বিড়াল প্রবন্ধ MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি বাংলা

বিড়াল প্রবন্ধ MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি বাংলা

বিড়াল প্রবন্ধ MCQ
বিড়াল প্রবন্ধ MCQ

১. ‘বিড়াল’ প্রবন্ধটি গৃহীত হয়েছে

ক বঙ্কিমচন্দ্রের ‘কমলাকান্তের দপ্তর’ থেকে

খ বঙ্কিমচন্দ্রের ‘লোকরহস্য’ থেকে

গ বঙ্কিমচন্দ্রের ‘বিজ্ঞান রহস্য’ থেকে

ঘ বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ উপন্যাস থেকে

২. বিড়ালটি প্রবেশ করেছিল কমলাকান্তের

ক রান্নাঘরে

খ ঠাকুরঘরে

গ বৈঠকখানায়

ঘ শোওয়ার ঘরে

৩. বিড়ালটি যখন প্রবেশ করেছিল তখন কমলাকান্ত ছিলেন

ক চারপায়ীর উপর

খ খাটের উপর

গ মাদুরের উপর

ঘ পালঙ্কের উপর

৪. খাটিয়ার উপর শুয়ে কমলাকান্ত ঝিমোচ্ছিলেন কারণ

ক তার ঘুম পেয়েছিল

খ তার হাতে কোনো কাজ ছিল না

গ তিনি নেশাগ্রস্ত ছিলেন

ঘ রাত্রি গভীর হয়েছিল

৫. নেপোলিয়ন ছিলেন

ক ফরাসি সম্রাট

গ জার্মান সম্রাট

খ ইংরেজ সম্রাট

ঘ ভারতের সম্রাট

৬. ওয়াটার্ল যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়

ক ১৮১৫ খ্রিস্টাব্দে

খ ১৮২৩ খ্রিস্টাব্দে

গ ১৮২০ খ্রিস্টাব্দ

ঘ ১৮২৪ খ্রিস্টাব্দে

৭. ওয়াটার্লর যুদ্ধে পরাজিত হন

ক ডিউক অফ ওয়েলিংটন

খ গাবার্ড ভন ব্লুচার

গ পুরু রাজা

ঘ নেপোলিয়ন বোনাপার্ট

৮. কমলাকান্ত কাকে নেপোলিয়ন বলে কল্পনা করেছিলেন?

ক নিজেকে

খ নসীরামবাবুকে

গ প্রসন্ন গোয়ালিনীকে

ঘ বিড়ালটিকে

৯. কমলাকান্ত মনে করেছিলেন বিড়ালত্ব পেয়েছে

ক স্বয়ং তিনি

খ নেপোলিয়ন

গ ওয়েলিংটন

ঘ ডিউক

১০. কমলাকান্ত নিমিলিত নয়নে চেয়েছিলেন, কারণ

ক তাঁর ঘুম পেয়েছিল

খ তিনি আফিমের নেশাগ্রস্ত ছিলেন

গ তিনি খুব ক্লান্ত ছিলেন

ঘ তিনি হুঁকো খাচ্ছিলেন

১১. কল্পনায় ওয়েলিংটন কমলাকান্তের কাছে কী ভিক্ষা করতে এসেছিলেন?

ক অর্থ

খ আফিম

গ কিছু খাদ্য

ঘ যুদ্ধ শিক্ষা

১২. “বিশেষ অপরিমিত লোক ভালো নহে।”-কমলাকান্ত কার উদ্দেশে এই কথা বলেছেন?

ক বিড়ালের উদ্দেশে

খ ওয়েলিংটনের উদ্দেশে

গ ডিউকের উদ্দেশে

ঘ নিজেরই উদ্দেশে

১৩. কে কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল?

