সাইন্যাপস বা প্রান্তসন্নিকর্ষ কাকে বলে? সাইন্যাপস কীভাবে গঠিত হয়? |
সংজ্ঞা
দুটি নিউরোনের যে সংযোগস্থলে একটি নিউরোন শেষ হয় এবং অপর একটি নিউরোন শুরু হয়, তাকে স্নায়ুসন্নিধি বা সাইন্যাপস বলে।
গঠন পদ্ধতি
সাইন্যাপস নিম্নলিখিত কয়েক রকম পদ্ধতিতে গঠিত হতে পারে, যেমন-
① একটি নিউরোনের অ্যাক্সনের শেষপ্রান্ত পরবর্তী নিউরোনের ডেনড্রাইটের সঙ্গে মিলিত হয়, এইরকম সাইন্যাপসকে অ্যাক্সো-ডেনড্রাইটিক (axo-dendritic) সাইন্যাপস বলে।
② একটি নিউরোনের অ্যাক্সনের শেষপ্রান্ত পরবর্তী নিউরোনের কোশদেহের সঙ্গে মিলিত হয়, এইরকম সাইন্যাপসকে অ্যাক্সো- সোমাটিক (axo-somatic) সাইন্যাপস বলে।
③ একটি নিউরোনের অ্যাক্সনের শেয়প্রান্ত অপর একটি নিউরোনের অ্যাক্সনের শেষপ্রান্তের সঙ্গে মিলিত হয়, এইরকম সাইন্যাপসকে অ্যাক্সো-অ্যাক্সোনিক (axo-axonic) সাইন্যাপস বলে।
④ একটি নিউরোনের অ্যাক্সন অনেকগুলি নিউরোনের ডেনড্রাইটের সঙ্গে বা একটি নিউরোনের ডেনড্রাইটের সঙ্গে অনেকগুলি নিউরোনের অ্যাক্সন মিলিত হয়।