চারণ কবি ভারভারা রাও mcq | XI Bangla 1st Semester

চারণ কবি ভারভারা রাও mcq | XI Bangla 1st Semester

চারণ কবি ভারভারা রাও mcq
চারণ কবি ভারভারা রাও mcq

১. ভারভারা রাও এর পুরোনাম হল-

(ক) মুথু স্বামী ভারভারা রাও

(খ) স্বামী ভারভারা রাও

(গ) পেন্ড্যালা ভারভারা রাও

(ঘ) কৃষ্ণস্বামী ভারভারা রাও

২. ভারভারা রাও যে ভাষায় রচিত-

(ক) তামিল

(খ) তেলুগু

(গ) কন্নড়

(ঘ) মালয়ালম

৩. রাও-এর কবিতাগুলি যিনি ইংরেজিতে অনুবাদ করেন-

(ক) ড. ডি রাজা

(খ) ড. ডি. নরসীমা রাও

(গ) ড. ডি. ভেঙ্কটস্বামী

(ঘ) ড. ডি. ভেঙ্কট রাও

৪. গলায় ফাঁস লাগচ্ছে-

(ক) ফাঁসুড়ে

(খ) নিয়মকানুন

(গ) সময়ের ঢেউ তোলা কালো মেঘ

(ঘ) কোনোটিই নয়

৫. সময়ের ঢেউ তোলা মেঘ যখন গলায় ফাঁস লাগাচ্ছে-

(ক) নিয়মের প্রচলনের সময়

(খ) নিয়ম লেপাটের সময়

(গ) নিয়ম গঠনের সময়

(ঘ) কোনোটিই নয়

৬. কবিতাটি যে ভাষায় রচিত-

(ক) বাংলা

(খ) তামিল

(গ) তেলুগু

(ঘ) কন্নড়

৭. কবিতাটি যিনি বাংলায় তরজমা করেছেন –

(ক) শঙ্খ ঘোষ

(খ) মানবেন্দ্রনাথ রায়

(গ) অঘ্যকুসুম দাশগুপ্ত

(ঘ) সত্যরঞ্জন দাস

৮. যা চুইয়ে পড়ছে না-

(ক) জল

(খ) তেল

(গ) রক্ত

(ঘ) রস

৯. বিদ্যুৎ যা হয়ে যাচ্ছে-

(ক) বাজ

(খ) আলো

(গ) ছবি

(ঘ) অদৃশ্য

১০. বিদ্যুৎ যাতে বাজ হয়ে উঠেছে-

(ক) মেঘে

(খ) ঝড়ে

(গ) আলোতে

(ঘ) ঘূর্ণি পাকে

১১. যা প্রলয় ঝড় হয়ে উঠেছে-

(ক) মুষল ধারে বৃষ্টি

(খ) ঝিরঝিরে বৃষ্টি

(গ) ইলশে গুড়ি বৃষ্টি

(ঘ) টিপ টিপ বৃষ্টি

১২. জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবির –

(ক) কান্না

(খ) গান

(গ) লিপিকার স্বর চালা

(ঘ) সবগুলিই

১৩. যখন কাঁপন লাগে-

(ক) দেহে

(খ) মনে

(গ) মাথায়

(ঘ) জিভে

১৪. বাতাস যা মুক্ত করে দেয়-

(ক) সুর

(খ) কথা

(গ) গান

(ঘ) ভাষা

১৫. যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে-

(ক) কবিতা

(খ) গান

(গ) গল্প

(ঘ) সাহিত্য

১৬. রাষ্ট্র কবিকে ভয় পায়-

(ক) সাহিত্য রচনা করার সময়

(খ) যুদ্ধের গান বাঁধার সময়

(গ) গান যখন যুদ্ধে অস্ত্র হয়ে ওঠে

(ঘ) কথা যখন সকলের মাঝে ছড়িয়ে পড়ে

১৭. রাষ্ট্র কবিকে কয়েদ করে যখন-

(ক) তিনি প্রতিবাদ করেন

(খ) কবিতা রচনা করেন

(গ) তাঁর রচনা গণজাগরণ ঘটায়

(ঘ) সবগুলি

১৮. কবি তাঁর সুর নিয়ে যেখানে শ্বাস ফেলেন-

(ক) জনতার মাঝে

(খ) বিশ্বের দরবারে