ক কনসীরামবাবু

খ ডিউক

গ এক জনৈক আত্মীয় বন্ধুঘ প্রসন্ন গোয়ালিনী

ঘ প্রসন্ন গোয়ালিনী

১৪. প্রসন্ন গোয়ালিনীর দেওয়া দুধ আত্মসাৎ করেছিল

ক কমলাকান্ত নিজে

খ ডিউক

গ একটি বিড়াল

ঘ একটি সারমেয়

১৫. কল্পনায় ওয়াটার্ল যুদ্ধে কে ব্যূহ রচনা করছিলেন?

ক নেপোলিয়ন

খ ডিউক

গ ওয়েলিংটন

ঘ কমলাকান্ত

১৬. বিড়ালটির ‘মেও’ স্বরের মধ্যে কমলাকান্ত কীসের ইঙ্গিত পেয়েছেন?

ক ব্যঙ্গের

খ মজার

গ শ্রদ্ধার

ঘ প্রীতির

১৭. বিড়ালটি মনে মনে ভেবেছিল

ক নেপোয় মারে দই

খ কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই

গ কার ভাগ্যে কে খায়

ঘ উঠল বাই, তো কটক যাই

১৮. কমলাকান্তের মতে, দুধ

ক প্রসন্ন গোয়ালিনীর নয়

খ কমলাকান্তের বাপের নয়

গ নসীরামবাবুর আত্মীয়ের নয়

ঘ নেপোলিয়নের নয়

১৯. “সুতরাং রাগ করিতে পারি না”- কমলাকান্ত কীসে রাগ করতে পারেন না?

ক প্রসন্ন গোয়ালিনী খাঁটি দুধ দেয় না

খ নসীরামবাবু অগ্রিম ভাড়া চায়

গ দুধে তাঁর ও বিড়ালের অধিকার থাকায়

ঘ আফিমের মাত্রা অতিরিক্ত হয়ে যাওয়ায়

২০. ‘ইহাও বাঞ্ছনীয় নহে’-কী বাঞ্ছনীয় নয়?

ক চিরাগত প্রথার অবমাননা করা

খ বিড়ালটিকে প্রহার করা

গ সবটুকু দুধ খেয়ে ফেলা

ঘ অতিরিক্ত আফিমের নেশা করা

২১. বিড়ালটি কোথায় কমলাকান্তকে ‘কাপুরুষ’ বলে উপহাস করবে?

ক প্রতিবেশীর ঘরে

খ অরণ্যে সকল প্রাণীর সম্মুখে

গ স্বজাতিমণ্ডলে

ঘ মনুষ্য সমাজে

২২. কমলাকান্ত কীসের মতো আচরণ করা বিধেয় বলে ভেবেছেন?

ক ব্র্যাঘ্রের মতো

খ সিংহের মতো

গ বিড়ালের মতো

ঘ পুরুষের মতো

২৩. কমলাকান্ত কী নিয়ে বিড়ালের প্রতি ধাবমান হয়েছিলেন?

ক যষ্টি নিয়ে

খ বাঁশের কঞ্চি নিয়ে

গ কাটারি নিয়ে

ঘ বন্দুক নিয়ে

২৪. অনেক অনুসন্ধানের পর কমলাকান্ত খুঁজে পেয়েছিলেন

ক একটা জং ধরা কাটারি

খ একটা ছুরি

গ একটা জং ধরা লোহার রড

ঘ একটি ভগ্ন যষ্টি

২৫. “মার্জারী কমলাকান্তকে চিনিত;”- কমলাকান্ত কীভাবে এটা বুঝেছেন?

ক বিড়ালটি ছুটে পালাল

খ বিড়ালটি হাই তুলে ‘মেও’ শব্দ করল

গ বিড়ালটি কমলাকান্তের গা ঘেঁসে এল

ঘ বিড়ালটি কোনো প্রতিক্রিয়া দেখাল না

২৬. কমলাকান্ত দিব্যকর্ণ পেয়ে কী বুঝতে পেরেছেন?

