প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক কাকে বলে? প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশ চিত্রের সাহায্যে বর্ণনা করো।

প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক কাকে বলে? প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশ চিত্রের সাহায্যে বর্ণনা করো
প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক কাকে বলে? প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশ চিত্রের সাহায্যে বর্ণনা করো।

সংজ্ঞা

যে স্নায়ুপথে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুস্পন্দন আবর্তিত হয়, তাকে প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক (Reflex arc) বলে।

প্রতিবর্ত চাপের অংশ

প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশগুলি হল-

① গ্রাহক বা রিসেপটর: এর মাধ্যমে পরিবেশ থেকে আগত উদ্দীপনা গৃহীত হয়।

② অন্তর্বাহী স্নায়ু: এটি সেনসরি নিউরোন দিয়ে গঠিত। এর মাধ্যমে স্নায়ুসংবেদন গ্রাহক থেকে স্নায়ুকেন্দ্রে পৌঁছোয়।

③ স্নায়ুকেন্দ্র: এটি সুষুম্নাকাণ্ডের ধূসর পদার্থ দ্বারা পূর্ণ অঞ্চলে অবস্থিত। এখানে সংজ্ঞাবহ উদ্দীপনা আজ্ঞাবহ উদ্দীপনায় রূপান্তরিত হয়।

④ বহির্বাহী স্নায়ু: এটি মোটর নিউরোন দিয়ে গঠিত। এর মাধ্যমে আজ্ঞাবহ উদ্দীপনা (সাড়া) ইফেকটর বা কারকে পৌঁছোয়।

⑤ কারক বা ইফেকটর: পেশি, গ্রন্থি ইত্যাদি হল কারক। এগুলি উদ্দীপনায় উদ্দীপিত হয় বা সাড়া দেয়।

Leave a Comment