বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ | XI Bengali 1st Semester WBCHSE

বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ | XI Bengali 1st Semester WBCHSE

বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ
বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ

বিষয়ভিত্তিক/তথ্যভিত্তিক সাধারণ প্রশ্ন

1. ভোট-চিনা ভাষার সঙ্গে সংস্কৃতের মিশ্রণের পরিমাণ কেমন?

(a) খুব বেশি

(b) অল্প

(c) অতি অল্প

(d) বেশি

2. আধুনিক বাংলার বর্মী ভাষা থেকে শব্দ এসেছে এমন একটি উদাহরণ হল-

(a) চেয়ার

(b) হরতন

(c) চাবি

(d) লুঙ্গি

3. ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে শাখাটি ভারতে প্রবেশ করে সেটি হল-

(a) ইরানীয়-আর্য

(b) ভারতীয় আর্য

(c) সংস্কৃত

(d) দ্রাবিড়

4. ভারতীয় আর্য শাখাটি কত বছর আগে ভারতে এসেছিল?

(a) খ্রিস্টজন্মের প্রায় দেড় হাজার বছর আগে

(b) খ্রিস্টজন্মের একহাজার বছর আগে

(c) খ্রিস্টজন্মের দুই হাজার বছর আগে

(d) খ্রিস্টজন্মের প্রায় দেড় হাজার বছর পর

5. ভারতীয় আর্যভাষার ইতিহাসকে কয়টি প্রধান যুগে ভাগ করা যায়?

(a) চারটি

(b) দুটি

(c) তিনটি

(d) পাঁচটি

6. ভারতীয় আর্য ভাষার ইতিহাসকে যে তিনটি প্রধান যুগে ভাগ করা যায় সেগুলি হল-

(a) ইরানীয় আর্য, আধুনিক আর্য, নব্য আর্য

(b) প্রাচীন ভারতীয় আর্য, মধ্যভারতীয় আর্য, নব্যভারতীয় আর্য

(c) নব্যপারস্য আর্য, মধ্যভারতীয় বাংলা, প্রাচীন পারস্য আর্য

(d) প্রাচীন ভারতীয় বাংলা, মধ্যযুগীয় পারস্য আর্য, আধুনিক ইরানীয় আর্য

7. প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীনতম নমুনা কী?

(a) ঋবেদ

(b) অথর্ববেদ

(c) সামবেদ

(d) যজুর্বেদ

৪. সময়কাল অনুযায়ী প্রাচীন ভারতীয় আর্যভাষার আনুমানিক সময় কোন্ সময়?

(a) ১৬০০ – ৭০০ খ্রিস্ট-পর্বাব্দ

(b) ১৫০০ – ৬০০ খ্রিস্ট-পূর্বাব্দ

(c) ১৫০০ – ৯০০ খ্রিস্ট-পূর্বাব্দ

(d) ১৮০০ – ১২০০ খ্রিস্ট-পূর্বাব্দ

9. সময়কাল অনুযায়ী মধ্যভারতীয় আর্যভাষার আনুমানিক সময় কোন্ সময়?

(a) ৮০০ – ১৫০০ খ্রিস্টাব্দ

(b) ৫০০ ৮০০ খ্রিস্ট-পূর্বাব্দ

(c) ৬০০ – ৯০০ খ্রিস্টাব্দ

(d) ১২০০ ১৫০০ খ্রিস্ট-পূর্বাব্দ

10. সময়কাল অনুযায়ী নব্যভারতীয় আর্যভাষার আনুমানিক সময় কোন্ সময়?

(a) ৬০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত

(b) খ্রিস্টপূর্ব ৯০০ থেকে খ্রিস্টাব্দ ৯০০ পর্যন্ত

(c) খ্রিস্টপূর্ব ১২০০ থেকে খ্রিস্টপূর্ব ৮০০ পর্যন্ত

(d) খ্রিস্টাব্দ ৯০০ থেকে বর্তমান সময় পর্যন্ত

11. নব্যভারতীয় আর্যভাষাগুলির নাম কী?

(a) ওড়িয়া, হিন্দি, মারাঠি

(b) বাংলা, হিন্দি, মারাঠি

(c) গুরুমুখী, উর্দু, বাংলা

(d) অসমিয়া, নেপালি, বাংলা

12. প্রাচীন ভারতীয় আর্যভাষার রূপ কয়টি?

