সাম্রাজ্যসমূহ MCQ একাদশ শ্রেণি ইতিহাস | দ্বিতীয় অধ্যায় ১ম সেমিস্টার
1. প্রত্নতত্ত্ববিদ ভি গর্ডন চাইল্ডের মতে কত বছর আগে মানুষ খাদ্য- সংগ্রাহক হিসেবে আত্মপ্রকাশ করেছিল?
(ক) প্রায় ৬ লক্ষ থেকে ৩ লক্ষ ২০ হাজার বছর আগে।
(খ) প্রায় ৭ লক্ষ থেকে ১ লক্ষ ৫ হাজার বছর আগে।
(গ) প্রায় ৫ লক্ষ থেকে ২ লক্ষ ৫০ হাজার বছর আগে।
(ঘ) প্রায় ৮ লক্ষ থেকে ২ লক্ষ ৫০ হাজার বছর আগে।
2. মানবসভ্যতার বিকাশের প্রথম পর্যায়ে প্রথম ২ হাজার বছর কোন্ কোন্ যুগের মধ্যে পড়ে?
(ক) তাম্র-প্রস্তর ও ব্রোঞ্জ যুগ
(খ) মধ্য প্রস্তর যুগ
(গ) নব্য প্রস্তর যুগ
(ঘ) পুরাপ্রস্তর যুগ।
3. লোহার আবিষ্কার, সামন্ততান্ত্রিক ব্যবস্থার যুগ অতিক্রম করে সূচনা হয়েছিল-
(ক) প্রস্তর যুগের
(খ) প্রাচীন যুগের
(গ) মধ্যযুগের
(ঘ) আধুনিক যুগের।
4. ভূমধ্যসাগর ও পশ্চিম এশিয়া অঞ্চলে মানবসভ্যতার ব্যাপক পরিবর্তন লক্ষ করা যায়-
(ক) খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৭০০ অব্দের অন্তর্বর্তীকালে
(খ) খ্রিস্টপূর্ব ১০০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৫০০ অব্দের অন্তর্বর্তীকালে
(গ) খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৪০০ অব্দের অন্তর্বর্তীকালে
(ঘ) খ্রিস্টপূর্ব ৮০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ২০০ অব্দের অন্তর্বর্তীকালে।
5. পশ্চিম এশিয়ার রাজনৈতিক পরিবর্তনের অন্যতম কারণ হল-
(ক) কৃষ্ণসাগর, ইজিয়ান সাগর ও মধ্য এশিয়ার স্তেপ অঞ্চল থেকে ভ্রাম্যমাণ গোষ্ঠীর পশ্চিম এশিয়ায় প্রবেশ
(খ) ভৌগোলিক পরিবর্তন
(গ) যাতায়াত ব্যবস্থার উন্নতি
(ঘ) শ্রমনির্ভর অর্থনীতি।
6. জার্মান, পারসিক, ল্যাটিন, গ্রিক, সংস্কৃত ইত্যাদি ভাষায় যারা কথা বলতেন তারা কোন্ ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
(ক) স্লাভিক গোষ্ঠী
(খ) উরালিক গোষ্ঠী
(গ) ইন্দো-ইউরোপীয় গোষ্ঠী
(ঘ) না-ডেনে গোষ্ঠী।
7. প্রাচীন সাম্রাজ্য গড়ে তোলেন-
(ক) হিট্রাইট ও মিটান্নি গোষ্ঠী
(খ) না-ডেনে গোষ্ঠী
গ) উরালিক গোষ্ঠী
(ঘ) স্লাভিক গোষ্ঠী।
8. অ্যামোরাইট, অ্যাসিরীয় ও ফিনিশীয় কোন্ ভাষাগোষ্ঠীর অন্তর্গত?
(ক) সেমেটিক ভাষাগোষ্ঠী
(খ) স্লাভিক ভাষাগোষ্ঠী
(গ) দ্রাবিড় ভাষাগোষ্ঠী
(ঘ) তুর্কি ভাষাগোষ্ঠী।
9. অ্যাসিরীয়, হিট্রাইট ও মিটান্নি সাম্রাজ্যের সূচনা হয়েছিল-
(ক) এশিয়ায়
(খ) আফ্রিকায়
(গ) উত্তর আমেরিকায়
(ঘ) দক্ষিণ আমেরিকায়।
10. তিন মহাদেশব্যাপী এক বিশাল সাম্রাজ্য হিসেবে গড়ে উঠেছিল-
(ক) রোমান সাম্রাজ্য
(খ) অটোমান সাম্রাজ্য
(গ) ম্যাসিডনীয় সাম্রাজ্য
(ঘ) আক্কাদীয় সাম্রাজ্য।
11. সাম্রাজ্যিক আধিপত্যের পাশাপাশি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি ইত্যাদি আর্থসামাজিক ক্ষেত্রেও নানা পরিবর্তন ও অগ্রগতির সাক্ষী ছিল-
(ক) খ্রিস্টপূর্ব ৩০০ অব্দ থেকে খ্রিস্টীয় ১০০০ অব্দ
(খ) খ্রিস্টপূর্ব ১০০ অব্দ থেকে খ্রিস্টীয় ১৩০০ অব্দ
(গ) খ্রিস্টপূর্ব ২০০ অব্দ থেকে খ্রিস্টীয় ৮০০ অব্দ
(ঘ) খ্রিস্টপূর্ব ৪০০ অব্দ থেকে খ্রিস্টীয় ২০০ অব্দ।
12. এশিয়া মহাদেশের ভূভাগের পশ্চিম অংশে ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরকে ঘিরে অবস্থিত-
(ক) মিশর
(খ) ভারত
(গ) মধ্যপ্রাচ্য
(ঘ) আফ্রিকা।
সাম্রাজ্যসমূহ MCQ একাদশ শ্রেণি ইতিহাস | দ্বিতীয় অধ্যায় ১ম সেমিস্টার
13. ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী দুটির দোয়াব অঞ্চলের দেশ হল-
(ক) মিশর
(খ) আফ্রিকা
(গ) মেসোপটেমিয়া
(ঘ) আমেরিকা।
14. কার নেতৃত্বে ব্যাবিলন অতি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে?
(ক) হামুরাবি
(খ) তুড়িয়া
(গ) প্রথম উবাল্লিট
(ঘ) দ্বিতীয় আসুরনাসিরপাল।
15. কোন্ সময়কালে সেমেটিক অ্যাসিরীয়গণ উত্তর মেসোপটেমিয়া অঞ্চলে একটি ছোট্ট রাজ্য প্রতিষ্ঠা করেন?
(ক) খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে
(খ) খ্রিস্টপূর্ব ১২০০ অব্দে
(গ) খ্রিস্টপূর্ব ২৬০০ অব্দে
(ঘ) খ্রিস্টপূর্ব ১৭০০ অব্দে।
16. অ্যাসিরীয় সাম্রাজ্যে প্রথম রাজা উপাধি নিয়েছিলেন-
(ক) তুড়িয়া
(খ) প্রথম উবাল্লিট
(গ) ক্যারানাস
(ঘ) দ্বিতীয় ফিলিপ।
17. কোন্ রাজার আমল থেকে অ্যাসিরীয় সাম্রাজ্যের সম্প্রসারণ শুরু হয়েছিল?
(ক) প্রথম সালমানেসের
(গ) সাইরাস
(খ) দ্বিতীয় ফিলিপ
(ঘ) জুলিয়াস সিজার।
18. কাদের অন্তর্দ্বন্দ্ব অ্যাসিরীয় সাম্রাজ্যবিস্তারে সহায়ক হয়?
(ক) হিট্রাইট ও মিটান্নি
(খ) না-ডেনে গোষ্ঠী
(গ) উরালিক গোষ্ঠী
(ঘ) স্লাভিক গোষ্ঠী।
19. নব্য অ্যাসিরীয় সাম্রাজ্যের যাত্রা শুরু হয়েছিল-
(ক) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
(গ) খ্রিস্টপূর্ব অষ্টম শতকে
(খ) খ্রিস্টপূর্ব সপ্তম শতকে
(ঘ) খ্রিস্টপূর্ব নবম শতকে।
20. নব্য অ্যাসিরীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন-
(ক) দ্বিতীয় আসুরনাসিরপাল
(খ) তুড়িয়া
(গ) হামুরাবি
(ঘ) দ্বিতীয় ফিলিপ।
21. প্রাচীন কালের পারস্য দেশ বর্তমানে কী নামে পরিচিত?
(ক) ইরান
(খ) ইটালি
(গ) মিশর
(ঘ) ইথিওপিয়া।
22. অ্যাসিরীয়, মেডীয়, চ্যালডিয়ান, ব্যাবিলন সাম্রাজ্য গড়ে উঠেছিল-
(ক) পারস্যে
(খ) মিশরে
(গ) এশিয়ায়
(ঘ) আফ্রিকায়।
23. অ্যাসিরীয়, মেডীয়, চ্যালডিয়ান, ব্যাবিলন প্রভৃতি সাম্রাজ্যের ভাঙনের যুগে কে এখানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?
(ক) আলেকজান্ডার
(খ) দ্বিতীয় ফিলিপ
(গ) সাইরাস
(ঘ) ক্যারানাস।
24. অ্যাকামিনিড বংশের প্রতিষ্ঠাতা হলেন-
(ক) সাইরাস দ্য গ্রেট
(খ) দ্বিতীয় ফিলিপ
(গ) আলেকজান্ডার দ্য গ্রেট
(ঘ) চতুর্থ ফিলিপ।
সাম্রাজ্যসমূহ MCQ একাদশ শ্রেণি ইতিহাস | দ্বিতীয় অধ্যায় ১ম সেমিস্টার
25.এশিয়া মাইনর, প্যালেস্টাইন, অ্যাসিরিয়া, ব্যাবিলন জয় করে পারসিক সাম্রাজ্যকে বিশাল আকার প্রদান করেন-
(ক) দ্বিতীয় ফিলিপ
(খ) সাইরাস
(গ) তৃতীয় ফিলিপ
(ঘ) প্রথম ফিলিপ।
26. প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য ছিল-
(ক) ম্যাসিডনিয়া
(খ) ব্রিটেন
(গ) মুঘল
(ঘ) অটোমান।
27. গ্রিস উপদ্বীপের উত্তর-পূর্ব অংশকে কেন্দ্র করে প্রথম গড়ে ওঠে-
(ক) ম্যাসিডনিয়া
(খ) মিশর
(গ) অটোমান
(ঘ) ব্রিটেন।
28. প্রাচীন কালে পশ্চিমে এপিরাস, পূর্বে থ্রেস, উত্তরে পাওনিয়া এবং দক্ষিণে থেসালি দ্বারা পরিবেষ্টিত রাজ্য ছিল-
(ক) মিশর
(খ) অটোমান
(গ) ম্যাসিডনিয়া
(ঘ) চিন।
29. কোন্ সময়কাল গ্রিসের ইতিহাসে ‘অন্ধকার যুগ’ নামে পরিচিত?
(ক) খ্রিস্টপূর্ব ১২০০ থেকে ৪০০ অব্দ
(খ) খ্রিস্টপূর্ব ১০০০ থেকে ৫০০ অব্দ
(গ) খ্রিস্টপূর্ব ১২০০ থেকে ৮০০ অব্দ
(ঘ) খ্রিস্টপূর্ব ৯০০ থেকে ৬০০ অব্দ।
30. খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের আগে পর্যন্ত কোন্ রাজ্য এথেন্স, স্পার্টা ও থিবস নামক গ্রিক নগররাষ্ট্রগুলির আধিপত্যের বাইরে অথচ অ্যাকামিনিড পারসিক সাম্রাজ্যের অধীনস্থ একটি ছোট্ট রাজ্য হিসেবে গড়ে উঠেছিল?
(ক) ম্যাসিডনিয়া
(খ) মিশর
(গ) চিন
(ঘ) অটোমান।
31. ঐতিহাসিক রবার্ট ই এরিংটনের মতানুসারে, খ্রিস্টপূর্ব সপ্তম শতকের মাঝামাঝি সময়ে কোন্ সম্রাট আইগাই-কে রাজধানী করে ম্যাসিডন রাজ্যের সূচনা করেছিলেন?
(ক) ক্যারানাস
(খ) দ্বিতীয় ফিলিপ
(গ) আলেকজান্ডার দ্য গ্রেট
(ঘ) প্রথম আলেকজান্ডার।
32. খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের মধ্যে বর্তমান গ্রিসের ম্যাসিডন অঞ্চলের পশ্চিম ও মধ্যাঞ্চলের সমগ্র ভূখন্ড কোন্ বংশের শাসনাধীন ছিল?
(ক) আরগিড
(খ) অ্যাকামিনিড
(গ) মেডীয়
(ঘ) চ্যালডিয়ান।
33. উচ্চ ম্যাসিডনিয়ার লিনসেসটা ও এলিসিওটা-য় গ্রিক উপজাতি অধ্যুষিত অঞ্চল সাম্রাজ্যভুক্ত হয়েছিল-
(ক) ম্যাসিডন-এর
(খ) রোম-এর
(গ) পারস্য-এর
(ঘ) চিন-এর।
34. এমাথিয়া, ইওরডিয়া, ফ্রাইজিয়া প্রভৃতি ছিল-
(ক) গ্রিক অধ্যুষিত অঞ্চল
(খ) অ-গ্রিক অধ্যুষিত অঞ্চল
(গ) হিটাইট অঞ্চল
(ঘ) স্লাভিক অঞ্চল।
35. দ্বিতীয় ফিলিপ এবং তৃতীয় আলেকজান্ডার কোন্ সাম্রাজ্যের প্রধান কুশীলব ছিলেন?
(ক) ম্যাসিডন-এর
(খ) অটোমান-এর
(গ) রোম-এর
(ঘ) মিশর-এর।
36. কোন্ ম্যাসিডনীয় সম্রাট একের পর এক দুর্বল গ্রিক নগররাষ্ট্রগুলিকে বশীভূত করেন?
(ক) দ্বিতীয় ফিলিপ
(খ) তৃতীয় আলেকজান্ডার
(গ) প্রথম ফিলিপ
(ঘ) চতুর্থ আলেকজান্ডার।
সাম্রাজ্যসমূহ MCQ একাদশ শ্রেণি ইতিহাস | দ্বিতীয় অধ্যায় ১ম সেমিস্টার
37. চেরোনিয়ার যুদ্ধে ফিলিপ কাদের পরাজিত করেন?
(ক) এথেনীয়দের
(খ) স্পার্টানদের
(গ) অটোমানদের
(ঘ) পারসিকদের।
38. চেরোনিয়ার যুদ্ধ কবে হয়েছিল?
(ক) ৪৮০ খ্রিস্টপূর্বাব্দে
(খ) ৩৩৮ খ্রিস্টপূর্বাব্দে
(গ) ৩৩০ খ্রিস্টপূর্বাব্দে
(ঘ) ৪২০ খ্রিস্টপূর্বাব্দে।
39. কোন্ যুদ্ধের পর সমগ্র গ্রিসে ম্যাসিডনিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয়?
(ক) হিদাসপিসের যুদ্ধ
(খ) চেরোনিয়ার যুদ্ধ
(গ) ম্যারাথনের যুদ্ধ
(ঘ) পেলোপনেসীয় যুদ্ধ।
40. দ্বিতীয় ফিলিপের পুত্র হলেন-
(ক) তৃতীয় ফিলিপ
(খ) তৃতীয় আলেকজান্ডার
(গ) দ্বিতীয় আলেকজান্ডার
(ঘ) প্রথম আলেকজান্ডার।
41. আলেকজান্ডার দ্য গ্রেট বলে পরিচিত?
(ক) দ্বিতীয় আলেকজান্ডার
(খ) প্রথম আলেকজান্ডার
(গ) তৃতীয় আলেকজান্ডার
(ঘ) চতুর্থ আলেকজান্ডার।
42. কার নেতৃত্বে ম্যাসিডনীয় বাহিনী বিশ্বজয়ে অগ্রসর হয়?
(ক) দ্বিতীয় ফিলিপ
(খ) আলেকজান্ডার দ্য গ্রেট
(গ) তৃতীয় ফিলিপ
(ঘ) প্রথম উবাল্লিট।
43. পৌরব রাজ্যের রাজা ছিলেন-
(ক) পুরু
(খ) অশোক
(গ) বিন্দুসার
(ঘ) বিম্বিসার।
44. হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল?
(ক) ৩২০ খ্রিস্টপূর্বাব্দে
(খ) ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে
(গ) ৪২৩ খ্রিস্টপূর্বাব্দে
(ঘ) ৪৪০ খ্রিস্টপূর্বাব্দে।
45. হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
(ক) পুরু ও তৃতীয় আলেকজান্ডার
(খ) দ্বিতীয় ফিলিপ ও পুরু
(গ) অশোক ও দ্বিতীয় ফিলিপ
(ঘ) তৃতীয় আলেকজান্ডার ও বিন্দুসার।
46. আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল –
(ক) ৪২০ খ্রিস্টপূর্বাব্দে
(খ) ৩৩০ খ্রিস্টপূর্বাব্দে
(গ) ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে
(ঘ) ২২৩ খ্রিস্টপূর্বাব্দে।
47. তৃতীয় আলেকজান্ডার ৩২ বছর বয়সে কোথায় দেহত্যাগ করেন?
(ক) ব্যাবিলন
(খ) ভারত
(গ) চিন
(ঘ) মিশর।
48. কোন্ সভ্যতার ঐতিহ্যে সমৃদ্ধ হয়েছিল গ্রিক এবং অ-গ্রিক নাগরিক সমাজ?
(ক) সুমেরীয় সভ্যতা
(খ) হেলেনীয় সভ্যতা
(গ) মিশরীয় সভ্যতা
(ঘ) অটোমান সভ্যতা।
সাম্রাজ্যসমূহ MCQ একাদশ শ্রেণি ইতিহাস | দ্বিতীয় অধ্যায় ১ম সেমিস্টার
49. ম্যাসিডনিয়া সাম্রাজ্যের সর্বত্র প্রসার ঘটে কোন ভাষার?
(ক) গ্রিক
(খ) আরবি
(গ) ফারসি
(ঘ) উর্দু।
50. গ্রিকদের কোন্ অভিজ্ঞতা প্রাচ্যের দেশগুলিকে সমৃদ্ধ করেছিল?
(ক) জাহাজ নির্মাণের
(খ) চা তৈরির
(গ) প্রতিনিধি নির্বাচনের
(ঘ) হিরে প্রস্তুত করার।
51. নীলনদের অববাহিকায় আলেকজান্দ্রিয়া শহর প্রতিষ্ঠা করেন-
(ক) আলেকজান্ডার দ্য গ্রেট
(খ) দ্বিতীয় ফিলিপ
(গ) তৃতীয় ফিলিপ
(ঘ) প্রথম আলেকজান্ডার।
52. খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বিশ্বের অন্যতম বৃহৎ নগরী ও মিশর সাম্রাজ্যের রাজধানী হিসেবে খ্যাতিলাভ করেছিল-
(ক) আলেকজান্দ্রিয়া
(গ) মিলান
(খ) থিবস
(ঘ) স্পার্টা।
53. কোন্ নগরীর পাঠাগারে প্যাপিরাস ও পের্গামেনোসের উপরে লিখিত প্রায় সাত লক্ষ পাণ্ডুলিপি পাওয়া গিয়েছিল?
(ক) ভারত-এর
(খ) আলেকজান্দ্রিয়া-র
(গ) মিলান-এর
(ঘ) আবিসিনিয়া-এর।
54. মিশরে নলখাগড়ার অনুরূপ গাছের নাম ছিল-
(ক) প্যাপিরাস
(খ) ফিগট্রি
(গ) হিরাস
(ঘ) ফেরাস।
55. গরু ও ভেড়ার চামড়া থেকে প্রস্তুত করা লেখার উপাদান হল-
(ক) পের্গামেনোস
(খ) প্যাপিরাস
(গ) কুইপু
(ঘ) অস্ট্রাকা।
56. ম্যাসিডন সাম্রাজ্যের অসংহতির সুযোগে কোন্ দেশের উত্থান ঘটে?