(গ) রাষ্ট্রের সামনে

(ঘ) কোনোটিই নয়

১৯. যা মাটিতে মিলিয়ে যাচ্ছে-

(ক) রাষ্ট্রের দম্ভ

(খ) ফাঁসির মঞ্চ

(গ) অত্যাচারের চিহ্ন

(ঘ) রক্তের দাগ

২০. যাকে স্পর্ধা জানানোর কথা বলা হয়েছে-

(ক) মৃত্যুকে

(খ) ফাঁসুড়েকে

(গ) কঠিক খ ভুল

(ঘ) ক ও খ ঠিক

২১. যাকে তুচ্ছ বলা হয়েছে-

(ক) মৃত্যুকে

(খ) ফাঁসুড়েকে

(গ) কবিকে

(ঘ) রাষ্ট্রকে

২২. ফাঁসির মঞ্চ যে কারণে মাটিতে মিলিয়ে যাচ্ছে-

(ক) অত্যাচারের চিহ্ন লোপ করার জন্য

(খ) রাষ্ট্রশক্তির চিন্তার পরিবর্তননের জন্য

(গ) ভারসাম্য রাখার জন্য

(ঘ) সবগুলিই

২৩. কবির লিপিকার স্বর যেখান থেকে বেরিয়ে আসছে-

(ক) হৃদয়ের অন্তঃস্থল থেকে

(খ) মস্তিষ্কের ভেতর থেকে

(গ) বন্ধ ঘরের ফোকর থেকে

(ঘ) জেলের গারদ থেকে

২৪. যা বুকে নিয়ে কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে-

(ক) বেদনা

(খ) অত্যাচারের গাথা

(গ) মায়ের দুঃখ

(ঘ) মায়ের বেদনাশ্রু

২৫. ঢেউ তোলা মেঘের দল যেখানে ফাঁস লাগাচ্ছে-

(ক) নিয়মের বেড়াজাল

(খ) সময়ের চাকায়

(গ) গলায়

(ঘ) কবির কোমরে

২৬. যা লোপাট হওয়ার কথা বলা হয়েছে-

(ক) প্রমাণ

(খ) অত্যাচারের চিহ্ন

(গ) নিয়ম

(ঘ) রক্তের দাগ

২৭. বাজ শব্দটি হল-

(ক) তৎসম

(খ) অর্ধ তৎসম

(গ) তদ্ভব

(ঘ) হিন্দি

২৮. কয়েদ শব্দটি হল-

(ক) সংস্কৃত

(খ) আরবি

(গ) ফার্সি

(ঘ) হিন্দি

২৯. তুচ্ছ ফাঁসুড়েকে যা করা হচ্ছে-

(ক) বিদায়

(খ) কল্পিত

(গ) ঝুলিয়ে দেওয়া

(ঘ) বুঝিয়ে দেওয়া

৩০. রাষ্ট্র কবিকে ভয় পেলে যা করে-

(ক) কয়েদ করে রাখে

(খ) অত্যাচার করে

(গ) স্বর রুদ্ধ করে

(ঘ) সবগুলিই

৩১. চুঁইয়ে পড়ছে না কোনো-

(ক) রক্ত

(খ) চোখের জল

(গ) কঠিক খ ভুল

(ঘ) ক ও খ দুইই ঠিক

৩২. জনতার মাঝে কবি যা নিয়ে শ্বাস ফেলছে-

(ক) কবিতা

(খ) গান

(গ) সুর

(ঘ) সবগুলিই

৩৩. বাতাসকে সুর মুক্ত করে দেয় যখন-

(ক) ঝড় ওঠে

(খ) মেঘ ওঠে

(গ) গলার স্বর রুদ্ধ হয়ে আসে

(ঘ) জিভে কাঁপন লাগে

৩৪. ঝিরঝিরে বৃষ্টি যা হয়ে উঠছে-

(ক) ঝড়

(খ) প্রলয় ঝড়

(গ) মুষলধারে বৃষ্টি

(ঘ) ঘূর্ণি ঝড়

৩৫. গান যুদ্ধের অস্ত্র হয়ে উঠলে যা হয়-

(ক) কবিকে সকলে ভয় পায়

(খ) কবিকে কারারুদ্ধ করা হয়

(গ) কবিকে নির্বাসন দেওয়া হয়

(ঘ) কবির উপর অত্যাচার করা হয়

আরও পড়ুন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ

Leave a Comment