(a) তিনটি

(b) ছয়টি

(c) দুটি

(d) চারটি

13. প্রাচীন ভারতীয় আর্যভাষার রূপগুলি কী কী?

(a) লেখ্যভাষা ও কথ্যভাষা

(b) সাহিত্যিক ও কথ্যভাষা

(c) সাধুভাষা ও সাহিত্যিক ভাষা

(d) সাহিত্যিক ভাষা ও লেখ্য ভাষা

14. প্রাচীন ভারতীয় আর্যের কথ্যরূপের আঞ্চলিক উপভাষার সংখ্যা কয়টি?

(a) একটি

(b) দুটি

(c) তিনটি

(d) চারটি

15. কোন্ ভাষা থেকে উত্তর-পশ্চিমা ভাষার জন্ম হয়?

(a) অর্ধমাগধী প্রাকৃত ভাষা

(b) পৈশাচী প্রাকৃত ভাষা

(c) গুজরাটি প্রাকৃত ভাষা

(d) শৌরসেনী প্রাকৃত ভাষা

16. কোন্ ভাষা থেকে পশ্চিমা বা দক্ষিণ-পশ্চিমা ভাষার জন্ম হয়?

(a) শৌরসেনী প্রাকৃত ভাষা

(b) মহারাষ্ট্রী প্রাকৃত ভাষা

(c) অর্ধমাগধী প্রাকৃত ভাষা

(d) শৌরসেনী প্রাকৃত ভাষা

17. কোন্ ভাষা থেকে মাগধী প্রাকৃত ভাষার জন্ম হয়?

(a) মহারাষ্ট্রী অপভ্রংশ অবহট্ট

(b) মাগধী অপভ্রংশ অবহট্ট

(c) শৌরসেনী অপভ্রংশ অবহট্ট

(d) পৈশাচী অপভ্রংশ অবহট্ট

18. কোন্ ভাষা থেকে অর্ধমাগধী ভাষার জন্ম হয়?

(a) মহারাষ্ট্রী অপভ্রংশ অবহট্ট

(b) শৌরসেনী অপভ্রংশ অবহট্ট

(c) অর্ধমাগধী অপভ্রংশ অবহট্ট

(d) পৈশাচী অপভ্রংশ অবহট্ট

19. কোন্ ভাষা থেকে মহারাষ্ট্রী প্রাকৃত ভাষার জন্ম হয়?

(a) মহারাষ্ট্রী অপভ্রংশ অবহট্ট

(b) পৈশাচী অপভ্রংশ অবহট্ট

(c) মাগধী অপভ্রংশ অবহট্ট

(d) শৌরসেনী অপভ্রংশ অবহট্ট

20. পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ কে?

(a) চমস্কি

(b) কালিদাস

(c) গ্রীয়ার্সন

(d) পাণিনি

21. পাণিনির ব্যাকরণের নাম কী?

(a) অষ্টাধ্যায়ী

(b) ব্যাকরণ কৌমুদী

(c) ব্যাকরণ মঞ্জুষা

(d) অষ্টাধ্যায়ী মঞ্জুষা

22. প্রধানত শিক্ষিত লোকের ভাববিনিময়ের ভাষা বা সাহিত্যের ভাষা কী ছিল?

(a) জার্মান

(b) সংস্কৃত

(c) প্রাকৃত

(d) মাগধী

23. ‘প্রাকৃত’ শব্দটি কোথা থেকে জাত?

(a) প্রকৃতি

(b) আর্য

(c) অনার্য

(d) দ্রাবিড়

24. ‘প্রকৃতি’ শব্দের অর্থ হল-

(a) প্রকৃতিজাত উপাদান

(b) মূল উপাদান

(c) প্রাকৃত

(d) অস্ট্রিক

25. প্রাকৃত ভাষার মূল উপাদান কী?

(a) আর্য ভাষা ভায়া

(b) পালি ভাষা

(c) বৈদিক সংস্কৃত ভাষা

(d) চিনা ভাষা

26. প্রাকৃত ভাষা হল-

(a) শিক্ষিতজনের ভাষা

(b) প্রাকৃতজনের ভাষা

(c) উচ্চধর্মের মানুষের ভাষা

(d) নিম্নশ্রেণির মানুষের ভাষা

27. ৬০০ খ্রি.পূ. থেকে ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত পর্বকালের প্রধান ভাষা কী?

