত ক্রিয়া
সংজ্ঞাবহ স্নায়ুপ্রান্তে উদ্ভূত উদ্দীপনা প্রাণীদেহে যে স্বতঃস্ফূর্ত দ্রুত তাৎক্ষণিক ও অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে যা মস্তিষ্কের সরাসরি অংশগ্রহণ ব্যতিরেকে প্রধানত সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাঃ কোনো গরম বস্তুতে হাত লাগলেই হাত সরিয়ে নেওয়া; কাঁটা ফুটলে পা সরিয়ে নেওয়া; খাবার দেখে লালাক্ষরণ প্রভৃতি।
উদাহরণসমূহ
সরল প্রতিবর্ত ক্রিয়া: চোখে কিছু পড়ার উপক্রম বলে চোখ দুটি আপনা থেকেই বুজে যায়।
জটিল প্রতিবর্ত ক্রিয়া: হাঁটা-চলা, সাইকেল চালানো, ব্যাঙের শিকার ধরা প্রভৃতি।
উপরিগত প্রতিবর্ত ক্রিয়া: উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হওয়া, পায়ের পাতায় সুড়সুড়ি দিলে পায়ের পাতা সংকুচিত হওয়া প্রভৃতি।
গভীর প্রতিবর্ত ক্রিয়া: হাঁটু ঝাকুনি, চোয়াল ঝাকুনি, বাইসেপস ঝাকুনি ইত্যাদি।