চৈতন্য ও চৈতন্যজীবনী সাহিত্য MCQ
বিষয়ভিত্তিক/তথ্যভিত্তিক সাধারণ প্রশ্ন
1. কত খ্রিস্টাব্দে চৈতন্যদেব জন্মগ্রহণ করেন?
(a) ১৫০০ খ্রিস্টাব্দে
(b) ১৪৮০ খ্রিস্টাব্দে
(c) ১৪৮৬ খ্রিস্টাব্দে
(d) ১৫০১ খ্রিস্টাব্দে
2. চৈতন্যদেবের পিতার নাম কী?
(a) ভগীরথ মিশ্র
(b) জগন্নাথ মিশ্র
(c) শচীদুলাল মিশ্র
(d) জগন্ময় মিশ্র
3. চৈতন্যদেবের মায়ের নাম কী?
(a) শচীদেবী
(b) সারদা দেবী
(c) হিরণ্ময়ী দেবী
(d) আশালতা দেবী
4. জগন্নাথ মিশ্র কোথাকার অধিবাসী ছিলেন?
(a) বরিশালের
(b) শ্রীরামপুরের
(c) গোয়ালন্দের
(d) শ্রীহট্টের
5. চৈতন্যদেব কোথায় জন্মগ্রহণ করেন?
(a) ভালুকায়
(b) নানুরে
(c) নবদ্বীপে
(d) শান্তিপুরে
6. চৈতন্যদেব কার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন?
(a) কেশব ভারতী
(b) কেশবাচার্য
(c) বিশ্বরূপ
(d) আচার্য মাধব
7. চৈতন্যদেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?
(a) ১৫৩২
(b) ১৫৪০
(c) ১৫৩৩
(d) ১৫০১
8. “বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া।” -কার লেখা?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) সত্যেন্দ্রনাথ দত্ত
(c) নবীনচন্দ্র সেন
(d) মাইকেল মধুসূদন দত্ত
9. চৈতন্যদেব প্রকৃতপক্ষে যে ধর্ম প্রচার করেছিলেন সেটি হল-
(a) হিন্দু ধর্ম
(b) জৈন ধর্ম
(c) বৌদ্ধ ধর্ম
(d) ভক্তিধর্ম
10. চৈতন্যদেবকে কেন্দ্র করে প্রথম বাংলা সাহিত্যে কোন্ ধরনের সাহিত্য রচিত হয়?
(a) জীবনীসাহিত্য
(b) জীবনোপন্যাস
(c) পদাবলি সাহিত্য
(d) মঙ্গলকাব্যসাহিত্য
11. চৈতন্যদেবের লীলাকথার প্রকাশ কোথায় দেখা যায়?
(a) গৌরচন্দ্রিকায়
(b) গৌরাঙ্গবিষয়ক পদগুলোতে
(c) তত্ত্বসংকলনগুলোতে
(d) বৈয়ব পদাবলিতে
12. কার সঙ্গে সাক্ষাতের পর চৈতন্যদেবের মন কৃষ্ণানুকূল হয়?
(a) বৃন্দাবন দাসের
(b) কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর
(c) চন্ডীদাসের
(d) ঈশ্বরপুরীর
13. কত খ্রিস্টাব্দে চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন?
(a) ১৫১১
(b) ১৫১৫
(c) ১৫১০
(d) ১৫২০
14. চৈতন্যদেব মোট কত বছর নীলাচলে কাশীশ্বর মিশ্রের আশ্রমে দিব্যভাবের বশে বিভোর হয়ে কাল কাটিয়েছিলেন?
(a) কুড়ি
(b) আঠারো
(c) পনেরো
(d) একুশ
15. বাংলায় রচিত চৈতন্যজীবনী গ্রন্থগুলোর মধ্যে আদিতম কোন্টি?
(a) চৈতন্যমঙ্গল
(b) চৈতন্যচরিতামৃত
(c) চৈতন্যলীলা
(d) চৈতন্যভাগবত
16. ‘চৈতন্যভাগবত’ গ্রন্থের রচয়িতা কে?
(a) জয়ানন্দ
(b) চণ্ডীদাস
(c) বৃন্দাবন দাস
(d) কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
17. বৃন্দাবন দাস কোথায় জন্মগ্রহণ করেন?