ক প্রসন্ন গোয়ালিনীর দুধে জল মেশানো

খ নেপোলিয়নের হারের কারণ

গ বিড়ালের বক্তব্যসকল

ঘ নিজের চরিত্রের ত্রুটি

২৭. বিড়াল কমলাকান্তকে কীসের জন্য আবেদন করেছে?

ক দয়ার জন্য

খ স্নেহের জন্য

গ ভালোবাসার জন্য

ঘ বিচারের জন্য

২৮. ‘সকলই তোমরা খাইবে’-বিড়াল কী কী খাওয়ার কথা বলেছে?

ক মাছ-মাংস-ডিম

খ ক্ষীর-সর-দুধ

গ শাক-সবজি ভাত

ঘ রাবড়ি-পায়েস-সন্দেশ

২৯. “আমাদের কি নাই?”-বক্তা কী না থাকার কথা বলেছে?

ক বুদ্ধি

খ শক্তি

গ সাহস

ঘ ক্ষুৎপিপাসা

৩০. বিড়ালের কীসে আপত্তি নেই?

ক কমলাকান্ত খাবেন

খ মারপিটে

গ কমলাকান্তের আফিমের নেশায়

ঘ কমলাকান্তের দিব্যদৃষ্টিতে

৩১. বিড়ালটি কী অনুসন্ধান করে পায়নি?

ক মনুষ্য জাতির রোগ

খ মনুষ্য জাতির লোভ

গ মনুষ্য জাতির স্বজাতিবিদ্বেষ

ঘ বিড়ালের প্রতি মনুষ্য জাতির জাতক্রোধ

৩২. কমলাকান্ত কাকে ‘বিজ্ঞ চতুষ্পদ’ বলেছেন?

ক একটি কুকুরকে

খ একটি ষাঁড়কে

গ একটি ছাগলকে

ঘ একটি বিড়ালকে

৩৩. কী ব্যতীত বিড়ালটি কমলাকান্তের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখতে পায়নি?

ক বিদ্যালয়-শিক্ষা ব্যতীত

খ দার্শনিকের প্রবন্ধপাঠ ব্যতীত

গ বাস্তব অভিজ্ঞতা ব্যতীত

ঘ বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত

৩৪. বিড়ালের মতে ধর্ম কী?

ক ঈশ্বরের উপাসনা করা

খ মন্দির প্রতিষ্ঠা করা

গ পরোপকার করা

ঘ সত্য কথা বলা

৩৫. কমলাকান্তের দুগ্ধটুকু পান করে বিড়ালের যা হয়েছে

ক উপকার

খ ক্ষতি

গ অস্বস্তি

ঘ আনন্দ

৩৬. ‘তুমি সেই পরম ধর্ম্মের ফলভাগী’-‘পরম ধর্ম’ বলতে এখানে কী বোঝানো হয়েছে?

কমলাকান্তের বিড়ালের আহরিত দুধে পরোপকার সিদ্ধকরণ

খ ঈশ্বরের উদ্দেশ্যে দুগ্ধ নিবেদন

গ প্রসন্ন গোয়ালিনীর দেওয়া দুগ্ধ গলাধঃকরণ

ঘ নেশার ঘোরে চক্ষু উন্মীলন

৩৭. ‘আমি তোমার ধর্ম্মের সহায়।’- ‘আমি’ কে?

ক স্বয়ং কমলাকান্ত

খ প্রসন্ন গোয়ালিনী

গ বিড়ালটি

ঘ নসীরামবাবু

৩৮. বিড়ালটি কীসের জন্য চোর হয়েছে?

ক লোভের জন্য

খ খিদের জন্য

গ বৈষম্যের জন্য

ঘ শখের জন্য

৩৯. বড়ো সাধুরা কীসের নামে শিউরে ওঠেন?

ক বিড়ালের নামে

খ জ্ঞানী পুরুষের নামে

গ চোরের নামে

ঘ ডাকাতের নামে

৪০. চোর অপেক্ষাও অধার্মিক কে?

