মাইটোসিসকে সদৃশ বিভাজন বলে কেন? মাইটোসিসের স্থান উল্লেখ করো। |
মাইটোসিসকে সদৃশ বিভাজন বলার কারণ
মাইটোসিস কোশ বিভাজনের সময় একটি মাতৃকোশ থেকে সমআকৃতি, সমগুণসম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোমবিশিষ্ট দুটি অপত্য কোশ সৃষ্টি হওয়ায় মাইটোসিসকে সদৃশ বিভাজন বলে।
স্থান
মাইটোসিস কোশ বিভাজনের প্রধান স্থান হল উদ্ভিদ ও প্রাণীর দেহকোশ। বিশেষ করে-
1. উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে, যেমন-কান্ড ও মূলের অগ্রভাগে, বর্ধনশীল পাতায়, ভ্রূণমূল ও ভ্রূণমুকুলে।
2. দ্বিবীজপত্রী উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় কাণ্ড ও মূলের বিশেষ ধরনের ভাজক কলায়।
3. উচ্চতর প্রাণীদের ভূণের পরিস্ফুটনকালে এবং দেহের বৃদ্ধির সূচনা থেকে বার্ধক্যের পূর্ব পর্যন্ত।
4. নিম্নশ্রেণির উদ্ভিদ ও প্রাণীদের বৃদ্ধির সময় এবং অঙ্গজ জনন ও অযৌন জননের সময়।