(a) নবদ্বীপে
(b) শান্তিপুরে
(c) কাটোয়ায়
(d) কালনায়
18. বৃন্দাবন দাস রচিত ‘চৈতন্যভাগবত’-এর নাম আগে কী ছিল?
(a) চৈতন্যচরিতামৃত
(b) চৈতন্য অমৃতকথা
(c) চৈতন্যমঙ্গল
(d) চৈতন্যলীলা
19. বৃন্দাবন দাস কে ছিলেন?
(a) নিত্যানন্দের পুত্র
(b) গোবিন্দদাসের পৌত্র
(c) নরহরি সরকারের শিষ্য
(d) চৈতন্যভক্ত শ্রীবাসের ভ্রাতুষ্পুত্র
20. ‘চৈতন্যমঙ্গল’ নামে চৈতন্যজীবনী কে কে লিখেছিলেন?
(a) জয়ানন্দ ও চন্ডীদাস
(b) জয়ানন্দ ও লোচনদাস
(c) লোচনদাস ও বিদ্যাপতি
(d) কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ও চন্ডীদাস
21. ‘চৈতন্যভাগবত’ গ্রন্থে কয়টি খণ্ড আছে?
(a) দুটি
(b) তিনটি
(c) চারটি
(d) পাঁচটি
22. ‘চৈতন্যভাগবত’ গ্রন্থে অধ্যায়ের সংখ্যা কত?
(a) ৪৮
(b) ৪৯
(c) ৫০
(d) ৫১
23. ‘চৈতন্যলীলার ব্যাস’ কাকে বলা হয়?
(a) গোবিন্দদাসকে
(b) বৃন্দাবন দাসকে
(c) জয়ানন্দকে
(d) লোচনদাসকে
24. বৃন্দাবন দাস কার নির্দেশে ‘চৈতন্যভাগবত’ গ্রন্থটি লিখেছিলেন?
(a) গুরু নিত্যানন্দের
(b) জগন্নাথ মিশ্রের
(c) চৈতন্যদেবের
(d) মাতা নারায়ণীর
25. লোচনদাস রচিত চৈতন্যজীবনী গ্রন্থটির নাম কী?
(a) চৈতন্যভাগবত
(b) চৈতন্যমঙ্গল
(c) চৈতন্যলীলা
(d) চৈতন্যকথা
26. লোচনদাস রচিত ‘চৈতন্যমঙ্গল’ গ্রন্থটি কয়টি খণ্ডে বিন্যস্ত?
(a) পাঁচটি
(b) তিনটি
(c) সাতটি
(d) চারটি
27. লোচনদাসের ‘চৈতন্যমঙ্গল’ কাব্যটির রচনাকাল হল–
(a) ১৫৫০-১৫৬৭ খ্রিস্টাব্দ
(b) ১৫৫০-১৫৬৬ খ্রিস্টাব্দ
(c) ১৫৪০-১৫৬০ খ্রিস্টাব্দ
(d) ১৫৫০-১৫৭০ খ্রিস্টাব্দ
28. জয়ানন্দ কোথায় জন্মগ্রহণ করেন?
(a) নদিয়া জেলার নবদ্বীপে
(b) বর্ধমান জেলার আমাইপুরা গ্রামে
(c) বীরভূম জেলার নানুরে
(d) বাঁকুড়া জেলার জয়পুরে
29. জয়ানন্দের পিতার নাম কী?
(a) জগন্নাথ মিশ্র
(b) ব্যোমকেশ মিশ্র
(c) সুবুদ্ধি মিশ্র
(d) কালিদাস মিশ্র
30. জয়ানন্দ রচিত চৈতন্যজীবনী গ্রন্থ কোন্টি?
(a) চৈতন্যলীলা
(b) চৈতন্যমঙ্গল
(c) চৈতন্যভাগবত
(d) চৈতন্যচরিতামৃত
31. জয়ানন্দের মাতার নাম কী?
(a) সুনন্দা
(b) বিশাখা
(c) বোদনী
(d) লোপামুদ্রা
32. লোচনদাসের ‘চৈতন্যমঙ্গল’ গ্রন্থটির খণ্ডগুলো কী কী?
(a) আদিখণ্ড, মধ্যখণ্ড, সন্ন্যাসখণ্ড, সমাপ্তিখণ্ড
(b) সূত্রখণ্ড, বৈয়বখণ্ড, সন্ন্যাসখন্ড, শেষখণ্ড
(c) আদিখণ্ড, মধ্যখণ্ড, সন্ন্যাসখন্ড, শেষখণ্ড
(d) সূত্রখণ্ড, আদিখণ্ড, মধ্যখণ্ড, শেষখণ্ড
33. কবি জয়ানন্দ কার মন্ত্রশিষ্য ছিলেন?
