শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ
1. আদিম সমাজ ছিল সাম্যবাদী-এই কথাটি কে বলেন?
(ক) কার্ল মার্কস
(গ) থুকিডিডিস
(খ) অ্যারিস্টটল
(ঘ) আরকাডি।
2. গ্রিক সভ্যতার উন্মেষের পূর্ববর্তী সময়ে ইজিয়ান সাগরের ক্লিট দ্বীপকে কেন্দ্র করে যে সভ্যতার উদ্ভব হয়েছিল, তা হল-
(ক) মাইসিনীয় সভ্যতা
(খ) ইজিয়ান সভ্যতা
(গ) হেলেনীয় সভ্যতা
(ঘ) হরপ্পা সভ্যতা।
3. মাইসিনীয় সভ্যতা কোন্ সভ্যতার রূপান্তর মাত্র?
(ক) সুমেরীয় সভ্যতার
(খ) হেলেনীয় সভ্যতার
(গ) গ্রিসীয় সভ্যতার
(ঘ) ইজিয়ান সভ্যতার।
4. কোন্ শক্তিশালী রাজা মাইসিনি নামক রাষ্ট্রে রাজত্ব করতেন?
(ক) আগামেন
(খ) আগামেমনন
(গ) আগামেমনস
(ঘ) আমানেন।
5. হেলেনীয় সভ্যতা’ কোন্ সভ্যতাকে বলা হয়?
(ক) গ্রিক
(খ) মিশরীয়
(গ) সুমেরীয়
(ঘ) মেসোপটেমিয়া।
6. ‘ম্যাগনাগ্রিসিয়া’ কাকে বলা হয়?
(ক) রোমকে
(খ) বৃহত্তর গ্রিক-কে
(গ) ভারতকে
(ঘ) এথেন্সকে।
7. প্রাকৃতিক দিক দিয়ে ৩টি ভাগে বিভক্ত গ্রিসের মধ্যাঞ্চল কী নামে পরিচিত ছিল?
(ক) ডোরিস
(গ) ম্যাগনাগ্রিসিয়া
(খ) ডসির
(ঘ) পলিস।
8. ডোরিস অঞ্চলের আদি বাসিন্দারা পরিচিত ছিল কী নামে?
(ক) ডোরিয়ান
(খ) ডোরিকান
(গ) ডোরীয়
(ঘ) ডরিসাস।
9. ডোরিয়ান বিজয়ের পরবর্তীকালে (আনুমানিক ১০০০ খ্রিস্টপূর্বাব্দ) গ্রিসে বিভিন্ন নগরকে কেন্দ্র করে গড়ে উঠতে শুরু করেছিল ক্ষুদ্র ক্ষুদ্র-
(ক) শিল্পক্ষেত্র
(খ) নগররাষ্ট্র (Citystate)
(গ) রাষ্ট্র
(ঘ) জন।
10. ডোরিয়ান বিজয়ের দুই শতক পর থেকে কত বছর ধরে গ্রিসে নগররাষ্ট্র গঠনের প্রক্রিয়া চলেছিল?
(ক) প্রায় ৩০০ বছর
(গ) প্রায় ৭০০ বছর
(খ) প্রায় ১৫০ বছর।তা।
(ঘ) প্রায় ১৫০০ বছর।
11. খ্রিস্টপূর্বপ *খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের মধ্যে গ্রিসে অনেকগুলি ছোটো ছোটো রাষ্ট্রের উদ্ভব হয়েছিল যেগুলি ছিল স্বাধীন, সার্বভৌম ও প্রায় স্বয়ংসম্পূর্ণ-এই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় বলা হত-
(ক) জনগণ
(খ) পলিস
(গ) সংঘ
(ঘ) মহাজনপদ।
12. খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতক গ্রিসের ইতিহাসে কী নামে পরিচিত?
(ক) স্বর্ণযুগ
(খ) সাম্রাজ্যের যুগ
(গ) শিল্পের যুগ
(ঘ) ধ্রুপদি যুগ।
13. গ্রিক শব্দ পলিস (Polis) কথাটির অর্থ-
(ক) জনগণ
(খ) রাষ্ট্র
(গ) নগররাষ্ট্র
(ঘ) সংঘ।
14. প্রাচীন কালে পলিসের বিকাশ ঘটে-
(ক) পাকিস্তানে
(খ) গ্রিসে
(গ) রাশিয়ায়
(ঘ) পারস্যে।
15. গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে, পলিসের উপাদান হল-
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৬টি
(ঘ) ৫টি।
16. কোন্ সময়ে প্রাচীন গ্রিক পলিসগুলির চূড়ান্ত বিকাশ ঘটেছিল?
(ক) ধ্রুপদি যুগে
(খ) মাইসিনীয় যুগের শুরুতে
(গ) ডোরিয়ান বিজয়ের পূর্বে
(ঘ) শিল্প যুগে।
17. অ্যারিস্টটলের মতে, পলিস উদ্ভবের প্রথম পর্যায় হল-
(ক) পরিবার
(খ) সম্প্রদায়গত বন্ধন
(গ) রাষ্ট্র
(ঘ) বিশ।
18. “The normal Polis was not much like a city and was very much more than state”- কার উক্তি?