(a) সংস্কৃত

(b) পালি

(c) প্রাকৃত

(d) মাগধী

28. মধ্যভারতীয় আর্যভাষার প্রাচীনতম নিদর্শন কী?

(a) অশোকের শিলালিপি

(b) অসমীয়া লিপি

(c) বৌদ্ধলিপি

(d) পালিলিপি

29. প্রাকৃত যেমন ছিল জনসাধারণের মধ্যে বহুল প্রচলিত মুখের ভাষা, অন্যদিকে ধর্মসাহিত্যের ভাষা কী কী ছিল?

(a) পালি ও প্রাকৃত

(b) ওড়িয়া ও অসমিয়া

(c) বৌদ্ধ সংস্কৃত ও পালি

(d) অস্ট্রিক ও দ্রাবিড়

30. মধ্যভারতীয় আর্যভাষার প্রথম স্তরের একটি ভাষারূপ কী?

(a) প্রাকৃত

(b) সংস্কৃত

(c) মাগধী

(d) পালি

31. হীনযানী বৌদ্ধরা কোন্ ভাষায় বুদ্ধদেবের বাণী প্রচার করেছিলেন?

(a) বৈদিক সংস্কৃত ভাষায়

(b) পালি ভাষায়

(c) প্রাকৃত ভাষায়

(d) অর্ধমাগধী ভাষায়

32. পালি ভাষার উদ্ভব কীভাবে?

(a) মার্জিত সাহিত্যিক ভাষা হিসেবে

(b) জনসাধারণের মুখের ভাষা হিসেবে

(c) ধর্মপ্রচারের ভাষা হিসেবে

(d) পূজার্চনার ভাষা হিসেবে

33. পালি ভাষা হল-

(a) প্রাকৃত ভাষার মার্জিত রূপ

(b) মাগধী ও অর্ধমাগধী ভাষার মাঝামাঝি স্তর

(c) সংস্কৃত ও প্রাকৃতের মাঝামাঝি একটি স্তর

(d) সংস্কৃত ভাষার প্রাথমিক স্তর

34. ‘ত্রিপিটক’ কোন্ ভাষায় রচিত?

(a) পালি

(b) সংস্কৃত

(c) প্রাকৃত

(d) জুলু

35. ‘জাতকের গল্প’ গ্রন্থটির বিষয়বস্তু কী?

(a) মহাবীরের জীবনকাহিনি

(b) চৈতন্যদেবের জীবনকাহিনি

(c) বুদ্ধদেবের জীবনকাহিনি

(d) গুরু নানকের জীবনকাহিনি

36. ‘জাতকের গল্প’ কোন্ ভাষায় রচিত?

(a) সংস্কৃত

(b) প্রাকৃত

(c) আরবি

(d) পালি

37. ‘সুত্তনিপাত’ ও ‘থেরগাথা’ কোন্ ভাষায় লেখা কী ধরনের গ্রন্থ?

(a) প্রাকৃত ভাষায় লেখা ধর্মগ্রন্থ

(b) পালি ভাষায় লেখা গল্প সংকলন

(c) পালি ভাষায় লেখা কবিতা সংকলন

(d) সংস্কৃত ভাষায় লেখা ধর্মগ্রন্থ

38. মধ্যভারতীয় আর্যভাষার ব্যাপ্তি কত বছর?

(a) তিন হাজার বছর

(b) এক হাজার বছর

(c) পাঁচশো বছর

(d) দেড় হাজার বছর

39. মহারাষ্ট্রী প্রাকৃত, শৌরসেনী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত, মাগধী প্রাকৃত এবং অর্ধমাগধী প্রাকৃত-এই আঞ্চলিক রূপ কোন্ সময়কালে পাওয়া যায়?

(a) ২০০ থেকে ৮০০ খ্রিস্টাব্দ

(b) ৯০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দ

(c) ১০০ থেকে ৬০০ খ্রিস্টাব্দ

(d) ১০০ থেকে ৯০০ খ্রিস্টাব্দ

40. সাহিত্যিক প্রাকৃতগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতাধর্মী কোন্টি?