(a) গদাধরের নিয়মীয়া
(b) নিত্যানন্দের
(c) শ্রীনিবাস আচার্যের
(d) সুবুদ্ধি মিশ্রের
34. জয়ানন্দ রচিত চৈতন্যমঙ্গলে কয়টি খণ্ড আছে?
(a) পাঁচটি
(b) সাতটি
(c) নয়টি
(d) বারোটি
35. বাংলায় রচিত চৈতন্যজীবনী গ্রন্থগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন্টি?
(a) বৃন্দাবন দাসের ‘চৈতন্যভাগবত’
(b) জয়ানন্দের ‘চৈতন্যমঙ্গল’
(c) কৃষ্ণদাস
(d) লোচনদাস রচিত চৈতন্যমঙ্গল
36. ‘শ্রীচৈতন্যচরিতামৃত’ গ্রন্থটি কার লেখা?
(a) কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর
(b) গোবিন্দদাসের
(c) বৃন্দাবন দাসের
(d) লোচনদাসের
37. ‘শ্রীচৈতন্যচরিতামৃত’ গ্রন্থে কয়টি খণ্ড আছে?
(a) চারটি
(b) তিনটি
(c) পাঁচটি
(d) ছয়টি
38. ‘শ্রীচৈতন্যচরিতামৃত’ গ্রন্থে মোট কয়টি পরিচ্ছেদ আছে?
(a) ৬০টি
(b) ৬২টি
(c) ৪২টি
(d) ৪৯টি
39. ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থটির মূল বৈশিষ্ট্য কী?
(a) এই গ্রন্থে সমকালীন সমাজজীবন খুব ভালোভাবে ফুটে উঠেছে।
(b) এই গ্রন্থে সামাজিক ও রাষ্ট্রিক বিষয়গুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে।
(c) চৈতন্যদেবের জীবনের শেষ পর্বের দিব্যোন্মাদ দশার বর্ণনা অত্যন্ত প্রাঞ্জল হয়েছে।
(d) চৈতন্যদেবের আবির্ভাবের প্রেক্ষাপট খুব ভালোভাবে ফুটে উঠেছে।
40. ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থে কোন্ তত্ত্বের অপূর্ব প্রকাশ ঘটেছে?
(a) সমাজতত্ত্ব
(b) দার্শনিক তত্ত্ব
(c) মনস্তত্ত্ব
(d) দেহতত্ত্ব
41. কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কোথায় জন্মগ্রহণ করেন?
(a) বাঁকুড়া জেলার জয়পুরে
(b) মেদিনীপুর জেলার ঘাটালে
(c) বর্ধমান জেলার ঝামটপুর গ্রামে
(d) নদিয়া জেলার নবদ্বীপে
42. কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পিতার নাম কী?
(a) ভগীরথ
(b) সুবুদ্ধি
(c) হরিমাধব
(d) নিত্যশরণ
43. ‘গৌরাঙ্গবিজয়’ গ্রন্থটির রচয়িতা কে?
(a) লোচনদাস
(b) জ্ঞানদাস
(c) চূড়ামণি দাস
(d) চন্ডীদাস
44. ‘শ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃত’ গ্রন্থটি কার লেখা?
(a) মুরারি গুপ্ত
(b) চূড়ামণি দাস
(c) গোবিন্দদাস
(d) কৃষ্ণদাস কবিরাজ
45. বাংলায় রচিত দুটি গৌণ চৈতন্যজীবনীগ্রন্থ হল-
(a) চৈতন্যভাগবত ও চৈতন্যচরিতামৃত
(b) গৌরাঙ্গবিজয় ও গোবিন্দদাসের কড়চা
(c) চৈতন্যলীলা ও চৈতন্যমঙ্গল
(d) শ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃত ও চৈতন্যচরিতামৃত
46. ‘চৈতন্যচন্দ্রোদয়’ নাটকটি কার লেখা?
(a) কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
(b) চূড়ামণি দাস
(c) বিদ্যাপতি
(d) কবি কর্ণপুর পরমানন্দ সেন
47. ‘চৈতন্যচন্দ্রোদয়’ নাটকটি কয়টি অঙ্কে সমাপ্ত?
