দশম শ্রেণি প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রানীদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন ২ নম্বরের প্রশ্ন ও উত্তর দ্বিতীয় পর্ব |
নিউরোহরমোন কী?
ফেরোমোন কী?
বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত যে সমস্ত উদ্বায়ী রাসায়নিক বস্তু পরিবেশে ছড়িয়ে পড়ে নির্দিষ্ট প্রাণী প্রজাতিতে আচরণগত, পরিস্ফুটনজনিত বা জননকার্য সম্পর্কিত ক্রিয়া পরিচালিত বা প্রভাবিত করে তাকে ফেরোমোন বলে। উদাহরণ: স্ত্রী মথ দ্বারা নিঃসৃত বোম্বিকল পুরুষ মথকে আকর্ষিত করে, বিভিন্ন প্রাণীরা তাদের এলাকা চিহ্নিত করে থাকে ফেরোমোনের দ্বারা, বাঘিনীর ও সিংহীর ফেরোমোন দ্বারা পুরুষ প্রাণীরা আকৃষ্ট হয়।
ক্রেটিনিজম কী?
থাইরক্সিনের অধঃক্ষরণের জন্য শিশুদের মধ্যে যে রোগ দেখা যায় তাকে ক্রেটিনিজম বলে। এই রোগের বৈশিষ্ট্য হল শিশুটি মানসিক জড় বুদ্ধিসম্পন্ন হবে, পেশি দুর্বলতা, স্ফীত উদর, অমসৃণ, মোটা, শুষ্ক, কুঞ্চিত ও স্বল্প রোমযুক্ত ত্বক বিশিষ্ট হবে।
মিক্সিডিমা কেন হয়? এই রোগের লক্ষণগুলি কী কী?
থাইরক্সিনের অধঃক্ষরণে প্রাপ্তবয়স্কদের এই রোগ দেখা যায়। লক্ষণ: ত্বকের নীচে কলা রস সঞ্চিত হওয়ার কারণে মুখ ও শরীর ফোলা দেখায়, মাথা, বগল, চোখের ভুরু, যৌন কেশ ইত্যাদির স্বল্পতা, ঠান্ডা সহ্য করতে না পারা, স্মৃতি ভ্রংশ ও মানসিক দৃঢ়তাহীন অবস্থা, ব্রাডিকার্ডিয়া প্রভৃতি।
গলগণ্ড কী?
খাদ্যের মাধ্যমে শরীরে যথেষ্ট পরিমাণ আয়োডিন সরবরাহ না হলে T₃ ও T₁ হরমোন সংশ্লেষিত হয় না। রক্তো, ও T₁-র পরিমাণ হ্রাস পেলে পিটুইটারি থেকে TSH ক্ষরণের মাত্রা বৃদ্ধি পায় ফলত থাইরয়েড গ্রন্থি আকারে বৃদ্ধি পায় এবং গলগন্ড রোগ সৃষ্টি হয়। এটি সমতলের তুলনায় পাহাড়ের লোকজনের মধ্যে বেশি দেখা যায় কারণ পাহাড়ে উৎপন্ন শাক-সবজিতে আয়োডিনের পরিমাণ কম থাকে বা থাকে না।
বিস্ফারিত চক্ষু বিশিষ্ট গলগণ্ড কী?
থাইরয়েড গ্রন্থির অতিসক্রিয়তার কারণে। T₃ ও T₁-রস 4 ক্ষরণ অত্যধিক মাত্রায় হয় বা থাইরয়েড গ্রন্থিতে টিউমার-এর বৃদ্ধির ফলে থাইরয়েড গ্রন্থির আকার বৃদ্ধি পায়। ফলস্বরূপ উচ্চ BMR দেহের তাপমাত্রা, ওজন হ্রাস, অত্যধিক ক্ষুধা, অস্থিরতা, তাপ অসহিষুতা, অক্ষি গোলকের বহিঃ স্ফীতি প্রভৃতি বৈশিষ্ট্যসহ যে গলগন্ড রোগ সৃষ্টি হয় তাকে গ্রেভস্ বর্ণিত রোগ বা বিস্ফারিত চক্ষু বিশিষ্ট গলগণ্ড বলা হয়।
ডাইইউরেটিক্স কী? এর বিরুদ্ধে কোন্ হরমোন কাজ করে?
চা, কফি, অ্যালকোহল, স্যালাইন, জল ইত্যাদি বস্তু পান করলে মূত্র লঘু হয়ে পড়ে, এই সমস্ত বস্তুকে ডাইইউরেটিক্স বলে।
এর বিরুদ্ধে কাজ করে ADH হরমোন। ADH হরমোন নেফ্রনের দূরবর্তী নালি ও সংগ্রাহী নালিকার কোশগুলিকে মূত্র থেকে অধিক জল শোষণে উদ্দীপিত করে, ফলে মূত্র ঘন (hypertonic) বা অতিসারক প্রকৃতির হয়।
বামনত্ব, অতিকায়ত্ব ও অ্যাক্রোমেগালির কারণ কী?
বামনত্ব STH বা GH-এর অধঃক্ষরণে হয়। অতিকায়ত্ব ও অ্যাক্রোমেগালি STH বা GH-র অধিক ক্ষরণে হয়।
অ্যান্টাগোনিস্টিক হরমোন কাকে বলে?