(ক) এইচ ডি এফ কিট্টো
(খ) মোজেস আই ফিনলে
(গ) অ্যারিস্টটল
(ঘ) থুকিডিডিস।
19. গ্রিসের দুটি গুরুত্বপূর্ণ পলিস হল-
(ক) করিন্থ ও থিবস
(খ) এথেন্স ও স্পার্টা
(গ) আরগস ও সাইরাকিউজ
(ঘ) ইরিথ্রিয়া ও স্পার্টা।
20. মানুষ হল এক ধরনের প্রাণী যারা পলিসে বসবাস করে’ -এ কথা বলেছেন-
(ক) থুকিডিডিস
(খ) হেরোডোটাস
(গ) প্লেটো
(ঘ) অ্যারিস্টটল।
21. Men are the Polis’- উক্তিটি কার?
(ক) অ্যারিস্টটলের
(খ) প্লেটোর
(গ) সক্রেটিসের
(ঘ) থুকিডিডিসের।
22. কোন্ নাটকের একটি দৃশ্যে বলা হয়েছে, ‘আমি একা নয়, সমগ্র পলিস শুনেছে’?
(ক) ওয়েদিপাস বা ইদিপাস
(গ) ম্যাকবেথ
(খ) ওথেলো
(ঘ) কিং লিয়ার।
23. গ্রিক পলিসগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল-
(ক) ক্ষুদ্রত্ব ও অখণ্ডতা
(খ) নাগরিক ও বিদেশিদের মধ্যে সমানাধিকার
(গ) শক্তিশালী সেনাবাহিনী
(ঘ) স্থাপত্য।
24. প্রাথমিক পর্বে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল-
(ক) বৃহৎ
(খ) ক্ষুদ্র
(গ) মাঝারি
(ঘ) অতি বৃহৎ।
25. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্যভাগে পলিসের সংখ্যা ছিল প্রায়-
(ক) ৫০০টি
(খ) ১০০০টি
(গ) ১৫০০টি
(ঘ) ২০০০টি।
26. গ্রিসে কোন্ দ্বীপটি চারটি পলিসে বিভক্ত ছিল?
(ক) কিয়স
(খ) কিপস
(গ) করিন্থ
(ঘ) এপিরাস।
27. করিল্থ নামক পলিসের আয়তন ছিল-
(ক) ৩২০ বর্গমাইল
(গ) ৩৩০ বর্গমাইল
(খ) ৩২৭ বর্গমাইল
(ঘ) ৩৩৭ বর্গমাইল।
28. গ্রিসের পলিসগুলির আয়তনের ক্ষুদ্রত্বের জন্য আর জে হোপার সেগুলিকে বলেছেন-
(ক) স্বাভাবিক রাষ্ট্র (Normal States)
(খ) অস্বাভাবিক রাষ্ট্র (Abnormal States)
(গ) গণতান্ত্রিক রাষ্ট্র (Democratic States)
(ঘ) ক্ষুদ্র রাষ্ট্র (Little States)।
29. গ্রিসের পলিসগুলির আয়তনের ক্ষুদ্রত্বের জন্য কে সেগুলিকে ক্ষুদ্র ভূখণ্ড বা Narrowness of Space বলে অভিহিত করেছেন?
(ক) ভিক্টর এলবার্গ
(খ) অ্যারিস্টটল
(গ) ভিক্টর এরেনবার্গ
(ঘ) আর জে হোপার।
30. ক্লিট দ্বীপে স্বাধীন পলিসের সংখ্যা ছিল-
(ক) ৩০টির বেশি
(খ) ৫০টির বেশি
(গ) ৭০টির বেশি
(ঘ) ১০০টির বেশি।
31. প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলিকে A Perfect Community বলে অভিহিত করেছেন-
(ক) ভিক্টর এরেনবার্গ
(খ) অ্যারিস্টটল
(গ) হোমার
(ঘ) প্লেটো।
32. Politics’ গ্রন্থটি কার লেখা?
(ক) হেরোডোটাস
(খ) হোমার
(গ) অ্যারিস্টটল
(ঘ) সক্রেটিস।
33. ‘রিপাবলিক’ গ্রন্থের লেখক হলেন-
(ক) প্লেটো
(খ) সক্রেটিস
(গ) অ্যারিস্টটল
(ঘ) হোমার।
34. প্লেটোর মতে, আদর্শ পলিসের জনসংখ্যা হবে-
(ক) ১০,০০০
(খ) ২০,০০০
(গ) ৪,০০০
(ঘ) ৫,০০০।
35. হিপপোডামাসের মতে, আদর্শ পলিসের জনসংখ্যা হবে-
(ক) ২০ হাজার
(খ) ১০ হাজার
(গ) ১৫ হাজার
(ঘ) ২৫ হাজার।
36. ১০ জন নাগরিক নিয়ে যেমন পলিসের গঠন স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, ঠিক তেমনি ১ লক্ষ নাগরিক নিয়ে গঠিত পলিসও স্বয়ংসম্পূর্ণ হতে পারে না – পলিসের জনসংখ্যা সম্পর্কে এ বক্তব্যটি কার?