(a) আট
(b) বারো
(c) নয়
(d) দশ
48. ‘প্রবোধচন্দ্রোদয়’ নাটকটি কার লেখা?
(a) বৃন্দাবন দাস
(b) শ্রীকৃষ্ণ মিশ্র
(c) গিরিশচন্দ্র ঘোষ
(d) মুরারি গুপ্ত
49. একটি উল্লেখযোগ্য চৈতন্যস্তোত্রকাব্য হল-
(a) চৈতন্যচন্দ্রাবলি
(b) চৈতন্যচন্দ্রাকর
(c) চৈতন্যচন্দ্রামৃত
(d) চৈতন্যরূপালেখ্য
50. নবীনচন্দ্র সেন রচিত চৈতন্যসম্পর্কিত গ্রন্থটি হল-
(a) অমিতাভ
(b) অমৃতাভ
(c) অমৃতাংশু
(d) অমৃতবিজয়
51. গিরিশচন্দ্র ঘোষ রচিত চৈতন্যগ্রন্থটির নাম কী?
(a) চৈতন্যদিশা
(b) চৈতন্যকথা
(c) চৈতন্যলীলা
(d) চৈতন্যচেতনা
52. কোন্ চৈতন্যজীবনীগ্রন্থে আদ্যাশক্তির বর্ণনা বা কালীমূর্তির বর্ণনা আছে?
(a) জয়ানন্দের ‘চৈতন্যমঙ্গল’ গ্রন্থে
(b) বৃন্দাবন দাসের ‘চৈতন্যভাগবত’ গ্রন্থে
(c) গিরিশচন্দ্র ঘোষের ‘চৈতন্যলীলা’ গ্রন্থে5)
(d) লোচনদাসের ‘চৈতন্যমঙ্গল’ গ্রন্থে
সত্য বা মিথ্যা নির্বাচন করো
1. শ্রীচৈতন্যদেব বীরভূম জেলার নানুরে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীচৈতন্যদেব কেশবভারতীর কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন।
(a) প্রথম বাক্যটি মিথ্যা, দ্বিতীয় বাক্যটি সত্য।
(b) প্রথম বাক্যটি সত্য, দ্বিতীয় বাক্যটি মিথ্যা।
(c) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই সত্য।
(d) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই মিথ্যা।
2. শ্রীচৈতন্যদেবের পিতা জগন্নাথ মিশ্র শ্রীহট্টের অধিবাসী ছিলেন।
(a) আংশিক মিথ্যা
(b) পুরোপুরি মিথ্যা
(c) আংশিক সত্য
(d) পুরোপুরি সত্য
3. শ্রীচৈতন্যদেব কেশবভারতীর কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) আংশিক মিথ্যা
4. শ্রীচৈতন্যদেবকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে প্রথম মঙ্গলকাব্যধারা রচিত হয়। শ্রীচৈতন্যদেবকে কেন্দ্র করেই বাংলায় চৈতন্য-রেনেসাঁ দেখা দিয়েছিল।
(a) প্রথম বাক্যটি সত্য, দ্বিতীয় বাক্যটি মিথ্যা।
(b) প্রথম বাক্যটি মিথ্যা, দ্বিতীয় বাক্যটি সত্য।
(c) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই সত্য।
(d) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই মিথ্যা।
5. শ্রীচৈতন্যদেব নীলাচলে আঠারো বছর দিব্যভাবের বশে বিভোর হয়ে কাটিয়েছিলেন।
(a) আংশিক মিথ্যা
(b) পুরোপুরি মিথ্যা
(c) পুরোপুরি সত্য
(d) আংশিক সত্য
6. বাংলায় রচিত চৈতন্যজীবনী গ্রন্থগুলোর মধ্যে আদিতম হল ‘চৈতন্যভাগবত’।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
7. লোচনদাসকে ‘চৈতন্যলীলার ব্যাস’ বলা হয়।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) আংশিক মিথ্যা
৪. কবি জয়ানন্দ গদাধরের মন্ত্রশিষ্য ছিলেন।
(a) আংশিক সত্য
(b) আংশিক মিথ্যা
(c) সত্য
(d) মিথ্যা
9. শ্রীচৈতন্যদেব জগাই-মাধাইকে উদ্ধার করেছিলেন।
(a) আংশিক মিথ্যা
(b) পুরোপুরি মিথ্যা
(c) আংশিক সত্য
(d) পুরোপুরি সত্য
10. লোচনদাস রচিত চৈতন্যজীবনী গ্রন্থটি হল ‘চৈতন্যভাগবত’।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) আংশিক মিথ্যা
11. ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থটির কবি হলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
12. ‘চৈতন্যমঙ্গল’ জীবনীগ্রন্থটির দুজন কবি হলেন জয়ানন্দ ও লোচনদাস।
(a) আংশিক মিথ্যা
(b) পুরোপুরি মিথ্যা
(c) পুরোপুরি সত্য
(d) আংশিক সত্য
13. চৈতন্যজীবনী গ্রন্থগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হল ‘চৈতন্যচরিতামৃত’।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
14. ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থে পাঁচটি খণ্ড আছে।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) আংশিক মিথ্যা
15. গিরিশচন্দ্র ঘোষ রচিত চৈতন্যবিষয়ক গ্রন্থটি হল ‘চৈতন্যলীলা’।
(a) আংশিক সত্য
(b) আংশিক মিথ্যা
(c) সত্য
(d) মিথ্যা
16. ‘চৈতন্যচন্দ্রোদয়’ নাটকটি লিখেছেন চূড়ামণি দাস।
(a) আংশিক মিথ্যা
(b) পুরোপুরি মিথ্যা
(c) আংশিক সত্য
(d) পুরোপুরি সত্য
17. ‘গৌরাঙ্গবিজয়’ গ্রন্থটির রচয়িতা হলেন চূড়ামণি দাস। গিরিশচন্দ্র ঘোষ রচিত ‘চৈতন্যলীলা’ নাটকটি রামকৃষ্ণদেব প্রত্যক্ষ করেছিলেন।
(a) প্রথম বাক্যটি সত্য, দ্বিতীয় বাক্যটি মিথ্যা।
(b) প্রথম বাক্যটি মিথ্যা, দ্বিতীয় বাক্যটি সত্য।
(c) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই সত্য।
(d) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই মিথ্যা।
18. চৈতন্যবিষয়ক গ্রন্থ ‘অমৃতাভ’ লিখেছেন নবীনচন্দ্র সেন।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
19. শ্রীচৈতন্যদেব ১৪৮৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন।
(a) আংশিক মিথ্যা
(b) পুরোপুরি মিথ্যা
(c) পুরোপুরি সত্য
(d) আংশিক সত্য)
20. ১৫৪০ খ্রিস্টাব্দে শ্রীচৈতন্যদেব লোকান্তরিত হন।
(a) সত্য
(b) মিথ্যা বারাতা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
21. ‘শ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃত’ গ্রন্থটির রচয়িতা মুরারি গুপ্ত।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) আংশিক মিথ্যা
22. একটি গৌণ চৈতন্যজীবনী গ্রন্থ হল ‘গোবিন্দদাসের কড়চা’।
(a) আংশিক সত্য
(b) আংশিক মিথ্যা
(c) সত্য
(d) মিথ্যা
23. ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থের ‘অন্ত্যলীলা’ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে পণ্ডিতজনেরা মন্তব্য করেছেন।
(a) আংশিক মিথ্যা
(b) পুরোপুরি মিথ্যা
(c) আংশিক সত্য
(d) পুরোপুরি সত্য
24. চৈতন্যদেবের আগে বাংলা সাহিত্য ছিল দেবমুখী। চৈতন্যদেবের আবির্ভাবের পর মানবতন্ত্রী মনোভাব প্রাধান্য পেল।
(a) প্রথম বাক্যটি সত্য, দ্বিতীয় বাক্যটি মিথ্যা।
(b) প্রথম বাক্যটি মিথ্যা, দ্বিতীয় বাক্যটি সত্য।
(c) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই সত্য।
(d) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই মিথ্যা।
25. শ্রীচৈতন্যদেব আপন মণ্ডলীতে যবন হরিদাসকে গ্রহণ করেছিলেন।
(a) সত্য
(c) আংশিক সত্য
(b) মিথ্যা
(d) আংশিক মিথ্যা
26. চৈতন্য-রেনেসাঁয় চৈতন্যদেবের কোনো ভূমিকা ছিল না।
(a) আংশিক মিথ্যা
(b) পুরোপুরি মিথ্যা
(c) পুরোপুরি সত্য
(d) আংশিক সত্য
27. ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থটি বাঙালি সমাজে প্রভাব ফেললেও অবাঙালি পাঠকদের কাছে তা গ্রহণযোগ্য ছিল না।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
28. চৈতন্য-পরবর্তী মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল কাব্যে, যাত্রাগানে-কবিগানে, পাঁচালিতে চৈতন্যদেবের পুণ্য জীবনাদর্শের ছায়াপাত ঘটেছে।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) আংশিক মিথ্যা
29. (i) “বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া”-পঙ্ক্তিটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত।
(ii) চৈতন্যদেব আচণ্ডালে কোল দিয়েছিলেন।
(iii) চৈতন্যদেব সারা দেশব্যাপী বৌদ্ধধর্ম প্রচার করেছিলেন।