(a) শৌরসেনী

(b) মহারাষ্ট্রী

(c) পৈশাচী

(d) অর্ধমাগধী

41. শৌরসেনী প্রাকৃতের প্রচলন কোথায় কোথায় ছিল?

(a) মথুরা, দিল্লি, মিরাট

(b) ওড়িশা, অসম, মিজোরাম

(c) মগধ, কনৌজ, দিল্লি

(d) পঞ্জাব, মথুরা, বৃন্দাবন

42. সংস্কৃত নাটকে শিক্ষিত রমণী, রাজপুরুষের সংলাপে কোন্ ভাষা ব্যবহৃত হত?

(a) মহারাষ্ট্রী প্রাকৃত

(b) শৌরসেনী প্রাকৃত

(c) অর্ধমাগধী প্রাকৃত

(d) পৈশাচী প্রাকৃত

43. মাগধী প্রাকৃতের প্রাচীনতম নিদর্শন কোথায় আছে?

(a) অশোকের শিলালিপিতে

(b) বৌদ্ধ শিলালিপিতে

(c) সুতনুক প্রত্নলিপিতে

(d) সুত্তনিপাতে

44. অর্ধমাগধীকে অনেকে কী বলে অভিহিত করেন?

(a) জৈন প্রাকৃত

(b) বৌদ্ধ প্রাকৃত

(c) মহাজন প্রাকৃত

(d) মূল প্রাকৃত

45. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে সবকটি প্রাকৃতেরই পরবর্তী পরিণতি হল-

(a) অবহট্ট

(b) অপভ্রংশ

(c) বিকৃত

(d) কোঙ্কনী

46. অপভ্রংশের পরবর্তী স্তরের নাম কী?

(a) প্রাকৃত

(b) গুরুমুখী

(c) অবহট্ট

(d) গাড়োয়ালী

47. কোন্ পর্যায়ে এসে মধ্যভারতীয় আর্যভাষার কাল শেষ হয়েছে?

(a) অপভ্রংশের পর্যায়ে

(b) প্রাকৃতের পর্যায়ে

(c) সংস্কৃতের পর্যায়ে

(d) পালি পর্যায়ে

48. নব্যভারতীয় আর্যভাষার বিস্তার হল-

(a) ৬০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত

(b) ৮০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত

(c) ৯০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত

(d) ১০০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত

49. আধুনিক ভারতীয় ভাষাগুলো কোন্ শতকে জন্ম নিল?

(a) দশম

(b) নবম

(c) একাদশ

(d) দ্বাদশ

50. পৈশাচী প্রাকৃত অপভ্রংশ থেকে কোন্ কোন্ ভাষা জন্ম নিল?

(a) সিন্ধি, পশ্চিমা ও পূর্বী পাঞ্জাবী

(b) নেপালি, ওড়িয়া, বাংলা

(c) ভোজপুরি, ওড়িয়া, অসমিয়া

(d) অসমিয়া, জুলু, মায়া

51. সিন্ধি ভাষা ভারতের কোন্ অঞ্চলে প্রচলিত?

(a) কন্যাকুমারী

(b) কচ্ছ

(c) কাশ্মীর

(d) পাঞ্জাব

52. পূর্বী পাঞ্জাবী কোন্ অঞ্চলে প্রচলিত?

(a) পশ্চিম পাঞ্জাব ও বৃন্দাবন

(b) মথুরা ও গয়া

(c) পূর্ব পাঞ্জাব ও দিল্লি

(d) উত্তর পাঞ্জাব ও অসম

53. শিখদের মূল ধর্মগ্রন্থ ‘গ্রন্থ সাহিব’ কোন্ ভাষায় লেখা?

(a) পূর্বী পাঞ্জাবী

(b) পশ্চিমা পাঞ্জাবী

(c) পালি

(d) সংস্কৃত

54. ‘গ্রন্থ সাহিব’ কোন্ লিপিতে লেখা?

(a) অলচিকি

(b) মারাঠী

(c) কোঙ্কনী

(d) গুরুমুখী

55. পশ্চিমা পাঞ্জাবী ভাষার আরেক নাম কী?

