দেশপ্রেমের উন্মেষে ‘নীলদর্পণ’ নাটকের কী ভূমিকা ছিল

দেশপ্রেমের উন্মেষে 'নীলদর্পণ' নাটকের কী ভূমিকা ছিল
দেশপ্রেমের উন্মেষে ‘নীলদর্পণ’ নাটকের কী ভূমিকা ছিল?

১৮৬০ খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি রচিত হয়। ঔপনিবেশিক ভারতের ইতিহাসে এই নাটক ছিল বিশেষ গুরুত্বপূর্ণ।

দেশপ্রেমের উন্মেষে ‘নীলদর্পণ’ নাটকের ভূমিকা

দেশপ্রেমের উন্মেষের নীলদর্পণ নাটকটির উল্লেখযোগ্য ভূমিকা ছিল- 
নীলকরদের অত্যাচার: এই নাটকে বাংলার নীলচাষিদের দুর্দশা ও অত্যাচারী নীলকর সাহেবদের সীমাহীন অত্যাচারের বাস্তব চিত্র তুলে ধরা হয়।

নীলচাষিদের প্রতিবাদ: নীলকর সাহেবদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নীলচাষিরা যে প্রতিরোধ সংগ্রাম শুরু করেছিল তা এই নাটকে স্পষ্টভাবে প্রকাশিত হয়। এটি ভারতীয়দের মধ্যে দেশপ্রেমের জাগরণ ঘটাতে সাহায্য করে।

Leave a Comment