মাইক্রোপ্রোপাগেশন কীভাবে সম্পন্ন হয়? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত তিনটি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত করো

 

মাইক্রোপ্রোপাগেশন কীভাবে সম্পন্ন হয়? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত তিনটি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত করো
মাইক্রোপ্রোপাগেশন কীভাবে সম্পন্ন হয়? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত তিনটি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত করো।

মাইক্রোপ্রোপাগেশন সম্পন্ন করার পদ্ধতি

‘মাইক্রো’ বা ‘অণু’ কথার অর্থ হল খুব ক্ষুদ্র। উদ্ভিদের কোনো ক্ষুদ্র অংশ (কোশ, কলা, মুকুল) কৃষ্টি দ্রবণে পালন করে শিশু উদ্ভিদে পরিণত করার কৌশলকে অণুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশন বলে।

মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি

1. উপযুক্ত উদ্ভিদ অঙ্গ-কলা, কোশ, মুকুল ইত্যাদি নির্বাচন।

2. কালচার বা কৃষ্টি মাধ্যমে রেখে উপাদানটির বৃদ্ধি ঘটানো এবং ক্যালাস গঠন।

3. ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে এমব্রয়েড (embroid) গঠন।

4. এমব্রয়েড থেকে অসংখ্য প্লান্টলেট (plantlet) সৃষ্টি।

5. প্লান্টলেটগুলিকে পৃথক টবে স্থানান্তরকরণ এবং অসংখ্য চারাগাছ সৃষ্টি।

সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পর্যায়

▷ জননকোশ বা গ্যামেট উৎপাদন: পুংকেশরের পরাগধানীতে পুংগ্যামেট এবং গর্ভকেশরের ডিম্বাশয়ের ডিম্বকের মধ্যে ডিম্বাণু উৎপন্ন করে।

▷ নিষেকঃ পুং ও স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলে। সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের মধ্যে ডিম্বাণু ও শুক্রাণু নিলন ঘটে।

▷ ভ্রুণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন: নিষেকের পর নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট (2n) বারবার বিভাজিত হয়ে ডিম্বকের মধ্যে ভ্রুণ গঠন করে। এই ভ্রুণ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়।

Leave a Comment