(a) বুন্দেলী

(b) লহন্দী

(c) জৈন প্রাকৃত

(d) লন্ডা

56. মহারাষ্ট্রী প্রাকৃত অপভ্রংশ থেকে কোন্ কোন্ ভাষা এসেছে?

(a) পাঞ্জাবী, কনৌজী

(b) সিন্ধি, পাঞ্জাবী

(c) মারাঠী, কোঙ্কনী

(d) বুন্দেলী, সিন্ধি

57. মারাঠী ভাষা কোথায় প্রচলিত?

(a) গোয়ায়

(b) পাঞ্জাবে

(c) কেরলে

(d) মহারাষ্ট্রে

58. কোঙ্কনী ভাষা কোথায় প্রচলিত?

(a) পাঞ্জাবে

(b) গোয়ায়

(c) মহারাষ্ট্রে

(d) কেরলে

59. দক্ষিণ ভারতের দুটি গুরুত্বপূর্ণ আর্যভাষা হল-

(a) মারাঠী, কোঙ্কনী

(b) সিন্ধি, পাঞ্জাবী

(c) হিন্দি, মালয়ালম

(d) ওড়িয়া, অসমিয়া

60. শৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে কোন্ কোন্ ভাষা জন্ম নিয়েছে?

(a) মারাঠী, কোঙ্কনী, সিন্ধি

(b) হিন্দি, ওড়িয়া, অসমিয়া

(c) নেপালি, কুমায়নি, গাড়োয়ালী

(d) পাঞ্জাবী, বন্দারু, কনৌজী

61. নেপালি, কুমায়নি, গাড়োয়ালী ভাষাগুলো কোথায় প্রচলিত?

(a) দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চলে

(b) হিমালয়ের কোলে পাহাড়ি গ্রামগুলোয়

(c) ভূমধ্যসাগরীয় অঞ্চলে

(d) পূর্বভারতের অসম, ওড়িশা অঞ্চলে

62. বন্দারু কোথাকার ভাষা?

(a) হরিয়ানার

(b) কেরালার

(c) উত্তরপ্রদেশের

(d) অসমের

63. গুজরাতি ও রাজস্থানি ভাষা দুটি কোথা থেকে এসেছে?

(a) মহারাষ্ট্রী প্রাকৃত-অপভ্রংশ

(b) শৌরসেনী প্রাকৃত-অপভ্রংশ

(c) পৈশাচী প্রাকৃত-অপভ্রংশ

(d) মাগধী প্রাকৃত-অপভ্রংশ

64. কোন্ পাঁচটি ভাষাকে একসঙ্গে পশ্চিমা হিন্দি বলা হয়?

(a) সিন্ধি, পাঞ্জাবি, ওড়িয়া, অসমিয়া, অবধী

(b) অবধী, বাঘেলী, পাঞ্জাবি, মালয়ালম, সিন্ধি

(c) হিন্দুস্থানি, ব্রজভাষা, কনৌজী, বুন্দেলী, বন্দারু

(d) কুমায়নি, গাড়োয়ালী, বুন্দেলী, মৈথিলি, হিন্দি

65. অর্ধমাগধী প্রাকৃত-অপভ্রংশ থেকে কোন্ তিনটি নব্যভারতীয়, আর্য ভাষার আবির্ভাব ঘটেছে?

(a) ওড়িয়া, অসমিয়া, বাংলা

(b) অবধী, বাঘেলী, ছত্তিশগড়ী

(c) সিন্ধি, পাঞ্জাবি, কনৌজী

(d) বুন্দেলী, বন্দারু, কনৌজী

66. কোন্ তিনটি ভাষাকে একত্রে পূর্বী হিন্দি বলা হয়?

(a) বন্দারু, বুন্দেলী, সিন্ধি

(b) কনৌজী, সিন্ধি, হিন্দি

(c) অবধী, বাঘেলী, ছত্তিশগড়ী

(d) সিন্ধি, পাঞ্জাবি, হিন্দুস্থানি

67. মাগধী ভাষাগুলো কোন্ কোন্ শাখায় বিভক্ত?

