পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সংজ্ঞা ও উদাহরণ দাও। অথবা, পরাগসংযোগ কাকে বলে? পরাগসংযোগের প্রকারভেদগুলি উল্লেখ করো। |
পরাগযোগ বা পলিনেশন (Pollination)
ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা একই গাছের অন্য ফুলে বা একই প্রজাতিভুক্ত অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে পরাগযোগ বা পলিনেশন বলে।
প্রকারভেদ (Types): পরাগযোগ প্রধানত দু-প্রকারের হয়, যেমন–1. স্বপরাগযোগ ও 2. ইতর পরাগযোগ।
1. স্বপরাগযোগ (Self pollination): যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের ওপর পড়ে, তখন তাকে স্বপরাগযোগ বলে।
উদাহরণ: সাধারণত উভলিঙ্গ ফুলে স্বপরাগযোগ দেখা যায়। যেমন-শিম, টম্যাটো, সন্ধ্যামালতি ইত্যাদি।
2. ইতর পরাগযোগ (Cross Pollination) : যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে, তখন তাকে ইতর পরাগযোগ বলে।
উদাহরণঃ সাধারণত একলিঙ্গ ফুলে ইতর পরাগযোগ ঘটে, যেমন-তাল, পেঁপে, লাউ প্রভৃতি।