মানুষের গমনকালে ভারসাম্য রক্ষায় লঘুমস্তিষ্ক এবং অন্তঃকর্ণের ভূমিকা লেখো

মানুষের গমনকালে ভারসাম্য রক্ষায় লঘুমস্তিষ্ক এবং অন্তঃকর্ণের ভূমিকা লেখো
মানুষের গমনকালে ভারসাম্য রক্ষায় লঘুমস্তিষ্ক এবং অন্তঃকর্ণের ভূমিকা লেখো।

লঘুমস্তিস্কের ভূমিকা

লঘুমস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ যা করোটির পশ্চাদভাগে অবস্থান করে, লঘু মস্তিষ্কের ফ্লোকু-লোনোডুলার লোব ভেস্টিবিউলার যন্ত্রের সঙ্গে যুক্ত থেকে দেহভঙ্গি ও ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এই ফ্লোকুলোনোডুলার লোব ঋজুভাবে দণ্ডায়মান থাকা নিয়ন্ত্রণ করে। লঘুমস্তিষ্ক মূলত চেষ্টিয় কাজের সময় নির্ধারণ করে থাকে এবং এটি মসৃণভাবে একধরনের গমন থেকে অন্য ধরনের গমনে যেতে সহায়তা করে এবং পেশি সঞ্চালনের তীব্রতা ও দ্রুত পেশি সঞ্চালনজনিত কাজ নিয়ন্ত্রণ করে।

অন্ত:কর্ণের ভূমিকা

অন্তঃকর্ণের মধ্যস্থ অর্ধবৃত্তাকার নালি, ইউট্রিকল এবং স্যাকিউল দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। কোনো কারণে প্রাণী ভারসাম্য হারালে ইউট্রিকল মধ্যস্থ রোমগুলি উদ্দীপিত হয়। এই উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে মেন্ডালা অবলংগাটায় পৌঁছায়। মস্তিষ্ক থেকে সাড়া বিভিন্ন বিভিন্ন পেশিতে যায়। তখন পেশিগুলি সংকুচিত হয়ে ভারসাম্য রক্ষা করে।

Leave a Comment