(a) প্রাচীন ও আধুনিক

(c) দক্ষিণী ও উত্তরা

(b) নব্য ও মধ্য

(d) পূর্বী ও পশ্চিমা

68. মাগধী প্রাকৃত-অপভ্রংশের পশ্চিমা শাখা থেকে প্রধানত যে ভাষাগুলো এসেছে সেগুলো হল-

(a) সিন্ধি, পাঞ্জাবি

(b) মগহী, মৈথিলি

(c) কনৌজী, বুন্দেলী

(d) বন্দারু, নেপালি

69. মাগধী প্রাকৃত-অপভ্রংশের পূর্বী শাখা থেকে যে ভাষাগুলো এসেছে তা হল-

(a) অহমিয়া, ওড়িয়া, বাংলা

(b) মগহী, মৈথিলি

(c) সিন্ধি, পাঞ্জাবি, কনৌজী

(d) বুন্দেলী, বন্দারু, ওড়িয়া

70. কার ভাষাকেই বাংলা ভাষার প্রাচীনতম নমুনা ধরা হয়?

(a) শ্রীকৃষ্ণকীর্তনের

(b) বৈয়ব পদাবলির

(c) চর্যাপদের

(d) চণ্ডীমঙ্গলের

71. কোন্ ভাষাগুলো বাংলারই সগোত্র, উৎসগতভাবে এক?

(a) সিন্ধি, বন্দারু, মগহী

(b) মৈথিলি, ওড়িয়া, হিন্দি, অসমিয়া

(c) পাঞ্জাবি, কনৌজী

(d) সিন্ধি, লহন্দী, কোঙ্কনী

72. আজ বাংলাভাষার বয়স কত?

(a) পাঁচশো বছরের কিছু বেশি

(b) আটশো বছরের কিছু বেশি

(c) হাজার বছরের কিছু বেশি

(d) দেড় হাজার বছরের কিছু বেশি

73. বাংলা ভাষার জন্মের পর থেকে আজ পর্যন্ত, দীর্ঘ বিবর্তনপথে বাংলা ভাষাকে ভাষাতাত্ত্বিকগণ কয়টি পর্যায়ে ভাগ করেছেন?

(a) চারটি

(b) পাঁচটি

(c) ছয়টি

(d) তিনটি

74. মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে বাংলা ভাষার জন্ম আনুমানিক কোন্ সময়ে?

(a) ৯০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দের মধ্যে

(b) ৬০০ থেকে ৯০০ খ্রিস্টপূর্বে

(c) ৮০০ খ্রিস্টাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে

(d) ১০০০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দে

75. প্রাচীন বাংলার আনুমানিক কালসীমা কত?

(a) ৯০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ

(b) খ্রিস্টপূর্ব ৭০০ থেকে ১২০০ খ্রিস্টপূর্ব

(c) ৯০০ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ

(d) খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৬০০ খ্রিস্টাব্দ

76. আনুমানিক কোন্ সময়ে মধ্যবাংলার কালসীমা নির্ণয় হয়?

(a) খ্রিস্টপূর্ব ৯০০ থেকে ৬০০ খ্রিস্টাব্দ পর্যন্ত

(b) ১৩৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত

(c) ১৩৫০ খ্রিস্টপূর্ব থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত

(d) ৯০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত

77. আধুনিক বাংলার কালসীমা কত?

(a) ১৮০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত

(b) ১২০০ খ্রিস্টপূর্ব থেকে শুরু

(c) ৮০০ খ্রিস্টাব্দ থেকে শুরু

(d) কোনোটিই নয়

78. মধ্য বাংলাকে ভাষাতাত্ত্বিকেরা কটি ভাগে ভাগ করেছেন?

(a) ছয়টি ভাগে

(b) চারটি ভাগে

(c) তিনটি ভাগে

(d) দুটি ভাগে

79. আদি মধ্য বাংলার নিদর্শন বলতে কোন্টিকে বোঝায়? 

(a) শ্রীকৃষ্ণকীর্তন

(b) বৈষ্ণব পদাবলি

(c) নাথ সাহিত্য

(d) চর্যাগান

80. অন্ত-মধ্য বাংলার সাহিত্যিক নিদর্শন কোনগুলি?