অ্যান্টাগোনিস্টিক হরমোন বলতে পরস্পর বিপরীত কার্যকারিতাযুক্ত হরমোন দ্বয়কে বোঝানো হয়। যেমন-ইনসুলিন রক্তের অতিরিক্ত শর্করাকে গ্লাইকোজেনে (গ্লাইকোজেনেসিস) রূপান্তরিত করে রক্ত শর্করার মাত্রা কমায় আবার এর বিপরীতে গ্লুকাগন গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন ভেঙে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে।
মানুষের জীবনধারণের জন্য কোন্ গ্রন্থিটি অতীব প্রয়োজনীয় ও কেন?
অ্যাড্রিনাল গ্রন্থি। কারণ অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অংশটি মানুষের জীবনধারণের জন্য অতীব প্রয়োজনীয় কারণ অ্যাড্রিনাল কর্টেক্স থেকে মিনারেলকর্টিকয়েড হরমোন ক্ষরিত হয় এবং এটি রক্তে Na* মাত্রা নিয়ন্ত্রণ করে যা পেশি, স্নায়ুসহ সমস্ত প্রকার প্রাণী কলার কার্যকারিতার নিয়ন্ত্রক।
শুক্রাশয় থেকে ক্ষরিত হরমোনগুলির নাম ও তাদের মধ্যে প্রধান হরমোনটির কাজ উল্লেখ করো।
শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন, বাইন্ডিন প্রোটিন (ABP) ও ইনহিবিন হরমোন ক্ষরিত হয়।
টেস্টোস্টেরন (অ্যান্ড্রোজেনের) কাজ: স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াকে উদ্দীপিত করা, RBC সংখ্যা বাড়ানো, পুরুষ সুলভ গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ, BMR বৃদ্ধি, অস্থি ও পেশির বৃদ্ধি ইত্যাদি।
ডিম্বাশয় থেকে ক্ষরিত হরমোনগুলির নাম ও তাদের সঠিক ক্ষরণস্থল উল্লেখ করো।
ডিম্বাশয়ের ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন, রপাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন ও রিলাক্সিন হরমোন ক্ষরিত হয়।
প্রোজেস্টেরন হরমোনের কাজ উল্লেখ করো।
প্রোজেস্টরন প্রধানত ডিম্বাণু রোপণ, গর্ভাবস্থা ধারণ, ইস্ট্রোজেনের সাথে সম্মিলিতভাবে স্তনগ্রন্থির বৃদ্ধতে ও জরায়ুর বৃদ্ধিতে সাহায্য করে, গর্ভাবস্থায় ডিম্বথলির বৃদ্ধি, ডিম্বাণুর নির্গমন ও মাসিক যৌন চক্র বলে।
ক্যাটেকোলামাইনের উদাহরণ দাও।
অ্যাড্রিনালিন (এপিনেফ্রিন), নরঅ্যাড্রিনালিন ও ডোপামাইন।
অ্যাড্রিনালিন/এপিনেফ্রিনের ক্ষরণস্থল ও কাজ লেখো।
অ্যাড্রিনালিন সুপ্রারেনাল গ্রন্থি বা অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অংশ থেকে ক্ষরিত হয়।
কাজ: হৃৎস্পন্দনের হার বৃদ্ধি, ক্লোম শাখার প্রসারণ (Broncho diala- tion), রক্তবাহের সংকোচন (Vasoconstriction), ত্বকের অ্যারেকটোরেস পিলাই-এর সংকোচন ঘটায় ফলে দেহের লোম খাড়া হয়ে ওটে, পিত্তথলির সংকোচন ঘটানো, আপাদকালীন হরমোন রূপে কাজ ইত্যাদি নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনালিন।
মানবদেহের সবচেয়ে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থির নাম ও অবস্থান লেখো।
মানবদেহের সবচেয়ে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থির নাম থাইরয়েড। গ্রীবাদেশে ল্যারিংক্সের ঠিক নীচে T₂-T₁₂-র ট্রাকিয়াল রিংয়ের মাঝে থাইরয়েড গ্রন্থির খণ্ডদুটি ইসথমাস নামক যোজক দ্বারা যুক্ত অবস্থায় থাকে।
প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী হরমোনগুলির নাম লেখো।
GH, ইনসুলিন, গ্লুকাগন।
অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে?
অমরা (প্লাসেন্টা)-কে অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি বলে। কারণ গর্ভাবস্থায় এটি কেবলমাত্র অন্তঃক্ষরা গ্রন্থির ভূমিকা পালন করে। বিভিন্ন – হরমোন (ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিলাক্সিন) ক্ষরণের মাধ্যমে গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে।
FSH এবং GTH-এর পুরো নাম কী?
FSH-ফলিকল স্টিমুলেটিং হরমোন।
GTH-গোনাডোট্রপিক হরমোন।
বহিঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত রাসায়নিক পদার্থটি কী?
বহিঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত রাসায়নিক পদার্থটি হল ফেরোমোন। একে সামাজিক হরমোনও বলা হয়।