ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ একাদশ শ্রেণি
১. ‘তুমি বিখ্যাত ভারতে’ ভারতে বিখ্যাত হলেন-
(ক) কবি মধুসূদন
(খ) বিদ্যাসাগর
(গ) হিমালয়
(ঘ) সকলেই
২. ‘সেই জানে মনে’- মনে যা জানে-
(ক) বিদ্যাসাগর খুব জ্ঞানী
(খ) বিদাসাগর সমাজ সংস্কারক
(গ) বিদ্যাসাগর করুণার সিন্ধু
(ঘ) সবগুলিই
৩. ‘করুণার সিন্ধু বলতে বোঝানো হয়েছে
(ক) মায়ার সাগর
(খ) দয়ার সাগর
(গ) করুণার সাগর
(ঘ) সবগুলিই
৪. হিমাদ্রির হেম কান্তি-
(ক) অম্লান
(খ) ম্লান
(গ) নিষ্প্রভ
(ঘ) সুপ্ত
৫. ‘ভাগ্য বলে পেয়ে সে’-
(ক) মহান চরণ
(খ) মহান পর্বত
(গ) সুবর্ণচরণ
(ঘ) হিমাদ্রি
৬. সেই জানে- যা জানে-
(ক) আশ্রয়দাতার মহিমা
(খ) আশ্রয়দাতার গুণ
(গ) আশ্রয়দাতার করুণা
(ঘ) আশ্রয়দাতার দাতার চরিত্র
৭. বিদ্যাসাগরের তুলনা করা হয়েছে-
(ক) হিমালয়ের সঙ্গে
(খ) দেবতার সঙ্গে
(গ) মহান মানুষের সঙ্গে
(ঘ) শ্রেষ্ঠ মানুষের সঙ্গে
৮. গিরীশ শব্দটি হল-
(ক) সন্ধিবদ্ধ
(খ) সমাসবদ্ধ
(গ) প্রত্যয় নিষ্পন্ন
(ঘ) মৌলিক শব্দ
৯. সুখসদন শব্দের অর্থ হল-
(ক) সুখী গৃহ
(খ) সুখ পরিচর্যা
(গ) সুখী সাহচর্য
(ঘ) কোনোটিই নয়
১০. বারি শব্দের প্রতিশব্দ হল-
(ক) জল
(খ) অমু
(গ) অপ
(ঘ) সবগুলি
১১. যে ফল জোগায়-
(ক) রসাল
(খ) শাসাল
(গ) সুমিষ্ট
(ঘ) অমৃত
১২. যে শব্দটির অর্থ দাসী-
(ক) বিমলা
(খ) কিঙ্করী
(গ) সদন
(ঘ) বারি
১৩. বিমলা কিঙ্করী বলা হয়েছে-
(ক) নদীকে
(খ) নগরীশকে
(গ) তরুদলকে
(ঘ) সুখ সদনকে
১৪. দাস রূপধারণ করে-
(ক) নদী
(খ) গিরীশ
(গ) দীর্ঘশিরঃতরুদল
(ঘ) কোনোটিই নয়
১৫. শীতল শাখি ছায়া প্রদান করে-
(ক) দীর্ঘশিরঃতরুদল
(খ) বনেশ্বরী
(গ) গিরীশ
(ঘ) বিমলা কিঙ্করী
১৬. নিশা শব্দের প্রতিশব্দ হল
(ক) যামিনী
(খ) রজনী
(গ) বিভাবরী
(ঘ) সবগুলিই
১৭. কবিতাটি যেখানে লেখা হয়েছিল-
(ক) ইয়োরোপে
(খ) মাদ্রাজে
(গ) সাগরদাঁড়ি গ্রাম
(ঘ) বীরসিংহ গ্রামে
১৮. এই কবিতাটি যে রীতির-
(ক) ছড়া
(খ) গান
(গ) গীতি কবিতা
(ঘ) সনেট
১৯. সনেটের অষ্টক হল –
(ক) প্রথম আট লাইন
(খ) মাঝের আট লাইন
(গ) শেষের ছয় লাইন
(ঘ) কোনোটিই নয়
২০. সনেটের ষটক হল –
(ক) প্রথম আট লাইন
(খ) মাঝের আট লাইন
(গ) শেষের ছয় লাইন
(ঘ) কোনোটিই নয়
২১. এই সনেটের অষ্টকের মিল বিন্যাস হল –
(ক) কখখক, কখখক
(খ) কখকখ, কখকখ
(গ) কখখক, খকখক
(ঘ) কোনোটিই নয়
২২. এই সনেটের ষটকের মিল বিন্যাস হল-
(ক) গগ গগ গগ
(খ) গঘগ গঘগ
(গ) গঘগ ঘগঘ
(ঘ) গঘ গঘ গঘ
২৩. এই সনেটটি যে রীতিতে রচিত
(ক) পেত্রার্কীয়
(গ) মিলটনীয়
(খ) শেক্সপিরীয়
(ঘ) মধুসূদনের নিজস্ব
২৪. কবিতাটি মধুসূদন রচনাবলীর যত সংখ্যক সনেট-
(ক) ৮০
(খ) ৮২
(গ) ৮৪
(ঘ) ৮৬
২৫. হেমকান্তি যার উপমা হিসেবে ব্যবহৃত হয়েছে-
(ক) গিরীশ
(খ) বিদ্যাসাগর
(গ) হিমাদ্রি
(ঘ) সবগুলিই
২৬. অমৃতফল দান করে-
(ক) তরুদল
(খ) বনেশ্বরী
(গ) ক ঠিক খ ভুল
(ঘ) ক ভুল খ ঠিক
২৭. সিন্ধু শব্দের প্রতিশব্দ হল-
(ক) অর্ণব
(খ) রত্নাকর
(গ) জলধি
(ঘ) সবগুলিই
২৮. দশদিক ভরে যায় –
(ক) বিদ্যাসাগরের করুণায়
(খ) বিদ্যাসাগারের সুনামে
(গ) পরিমলে
(ঘ) ফুলে ফুলে
২৯. বিদ্যাসাগর ভারতে-
(ক) বিখ্যাত
(খ) প্রখ্যাত
(গ) অখ্যাত
(ঘ) কুখ্যাত
৩০. কবিতায় উজ্জ্বল অর্থ বোঝাতে যে শব্দটি ব্যবহৃত হয়েছে-
(ক) উজ্জ্বল
(গ) কান্তি
(খ) সন্ধান
(ঘ) সবগুলিই