(iv) চৈতন্যদেব নিজে যে গ্রন্থগুলো রচনা করেছেন সেগুলোই চৈতন্যজীবনীগ্রন্থ বলে পরিচিত।
(a)(i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
(b)(i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
(c) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(d) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
30. (i) উদার মানবধর্মের বাণী প্রচারক ছিলেন শ্রীচৈতন্যদেব।
(ii) হিন্দু-অহিন্দু, উচ্চ-নীচ, পণ্ডিত-মূর্খ ভেদাভেদ জ্ঞান প্রবল ছিল শ্রীচৈতন্যদেবের।
(ii) শ্রীচৈতন্যদেবের পুণ্যজীবনকে নিয়ে সংস্কৃত ও বাংলায় প্রচুর জীবনীগ্রন্থ রচিত হয়েছিল।
(iv) অনুবাদ সাহিত্য, মঙ্গলকাব্য, লোকসাহিত্যে কোনো চৈতন্যপ্রভাব পড়েনি।
(a)(i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(b)(i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
(c) (i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
(d)(i) সত্য (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
31. (i) গুরু নিত্যানন্দের আদেশে বৃন্দাবন দাস ‘চৈতন্যভাগবত’ গ্রন্থটি লেখেন।
(ii) ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থে দার্শনিক তত্ত্বের কোনো প্রকাশ নেই।
(iii) শ্রীচৈতন্যদেব তাঁর জীবনের শেষ আঠারো বছর একটানা দেশভ্রমণে ব্যস্ত ছিলেন।
(iv) চৈতন্যদেবের আবির্ভাবের আগে বাংলার সমাজজীবন ছিল নিদারুণ সংকটময়।
(a)(i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
(b)(i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(c) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
(d) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
32. (i) চৈতন্যজীবনীগ্রন্থগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হল জয়ানন্দ রচিত ‘চৈতন্যমঙ্গল’।
(ii) কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার ঝামটপুর গ্রামে।
(iii) বৃন্দাবন দাস তাঁর কাব্যরচনার উপাদান সংগ্রহ করেছিলেন মুরারি গুপ্তের কড়চা থেকে।
(iv) চূড়ামণি দাস রচিত ‘গৌরাঙ্গবিজয়’ একটি গৌণ চৈতন্যজীবনী গ্রন্থ।
( a) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
(b)(i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
(c) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
(d) (i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য
(iv) সত্য
ক্রম অনুসারে সাজাও
1. (i) চৈতন্যদেব লোকান্তরিত হন।
(ii) চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন।
(iii) চৈতন্যদেব বৃন্দাবন পরিক্রমায় বের হন।
(iv) চৈতন্যদেব জন্মগ্রহণ করেন।
(a) (ii), (iv), (iii), (i)
(b) (iv), (ii), (iii), (i)
(c) (i), (iv), (iii), (ii)
(d) (iii), (i), (iv), (ii)
2. (i) শ্রীচৈতন্যচরিতামৃত
(ii) অমৃতাভ
(iii) চৈতন্যভাগবত
(iv) চৈতন্যমঙ্গল
(a) (ii), (i), (iv), (iii)
(b) (i), (iii), (iv), (ii)
(c) (iii), (iv), (i), (ii)
(d) (iv), (ii), (iii), (i)
বিবৃতিগুলোর সঠিক ব্যাখ্যা-কারণ নির্বাচন করো
1. বিবৃতি : বাংলার জাতীয় জীবনে মহাপ্রভু চৈতন্যদেবের আবির্ভাব এক যুগান্তকারী ঐতিহাসিক ঘটনা।
কারণ: (i) সমগ্র হিন্দুজাতিকে চৈতন্য মহাপ্রভু এক গভীর সংকটময় অবস্থা থেকে উদ্ধার করেছিলেন প্রেমধর্ম প্রচারের মধ্য দিয়ে।
কারণ: (ii) বৈষুব প্রেমধর্মের মাধ্যমে উদার মানবতার বাণী প্রচার করে চৈতন্যদেব সমগ্র জাতিকে নিরাশার অন্ধকার থেকে উদ্ধার করেছিলেন।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