(a) বৈয়ব পদাবলী, নাথ সাহিত্য, অনুসারী সাহিত্য

(b) চর্যাগীতি, শিবায়ন, অনুসারী সাহিত্য, বৈয়ব পদাবলি

(c) অনুসারী সাহিত্য, জীবনীকাব্য, বৈয়ব পদাবলি

(d) মঙ্গল কাব্যধারা, অনুসারী সাহিত্যধারা, বৈষুব পদাবলি, মৈমনসিংহ গীতিকা

81. চর্যাপদ ছাড়া আর কোন্ কোন্ গ্রন্থে প্রাচীন বাংলার চিহ্ন রক্ষিত আছে?

(a) শ্রীকৃষ্ণকীর্তনে, মঙ্গলকাব্যে

(b) পূর্ববঙ্গগীতিকায়, শাক্ত পদাবলীতে

(c) ‘অমরকোষ’, ‘বিদগ্ধ মুখমণ্ডল’, ‘সেক-শুভোদয়া’ গ্রন্থে

(d) ‘আলালের ঘরের দুলাল’, ‘কপালকুণ্ডলা’ গ্রন্থে

82. আদি মধ্যবাংলার বিস্তৃতিকাল কত?

(a) ১৩৫০ থেকে ২০০০ খ্রিস্টাব্দ

(b) ১৩৫০ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ

(c) ১৩৫০ থেকে ১৯০০ খ্রিস্টাব্দ

(d) ১২০০ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ

83. অন্ত্য-মধ্য বাংলার সঙ্গে আধুনিক বাংলা ভাষার ফারাক সৃষ্টি হয়েছে কীসে?

(a) পদ্যরীতির ব্যবহারে

(b) ছন্দ অলংকারের ব্যবহারে

(c) গদ্যরীতির ব্যবহারে

(d) ব্যাকরণের সূত্রের ব্যবহারে

84. সাহিত্যিক গদ্য কোন্ যুগে প্রতিষ্ঠিত হয়?

(a) আধুনিক যুগে

(b) প্রাচীন যুগে

(c) আদি-মধ্যযুগে

(d) অন্ত্য-মধ্যযুগে

85. লেখার ভাষার সাহিত্যিক রূপটি কী নামে পরিচিত?

(a) চলিত ভাষা

(b) প্রাকৃত ভাষা

(c) অনার্য ভাষা

(d) সাধুভাষা

86. সংস্কৃত ও বাংলা ভাষার মধ্যে সম্পর্ক কী?

(a) সংস্কৃত বাংলা ভাষার জননী

(b) সংস্কৃত বাংলা ভাষার জননী নয়

(c) সংস্কৃত বাংলা ভাষার পিতামহী

(d) সংস্কৃত ও বাংলা ভাষা সম্পূর্ণ পৃথক শ্রেণির

87. কোন্ ভাষা থেকে দীর্ঘ বিবর্তনের ফলে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে?

(a) পালি

(b) সংস্কৃত

(c) আর্য

(d) প্রাকৃত

৪৪. সুনীতিকুমার ও সুকুমার সেন অনুকরণে কোন্ ভাষাটি বাংলা ভাষার জননী?

(a) শৌরসেনী প্রাকৃত

(b) পৈশাচী প্রাকৃত

(c) মাগধী অপভ্রংশ

(d) সংস্কৃত

89. হরপ্রসাদ শাস্ত্রীর ভাষায়, সংস্কৃত হল বাংলা ভাষার-

(a) অতি-অতি-অতিবৃদ্ধ প্রপিতামহ

(b) অতি-অতি-অতি-অতি-অতিবৃদ্ধ পিতামহী

(c) জননী

(d) মাতামহী

90. বাংলা শব্দভাণ্ডারে যেসব অনার্য শব্দ আছে তাদের আমরা কী বলি?

(a) দেশি শব্দ

(b) বিদেশি শব্দ

(c) আগন্তুক শব্দ

(d) মিশ্র শব্দ

91. ‘বাংলা ভাষা অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা’- কথাটি কে বলেছেন?

(a) হরপ্রসাদ শাস্ত্রী

(b) মহম্মদ শাহীদুল্লাহ

(c) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(d) সুকুমার সেন

আরও পড়ুন – একাদশ শ্রেণির বাংলা বিষয়ের ১ম সেমিস্টারের অন্যান্য অধ্যায়

Leave a Comment