ক রাজনৈতিক নেতৃবৃন্দ

খ সন্ন্যাসী বৃন্দ

গ বড়ো বড়ো সাধুরা

ঘ শিক্ষিত সমাজ

৪১. কাদের চুরি করার প্রয়োজন নেই?

ক বড়ো বড়ো সাধুদের

খ বড়োলোকদের

গ ছোটোলোকদের

ঘ শিক্ষিত সমাজের

৪২. “অধর্ম চোরের নহে”- প্রকৃত অধর্ম কার?

ক শিক্ষিত সমাজের

খ চোরের

গ যে চুরি করায়, তার

ঘ কৃপণ ধনীর

৪৩. চোর দোষী বটে, কিন্তু তার অপেক্ষা শত গুণে দোষী

ক কৃপণ ধনী

খ পুলিশ

গ মোক্তারগণ

ঘ সমাজব্যবস্থা

৪৪. চোরের দণ্ড হলেও কাদের দণ্ড হয় না?

ক কৃপণ ধনীর

খ বিচারকের

গ পুলিশের

ঘ কমলাকান্তের

৪৬. চুরির মূল কারণ হল

ক অর্থলোভ

খ চোর নিজে

গ পুলিশের অসতর্কতা

ঘ কৃপণ ধনী

৪৬. বিড়াল কোথায় ‘মেও মেও’ করে বেড়ায়?

ক রাস্তায় রাস্তায়

খ রান্নাঘরে

গ আবর্জনার স্তূপে

ঘ প্রাচীরে প্রাচীরে

৪৭. কেউ বিড়ালকে কী ফেলে দেয় না?

ক মাছের টুকরো

খ মাছের কাঁটা

গ মাছের আঁশ

ঘ মাছ ভাজা

৪৮. ‘তথাপি আমাকে ডাকিয়া দেয় না’- কী বিড়ালকে দেওয়া হয় না?

ক পাতের ভাত, মাছের কাঁটা

খ গরম ভাত, মাছ ভাজা

গ মাংসের কিমা

ঘ দুধের সর

৪৯. কীসে অগৌরব নেই?

ক ধনসঞ্চয়ে

খ স্পষ্টভাষিতায়

গ দরিদ্রের জন্য ব্যথিত হওয়ায়

ঘ পশুকে যত্ন নেওয়ায়

৫০. কোন্টা লজ্জার কথা?

ক দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া

খ অকারণে চুরি করা

গ মূর্খামি প্রদর্শন করা

ঘ সামান্য পোশাক পরিধান করা

৫১. কৃপণ ধনী রাজা ফাঁপরে পড়লে কী করেন?

ক উত্তেজিত হয়ে পড়েন

খ রাজদরবার চলে যান

গ রাতে ঘুমোন না

ঘ দুঃস্বপ্ন দেখেন

৫২. সকলেই পরের ব্যথায় ব্যথিত হতে

ক নিমরাজি

খ গর্বিত

গ রাজি

ঘ লজ্জিত

৫৩. “আর একটু কি আনিয়া দিব?”- বক্তা কী এনে দেওয়ার কথা বলেছেন?

ক দুধ

খ ক্ষীর

গ দই

ঘ সর

৫৪. “তুমি কি তাহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে?”- ‘তাহাকে’ বলতে কার কথা বোঝানো হয়েছে?

ক একটি কুকুরের

খ শিরোমণি ও ন্যায়ালংকারের

গ একটি বিড়ালের

ঘ একটি ভিখারির

৫৫. তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির

ক গর্ব

খ আত্মসম্মান

গ শখ

ঘ রোগ

৫৬. “তাহার জন্য ভোজের আয়োজন কর”-কার জন্য?

ক যে খেতে পায় না

খ যে খেতে চায়

গ যে খেতে বললে বিরক্ত হয়

ঘ যে খেতে ভালোবাসে

৫৭. যে ক্ষুধার জ্বালায় বিনা আহবানেই অন্ন খেয়ে ফেলে, তাকে কী করা হয়?

ক চোর বলে দণ্ড দেওয়া হয়

খ সাদরে আমন্ত্রণ জানানো হয়

গ আরও অন্নভোগ প্রস্তুত করা হয়

ঘ থানায় দেওয়া হয়

৫৮. দরিদ্রের ক্ষুধা

ক কেউ কেউ বোঝে

খ সবাই বোঝে না

গ কেউ বোঝে না

ঘ কেউ বুঝেও বুঝতে চায় না

৫৯. অতি পণ্ডিত ও বড়ো মান্য লোকেদের ক্ষুধা কেমন?

ক সর্বগ্রাসী

খ বিড়ালের মতোই

গ বিড়ালের চেয়ে অনেক বেশি

ঘ একেবারেই অনুপস্থিত

৬০. সোহাগের বেড়াল কী কী করে না?

ক গৃহ মার্জার হয়ে থাকা

খ বৃদ্ধের কাছে যুবতী ভার্যার সহোদর হয়ে থাকা

গ মূর্খ ধনীর শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হয়ে থাকা

ঘ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো

৬১. “…অনেক মার্জার কবি হইয়া পড়ে।”-কী দেখে?

ক গৃহ মার্জারের রূপ দেখে

খ প্রাকৃতিক সৌন্দর্য দেখে

গ মনিবের বৈভব দেখে

ঘ দুস্থের কষ্ট দেখে

৬২. রাস্তার বিড়ালের নিম্নলিখিত কোন্ বৈশিষ্ট্যটি দেখা যায় না?

ক আহারাভাবে কৃশ উদর

গ বেরিয়ে আসা দাঁত

খ পরিদৃশ্যমান অস্থি

ঘ ঘন লোমে ঢাকা শরীর

৬৩. বিড়াল কী দেখে কমলাকান্তকে ঘৃণা করতে নিষেধ করেছে?

ক তার অনিন্দ্যকান্তি রূপ দেখে

খ তার কালো চামড়া দেখে

গ তার খাই-খাই স্বভাব দেখে

ঘ তার চুরির অভ্যাস দেখে

৬৪. বিড়ালের কীসে অধিকার আছে?

ক কমলাকান্তের দুধে

খ এঁটো মাছের কাঁটায়

গ এ পৃথিবীর মৎস্য-মাংসে

ঘ কমলাকান্তের অর্থে

৬৫. খেতে না দিলে বিড়াল কী করবে?

ক চুরি করবে

খ বিদ্রোহ করবে

গ ছুটে পালাবে

ঘ মনিবের সঙ্গে খেলা করবে

৬৬. বিড়ালটি নির্দয়তার জন্য কী দাবি করেছে?

ক প্রশংসা

খ পুরস্কার

গ দণ্ড

ঘ প্রতিকার

৬৭. চোরের দন্ড থাকলেও কীসের দণ্ড নেই?

ক অপমানের

খ নির্দয়তার

গ লাঞ্ছনার

ঘ মিথ্যা কথা বলার

৬৮. বিড়াল কমলাকান্তকে কী বলে সম্মান করেছে?

ক দূরদর্শী

গ দানবীর

খ অপরিণামদর্শী

ঘ ন্যায়বাগিশ

৬৯. দরিদ্র চোর হয় কার দোষে?

ক সমাজব্যবস্থার দোষে

খ কমলাকান্তের দোষে

গ কৃপণতার দোষে

ঘ ধনীর দোষে

৭০. ধনীরা কীভাবে আহার্য সংগ্রহ করে?

ক পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করে

খ মাথার ঘাম পায়ে ফেলে

গ অসৎ উপায়ে

ঘ অবসর-বিনোদনের মাধ্যমে

আরও পড়ুন – ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো

Leave a Comment