জনন কাকে বলে? জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব উল্লেখ করো। |
সংজ্ঞা
যে জৈবিক পদ্ধতিতে জীব নিজ সত্ত্বা ও আকৃতিবিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধির দ্বারা নিজস্ব বংশধারাকে অক্ষুণ্ণ রাখে, তাকে জনন বা রিপ্রোডাকশন বলে।
জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব
1. অস্তিত্ব বজায় রাখা: জীবজগৎ জনন পদ্ধতির দ্বারা বংশধর উৎপত্তির মাধ্যমে নিজেদের অস্তিত্ব বজায় রাখে।
2. সংখ্যা বৃদ্ধি: জননের মাধ্যমে জীব নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে।
3. ধারাবাহিকতা বজায় রাখাঃ জননের মাধ্যমে জীব তার বংশানুক্রমিক ধারাকে বাঁচিয়ে রাখে।
4. জীবজগতে ভারসাম্য রক্ষা: জননের ফলে জীবের মৃত্যুজনিত সংখ্যা হ্রাস পূরণ করে, ফলে পৃথিবীতে জীবজগতের ভারসাম্য বজায় থাকে।
5. অভিব্যক্তিতে সহায়তা: যৌন জননের মাধ্যমে অপত্য বংশধরদের মধ্যে নানান বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে, যার ফলে প্রজাতির মধ্যে প্রকরণ বা ভেদ (variation) পরিলক্ষিত হয়। এই প্রকরণ বা ভেদ জৈব অভিব্যক্তিকে সহায়তা করে।
6. পরিব্যক্তির উদ্ভব: যৌন জননের সময় বংশগত পদার্থের পরিব্যক্তি বা মিউটেশন ঘটার সম্ভাবনা থাকে, যার ফলে নতুন প্রজাতির উদ্ভব ঘটে।