হুতোম প্যাঁচার নক্সা’-র মাধ্যমে কলকাতার ‘বাবু’-দের সম্পর্কে কী জানা যায়

হুতোম প্যাঁচার নক্সা'-র মাধ্যমে কলকাতার 'বাবু'-দের সম্পর্কে কী জানা যায়
হুতোম প্যাঁচার নক্সা’-র মাধ্যমে কলকাতার ‘বাবু’-দের সম্পর্কে কী জানা যায়

বাবু সম্প্রদায়

উনিশ শতকের বাংলায় ইংরেজি শিক্ষায় শিক্ষিত এক বিশেষ সম্প্রদায়ের উদ্ভব হয়, যাকে বাবু সম্প্রদায় বলা হয়। অপরিমিত অর্থের আড়ম্বর দেখাতে বাবুরা বাইনাচ, পায়রা ও বুলবুলি পোষা, বিড়ালের বিবাহে লক্ষাধিক অর্থব্যয়ের জাঁকজমকপূর্ণ অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হতেন। কলকাতার আলো-আঁধারির আনাচকানাচে বাবুদের বিচরণ, তাদের শিক্ষা-সংস্কৃতি এবং সর্বোপরি অন্দরমহলের সজ্জাবিন্যাস সম্পর্কে নানান তথ্য হুতোম প্যাঁচার নক্শা গ্রন্থ থেকে পাওয়া যায়।

Leave a Comment