ক্রসিং ওভার কাকে বলে? পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। |
ক্রসিং ওভার (Crossing over)
মিয়োসিস-। এর প্রফেজ দশার প্যাকাইটিন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমের নন-সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে খন্ডাংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে।
ক্রসিং-ওভার পদ্ধতিতে ক্রোমোজোমের মধ্যে জেনেটিক পদার্থের বিনিময় ঘটে। ফলে উৎপন্ন গ্যামেটগুলিতে নতুন জিনের বা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে।
পদ্ধতি (Process)
(i) দুটি সমসংস্থ ক্রোমোজোম জোট বাঁধে অর্থাৎ বাইভ্যালেন্ট গঠিত হয়। এই পদ্ধতিকে সাইন্যাপসিস (synapsis) বলে।
(ii) বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড গঠন করে, ফলে টেট্রাড গঠিত হয়।
(iii) টেট্রাডের নন-সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে DNA খন্ডাংশের বিনিময় ঘটে। এই ঘটনাকে ক্রসিং ওভার বলে। DNA সংশ্লেষ স্থানটি ‘X’ আকৃতি ধারণ করে। একে কায়াজমা বলে।