(ক) থুকিডিডিস
(খ) পিটার লাসলেট
(গ) অ্যারিস্টটল
(ঘ) এম আই ফিনলে।
37. পেলোপনেসাস বলতে বোঝায়-
(ক) পূর্ব গ্রিস
(খ) মধ্য গ্রিস
(গ) উত্তর গ্রিস
(ঘ) দক্ষিণ গ্রিস।
38. পেলোপনেসীয় যুদ্ধ কাদের মধ্যে চলেছিল?
(ক) স্পার্টা ও থিবস
(খ) এথেন্স ও স্পার্টা
(গ) এথেন্স ও করিন্থ
(ঘ) করিখ ও থিবস।
39. পেলোপনেসীয় যুদ্ধ কবে হয়েছিল?
(ক) ৪৩১ খ্রিস্টপূর্বাব্দে
(খ) ৪৩০ খ্রিস্টপূর্বাব্দে
(গ) ৪৩২ খ্রিস্টপূর্বাব্দে
(ঘ) ৪৩৩ খ্রিস্টপূর্বাব্দে।
40. ঐতিহাসিক কিট্রো (Kitto) জানিয়েছিলেন পেলোপনেসীয় যুদ্ধের সময় গ্রিসের একটি পলিসের জনসংখ্যা ছিল প্রায় ৩ লক্ষ ৫০ হাজার সেই পলিসটির নাম হল-
(ক) অ্যাটিকা
(খ) থিবস
(গ) এথেন্স
(ঘ) স্পার্টা।
41. পেলোপনেসীয় যুদ্ধের সময় এথেন্সের জনসংখ্যা ছিল ২ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ ৭৫ হাজারের মতো এই তথ্যের দাবিদার কে ছিলেন?
(ক) কিট্টো
(গ) অ্যারিস্টটল
(খ) হেরোডোটাস
(ঘ) থুকিডিডিস।
42. গ্রিক পলিসগুলির জন্য নিম্নে উল্লিখিত কোন্ বক্তব্যটি সঠিক?
(ক) স্পার্টার আয়তন এথেন্সের তুলনায় বৃহৎ
(খ) স্পার্টার আয়তন ক্ষুদ্র
(গ) এথেন্সের আয়তন বৃহৎ
(ঘ) স্পার্টায় নাগরিকের সংখ্যা ছিল অনেক বেশি।
43. পলিসের মূল কেন্দ্র যে নামে পরিচিত ছিল, তা হল-
(ক) অ্যাগোরা
(খ) অ্যাক্রোপলিস
(গ) কাউন্সিল
(ঘ) মেটিক।
44. অ্যাক্রোপলিস কী?
(ক) গ্রিসের নগররাষ্ট্র
(খ) স্পার্টার সমাধিস্থল
(গ) গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় শাসনকেন্দ্র
(ঘ) ইটালির একটি বিশ্ববিদ্যালয়।
45. গ্রিসের পলিসগুলির শাসনকাঠামো বা রাজনৈতিক সংগঠনগুলি কয়টি ভাগে বিভক্ত ছিল?
(ক) ৪টি
(খ) ৩টি
(গ) ২টি
(ঘ) ৫টি।
46. গ্রিক পলিসগুলিতে কয় ধরনের শাসনব্যবস্থা প্রচলিত ছিল?
(ক) ৫
(খ) ২
(গ) ৩
(ঘ) ৬।
47. পলিসগুলির শাসন পরিচালনায় নাগরিকরা কীভাবে অংশগ্রহণ করত?
(ক) প্রত্যক্ষভাবে
(খ) পরোক্ষভাবে
(গ) ব্যক্তিগত সম্পত্তির ভিত্তিতে
(ঘ) কোনোটিই নয়।
48. গণভোটের দ্বারা কোনো ব্যক্তিকে নির্বাসিত করা বা রাষ্ট্র থেকে বহিষ্কার করার প্রথা কী নামে পরিচিত?
(ক) অ্যাপেলা
(খ) অস্ট্রাসিজম
(গ) গেরুসিয়া
(ঘ) হেলাইয়া।
49. গ্রিসের পলিসগুলিতে ম্যাজিস্ট্রেটদের প্রধান কাজ ছিল-
(ক) বিচারকার্য সম্পাদন করা
(খ) জন্মের হিসাব গণনা করা
(গ) মৃত্যুর হিসাব গণনা করা
ঘ) পলিসগুলির গণনা করা।
50. রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ এথেন্স বলতে কোন্ শব্দটি ব্যবহার করা হত-
(ক) গেরুসিয়া
(খ) এথেনিয়ান
(গ) অ্যাবাকা
(ঘ) এলিস।
আরও পড়ুন – ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো