ব্রাহ্মসমাজের অন্তর্দ্বন্দ্ব: ব্রাহ্মসমাজের আদর্শ-বিরুদ্ধ কুচবিহার-বিবাহকে কেন্দ্র করে কেশবচন্দ্র সেনের সঙ্গে ব্রাহ্মসমাজের অন্যান্য সদস্যদের মধ্যে তীব্র মতভেদ শুরু হয়। এর ফলে ১৮৭৮ খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় ব্রাত্মসমাজ দু-ভাগে বিভক্ত হয়ে যায়- কেশবচন্দ্র সেনের পরিচালিত নববিধান ব্রাত্মসমাজ ও শিবনাথ শাস্ত্রী পরিচালিত সাধারণ ব্রাহ্মসমাজ।
বামাবোধিনী পত্রিকার উপর প্রভাব : ‘বামাবোধিনী’-র সম্পাদক মহাশয় কেশবচন্দ্র সেনের গোষ্ঠী এবং শিবনাথ শাস্ত্রীর গোষ্ঠী- কোন্ গোষ্ঠীর পক্ষ নেবেন তাই নিয়ে বিভ্রান্তিতে পড়েন। এর ফলে ‘বামাবোধিনী পত্রিকা’র প্রকাশ প্রায় এক বছর বন্ধ থাকে।