স্নায়ুর কাজ কী? |
স্নায়ুর কাজ
স্নায়ুর কাজগুলিকে প্রধানত দু-ভাগে ভাগ করা যেতে পারে, যেমন-
① গ্রাহক কাজ বা সংজ্ঞাবহ কাজ: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ইত্যাদি থেকে বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ করে সেই সকল উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে দেওয়া।
② প্রেরক কাজ বা আজ্ঞাবহ কাজ: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন ধরনের অনুভূতি বা সাড়া বিভিন্ন প্রেরক যন্ত্রে অর্থাৎ ইফেকটরে পৌঁছে দেওয়া।
এইভাবে স্নায়ু বিভিন্ন পেশির সংকোচন-প্রসারণ নিয়ন্ত্রণ করে এবং গ্রন্থিগুলি থেকে রসক্ষরণ নিয়ন্ত্রণ করে।