একটি ফার্নের জনুঃক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও ‘প্রোফেজ’ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে- এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। |
ফার্নের জনুক্রম: ফার্নের জীবনচক্রে সুস্পষ্ট জনুক্রম উপস্থিত। ফানের মূল উদ্ভিদদেহে রেণুধর (sporophytic) এবং ডিপ্লয়েড (2n) প্রকৃতির। রেণুধর উদ্ভিদের রেণুস্থলীতে রেণু (spore) সৃষ্টি হয়। ডিপ্লয়েড রেণুমাতৃকোশে (20) মিয়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড রেণু (n) উৎপন্ন করে। রেণু অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড লিঙ্গধর দেহ (প্রোথ্যালাস) সৃষ্টি করে। লিঙ্গধর উদ্ভিদে পুংধানী (antherdium) ও স্ত্রীধানী (archegonium) উৎপন্ন হয়। পুংধানীতে শুক্রাণু (n) এবং স্ত্রীধানীতে ডিম্বাণু (n) সৃষ্টি হয়। নিষেকের ফলে শুক্রাণু ও ডিম্বাণুর মিনল ঘটলে ভ্রুণাণু (2n) বা জাইগোট সৃষ্টি হয়। জাইগোট থেকে ভ্রুণ এবং ভ্রুণ থেকে রেণুধর দেহ (2n) উৎপন্ন হয়।