সপুষ্পক উদ্ভিদের যৌন জনন অঙ্গের চিত্রসহ বর্ণনা দাও। অথবা, ফুলের গঠনগত অংশগুলি কী কী? তাদের সংক্ষিপ্ত বিবরণ দাও।

সপুষ্পক উদ্ভিদের যৌন জনন অঙ্গের চিত্রসহ বর্ণনা দাও। অথবা, ফুলের গঠনগত অংশগুলি কী কী? তাদের সংক্ষিপ্ত বিবরণ দাও
সপুষ্পক উদ্ভিদের যৌন জনন অঙ্গের চিত্রসহ বর্ণনা দাও। অথবা, ফুলের গঠনগত অংশগুলি কী কী? তাদের সংক্ষিপ্ত বিবরণ দাও।
সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ হল ফুল (flower)। পুংকেশর ফুলের পুংজনন অঙ্গ এবং গর্ভকেশর ফুলের স্ত্রী জনন অঙ্গ।

একটি সম্পূর্ণ ফুলের চারটি অংশ থাকে, যথা-বৃতি, দলমণ্ডল, পুংকেশরচক্র বা পুংস্তবক এবং গর্ভকেশরচক্র বা স্ত্রীস্তবক।

1. বৃতি (Calyx): এটি ফুলের প্রথম স্তবক এবং সবুজ বর্ণের হয়। বৃতির প্রতিটি অংশকে বৃত্যংশ (sepal) বলে। বৃতি ফুলের বিভিন্ন অংশগুলিকে রক্ষা করে।

2. দলমণ্ডল (Corolla): এটি ফুলের দ্বিতীয় স্তবক। এটি সাধারণত উজ্জ্বল বর্ণের হয়। এর এক-একটি অংশকে দল বা পাপড়ি (petal) বলে। দল উজ্জ্বল বর্ণের সাহায্যে পরাগযোগের জন্য কীটপতঙ্গদের আর্কষণ করে।

3. পুংকেশরচক্র বা পুংস্তবক (Androecium):
এটি ফুলের পুংজনন অঙ্গ (male reproductive part)। পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশর (stamen) বলে। প্রতিটি পুংকেশর পুংদণ্ড (filament) ও পরাগধানী (anther) নিয়ে গঠিত। পরাগধানীর মধ্যে হলুদাভ রঙের পরাগরেণু উৎপন্ন হয়।

4. গর্ভকেশরচক্র বা স্ত্রীস্তবক (Gynoecium): এটি ফুলের স্ত্রীজনন অঙ্গ। স্ত্রীস্তবকের এক-একটি অংশকে গর্ভপত্র (carpel) বা গর্ভকেশর (pistil) বলে। প্রতিটি গর্ভপত্র তিনটি অংশ নিয়ে গঠিত, যথা-গর্ভমুণ্ড (stigma), গর্ভদণ্ড (style) এবং গর্ভাশয় বা ডিম্বাশয় (ovary)। ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য ডিম্বক (ovule) থাকে। প্রত্যেক ডিম্বকের মধ্যে ডিম্বাণু (egg) থাকে।

Leave a Comment