(d) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
2. বিবৃতি: মহাপ্রভু চৈতন্যদেব যে ভক্তিধর্ম প্রচার করেছিলেন তা চিরন্তন, সর্বজনীন আদর্শের অনুগত।
কারণ: (i) চৈতন্যদেব তাঁর প্রচারিত ভক্তিধর্মের মাধ্যমে উদার মানবিকতার বাণী প্রচার করে সগর্বে ঘোষণা করেছিলেন সকল মানুষই সমান।
কারণ: (ii) হিন্দু-মুসলমানের মধ্যে তিনি ধর্মীয় বিভেদ সৃষ্টি করেছিলেন।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
(d) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
3. বিবৃতি: শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের আগে বাংলার সমাজব্যবস্থা ছিল পুরোপুরি বিশৃঙ্খল ও বিপর্যস্ত।
কারণ: (i) হিন্দু-মুসলমান দুই জাতির মধ্যে কোনো বিরোধ ছিল না।
কারণ : (ii) মুসলমান শাসকদের নিষ্ঠুরতা এবং হিন্দুসমাজের বর্ণবিভেদ ও উঁচুনীচু ভেদাভেদের ফলে সমাজে শৃঙ্খলা ও ন্যায়পরায়ণতা ছিল না।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
(d) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
4. বিবৃতি: শ্রীচৈতন্যদেবকে কেন্দ্র করে সারা দেশে যে বিরাট বিপ্লব দেখা দিয়েছিল তাকে চৈতন্য-বিপ্লব বা চৈতন্য-রেনেসাঁ বলা হয়।
কারণ: (i) শ্রীচৈতন্যের প্রভাবে বাঙালি জাতির সর্বতোমুখী জাগরণ ঘটেছিল।
কারণ : (ii) শ্রীচৈতন্যদেব একাকী মধ্যযুগের বাঙালি সমাজের অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে মানবতা, সত্য ও প্রেমের অরুণোদয় ঘটিয়েছিলেন।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
(d) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
5. বিবৃতি: শ্রীচৈতন্যদেব নিজে একখানা গ্রন্থও রচনা করেননি। কিন্তু বাংলা সাহিত্যে তাঁর প্রভাব অপরিসীম।
কারণ: (i) চৈতন্যদেবের পুণ্য জীবনকে নিয়েই বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূচনা হয়েছিল।
কারণ: (ii) চৈতন্যজীবনীগ্রন্থগুলোর রস আস্বাদন করা পাঠকের সম্ভব হয়নি।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
(d) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
6. বিবৃতি : বৃন্দাবন দাসকে ‘চৈতন্যলীলার ব্যাস’ বলে অভিহিত করা হয়।
কারণ : (i) শ্রীচৈতন্যদেবের শেষ জীবনের কাহিনি বর্ণনায় বৃন্দাবন দাস সর্বশ্রেষ্ঠ।
কারণ : (ii) কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস যেমন মহাভারতের আদিকবি তেমনি বৃন্দাবন দাসও চৈতন্যজীবনীগ্রন্থের আদি কবি এবং কবিত্বের স্পর্শে ও প্রসাদগুণে কাব্যটি অতি সুললিত।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
(d) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
7. বিবৃতি : কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত ‘শ্রীচৈতন্যচরিতামৃত’ কাব্যগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ। গ্রন্থটি চৈতন্যজীবনী
কারণ: (i) ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, দার্শনিক মননশীলতা, ভক্তিভাব ও কবিত্বশক্তির অপূর্ব সমন্বয় দেখা যায় এই গ্রন্থে।
কারণ: (ii) শ্রীচৈতন্যদেবের জীবনের শেষপর্বের দিব্যোন্মাদ অবস্থার স্বরূপ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে কবি বিশ্লেষণ করেছেন।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
(d) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
আরও পড়ুন – একাদশ শ্রেণির ১ম সেমেস্টারের বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর