যৌন জননের তাৎপর্যগুলি আলোচনা করো। |
যৌন জননের সুবিধা (Advantages of Sexual Repro- duction)
(i) ভেদ বা প্রকরণ বা ভেরিয়েশন (Variation): যৌন জননে দুটি ভিন্ন জীবদেহ থেকে উৎপন্ন গ্যামেটদ্বয়ের মিলনের ফলে জিনগত পুনঃসংযুক্তি (genetic recombination) ঘটে, ফলে প্রজাতির মধ্যে ভেদ বা ভেরিয়েশন দেখা যায়।
(ii) অভিব্যক্তি (Evolution): ভেদ বা প্রকরণ প্রাকৃতিক নির্বাচনের প্রধান ফ্যাক্টর। এটি প্রজাতির বিবর্তনে বিশেষ ভূমিকা নেয়।
(iii) অভিযোজন (Adaptation): যৌন জননের ফলে উৎপন্ন জীব পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিতে পারে। অর্থাৎ অভিযোজনে সক্ষম হয়।
(iv) তেজস্বী ও জীবনীশক্তি (Vigour and Vitality): জিন সংযুক্তিকরণ (genetic recombination), জিন প্রতিক্রিয়া (gene interac- tion) ইত্যাদির মাধ্যমে যৌন জননে উৎপন্ন প্রজাতিগুলির মধ্যে তেজস্বীভাব ও জীবনীশক্তির উদ্ভব ঘটে।
যৌন জননের অসুবিধা (Disadvantages of Sexual Reproduction)
(i) যৌন জননের জন্য দুটি বিপরীত লিঙ্গের প্রয়োজন হয়, যা প্রকৃতিতে সবসময় পাওয়া যায় না।
(ii) পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনের জন্য যথেষ্ট সুযোগ থাকা দরকার।dte and
(iii) নিষেক একটি জটিল প্রক্রিয়া।
(iv) এই প্রকার জননের জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয়।
(v) যৌন জননের মিলন পদ্ধতি জটিল হওয়ায় গ্যামেটের অপচয় ঘটে।