মাছের গমনে মায়োটোম পেশি ও পাখনার ভূমিকা ব্যাখ্যা করো

মাছের গমনে মায়োটোম পেশি ও পাখনার ভূমিকা ব্যাখ্যা করো
মাছের গমনে মায়োটোম পেশি ও পাখনার ভূমিকা ব্যাখ্যা করো।
মাছ জলে বসবাসকারী প্রাণী, এরা জলে সাঁতার কেটে গমন করে। মাছের প্রধান গমন অঙ্গ পাখনা (fins)। এ ছাড়া মেরুদণ্ড সংলগ্ন মায়োটোম পেশি (myotome muscles) মাছের গমনে বিশেষ ভূমিকা পালন করে।

স গমনে মায়োটোম পেশির ভূমিকা

মাছের নমনীয় মেরুদণ্ডের দু-পাশে লেজের শেষপ্রান্ত পর্যন্ত অক্ষ বরাবর অসংখ্য ‘V’ আকৃতির মায়োটোম পেশি বিস্তৃত থাকে। এই মায়োটোম পেশিগুলির তরঙ্গায়িত সংকোচন (metachromal contraction) মাছের দেহের অগ্রপ্রান্ত থেকে পশ্চাদ্‌দপ্রান্ত পর্যন্ত প্রবাহিত হওয়ার ফলে, মেরুদণ্ড দু-পাশে পর্যায়ক্রমে আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে এগিয়ে যায়। পেশি যেদিকে সংকুচিত হয় মেরুদণ্ড সেদিকে বেঁকে যায়। ওই সময় বিপরীত দিকে পেশি প্রসারিত থাকে। মায়োটোম পেশিগুলির পর্যায়ক্রমে সংকোচন ও প্রসারণের জন্য মেরুদন্ডটিও পর্যায়ক্রমে দু-পাশে আন্দোলিত হতে থাকে, ফলে মাছ সামনের দিকে অগ্রসর হতে থাকে।

গমনে পাখনার ভূমিকা

মাছের সাতটি পাখনা থাকে, যেমন-পৃষ্ঠদেশে অবস্থিত একটি পৃষ্ঠ পাখনা (dorsal fin), বক্ষদেশে ও শ্রোণিদেশে অবস্থিত একজোড়া করে বক্ষ পাখনা (pectoral fin) এবং শ্রোণি পাখনা (pelvic fin), পায়ু সংলগ্ন স্থানে একটি পায়ু পাখনা (anal fin) এবং পুচ্ছের শেষভাগে একটি পুচ্ছ পাখনা (caudal fin)। পাখনাগুলি রশ্মিবিশিষ্ট হওয়ায় জলের চাপে পাখনাগুলি ছিঁড়ে যায় না, প্রতিটি পাখনার গোড়ায় মজবুত পেশি সংলগ্ন থাকে। পেশিগুলির সংকোচন ও প্রসারণ ঘটিয়ে মাছ পাখনাগুলিকে সঞ্চালন করে।

Leave a Comment