মাইটোসিস কোশ বিভাজনের তাৎপর্য বা গুরুত্ব ব্যাখ্যা করো

মাইটোসিস কোশ বিভাজনের তাৎপর্য বা গুরুত্ব ব্যাখ্যা করো
মাইটোসিস কোশ বিভাজনের তাৎপর্য বা গুরুত্ব ব্যাখ্যা করো।

মাইটোসিস তাৎপর্য বা গুরুত্ব

মাইটোসিসের গুরুত্বপূর্ণ তাৎপর্যগুলি হল-

1. বৃদ্ধি: মাইটোসিস কোশ বিভাজনের ফলে কোশের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে জীবদেহের বৃদ্ধি ঘটে।

2. কোশ প্রতিস্থাপন এবং ক্ষয়পূরণ: জীবদেহের আঘাতপ্রাপ্ত স্থানে (কেটে যাওয়া, ছড়ে যাওয়া) মাইটোসিস কোশ বিভাজনের ফলে জীর্ণ স্থানে নতুন কোশ দিয়ে প্রতিস্থাপন ঘটে, ফলে জীবদেহের ক্ষয়পূরণ হয়।

3. পুনরুৎপাদন: প্রাণীদেহের কোনো অংশের পুনরুৎপাদন ঘটে মাইটোসিস কোশ বিভাজনের ফলে। যেমন-কবচী শ্রেণির (crus- tacea) প্রাণীদের পা, তারামাছের বাহু, টিকটিকির লেজ দেহ থেকে বিচ্ছিন্ন হলে তার পুনরুৎপাদন ঘটে।

4. প্রজনন:
এককোশী জীবরা মাইটোসিস কোশ বিভাজনের মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়ায় বংশবিস্তার করে।

5. পরিস্ফুটন : এককোশী জাইগোট মাইটোসিস কোশ বিভাজন প্রক্রিয়ায় ভ্রুণে পরিণত হয়।

Leave a Comment