Paramoecium-র গমন পদ্ধতি আলোচনা করো। |
Paramoecium-র গমন অঙ্গ হল সিলিয়া এবং সিলিয়ার সাহায্যে গমনকে সিলিয়ারি গমন বলে। সিলিয়ার সংখ্যা অনেক কিন্তু লম্বায় ছোটো তাই এদের চলনে সমন্বয় ঘটে এবং একটি ছন্দে সম্পন্ন হয়। এই ছন্দকে মেটাক্রোনাল ছন্দ বলে। মেটাক্রোনাল ছন্দ প্রদর্শনকারী সিলিয়ার একটি নির্দিষ্ট সারিতে, কিছু সিলিয়া সক্রিয় ঘাতে এবং অপর কিছু সিলিয়া প্রত্যাবর্তন ঘাতে নিয়োজিত থাকে ফলে ধানের ক্ষেতে বাতাসের ঢেউ খেলার দৃশ্যের ন্যায় অবস্থার সৃষ্টি হয় এবং এই ছন্দটি হল মেটাক্রোনাল ছন্দ। সিলিয়ার মেটাক্রোয়ামে ছন্দের সক্রিয় খাত প্রত্যাবর্তনের খাতের ফলে অ্যারামোসিয়ামের পরিবেশের জলে আঘাত সৃষ্টি হয় এবং প্রাণীটি আঘাতের বলের বিপরীত দিকে গমন করে।
গমনের প্রকারভেদ
Paramoecium-এ দুপ্রকার গমন দেখা যায়, যথা
1. ক্রিপিং গমন: কোনো বস্তুতে বাধাপ্রাপ্ত হলে প্যারামেসিয়ামের অঙ্কীয় তলের সিলিয়াগুলি ক্ষুদ্রাকার রূপে কাজ করে এবং দেহটিকে ঝাঁকিয়ে ও সংকুচিত করে সংকীর্ণ স্থানের মধ্য দিয়ে গমন করতে পারে।
2. সন্তরণ: সিলিয়ার সঞ্চালনের দ্বারা জলের ঘাত সৃষ্টি করে। আঘাতের বিপরীত দিকে প্রাণীটি সন্তরনের দ্বারা গমন করতে পারে। দেহের খাদ্যগ্রহণ অঞ্চলের (মাইটোফ্যারিংক্স) সিলিয়া তুলনামূলকভাবে বড়ো ও দ্রুত সঞ্চালন করে এবং দেহের অনুদৈর্ঘ্য সারিতে সজ্জিত সিলিয়ার মেটাক্রোনাস সঞ্চালনের ফলে প্রাণীটির গতিপথ সর্পিল হয় ও প্রাণীটি নিজের অক্ষে আবর্তিত হতে হতে অগ্রসর হয়। এই প্রকার গমনের মূলে রয়েছে সংকোচনশীল অণুতন্ত্রী।