(ক) রোম
(খ) আফ্রিকা
(গ) মিশর
(ঘ) অটোমান।
57. পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ ও দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল-
(ক) রোমান সাম্রাজ্য
(খ) মিশরীয় সাম্রাজ্য
(গ) অটোমান সাম্রাজ্য
(ঘ) আক্কাদীয় সাম্রাজ্য।
58. ইউফ্রেটিস নদী কোন্ দুই দেশের সাম্রাজ্যকে একে অপরের থেকে পৃথক করে?
(ক) রোম এবং ইরান
(গ) চিন এবং মিশর
(খ) এথেন্স ও স্পার্টা
(ঘ) এথেন্স ও থিবস।
59. তিনটি মহাদেশ জুড়ে বোমানদের ছাড়াও শক্তিশালী সাম্রাজ্য ছিল-
(ক) ইরানীয়দের
(খ) গ্রিকদের
(গ) মিশরীয়দের
(ঘ) চৈনিকদের।
60. আদি রোমানদের বাসস্থান ছিল-
(ক) রোম
(খ) ইটালি
(গ) থিবস
(ঘ) করিখ।
সাম্রাজ্যসমূহ MCQ একাদশ শ্রেণি ইতিহাস | দ্বিতীয় অধ্যায় ১ম সেমিস্টার
61. খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের মধ্যে উত্তর আফ্রিকা ও পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলে আধিপত্য স্থাপিত হয়েছিল-
(ক) আফ্রিকার
(গ) রোমের
(খ) মিশরের
(ঘ) সিরিয়ার।
62. টাইবার নদীর দক্ষিণ দিকে মধ্য ইটালিতে অবস্থিত ছিল-
(ক) প্রাচীন রোম নগরী
(গ) প্রাচীন গ্রিক সাম্রাজ্য
(খ) প্রাচীন অটোমান সাম্রাজ্য
(ঘ) প্রাচীন থিবস নগরী।
63. রোম নগরীকে কী ধরনের নগরী বলে রোমানরা বিশ্বাস করত?
(ক) শাশ্বত নগরী
(খ) আধুনিক নগরী
(গ) মধ্যযুগীয় নগরী
(ঘ) নিষিদ্ধ নগরী।
64. কাকে হত্যা করে রোমুলাস বোমের রাজা হন?
(ক) রেমাস
(খ) অগাস্টাস সিজার
(গ) নিরো
(ঘ) ক্লডিয়াস।
(ক) জুলিয়াস সিজার
(গ) রোমুলাস
65. কিংবদন্তি অনুসারে কোন্ রাজা প্রথম রোম শাসন করেন?
(খ) অগাস্টাস সিজার
(ঘ) নিরো।
66. কিংবদন্তি অনুসারে প্রাচীন রোমে কতজন রাজা রাজত্ব করতেন?
(ক) ৪ জন
(খ) ৭ জন
(গ) ৮ জন
(ঘ) ৯ জন।
67. ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী কে প্রতিষ্ঠা করেন?
(ক) রোমুলাস
(খ) আনকাস মারসিয়াস
(গ) নুমা পম্পিলাস
(ঘ) টুল্লাস হসটিলাস।
68. প্রাচীন রোমের সপ্তম রাজা ছিলেন-
(ক) রোমুলাস
(খ) লুসিয়াস টারকুইনাস সুপারবাস
(গ) টুল্লাস হসটিলাস
(ঘ) টারকুইনাস প্রিসকাস।
69. কিংবদন্তি অনুসারে প্রথম ৭ জন রাজার মধ্যে যুদ্ধপ্রিয় রাজা ছিলেন-
(ক) টুল্লাস হসটিলাস
(খ) নুমা পম্পিলাস
(গ) রোমুলাস
(ঘ) আনকাস মারসিয়াস।
70. কোন্ রাজা ল্যাটিন উপজাতিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পলিটোরিয়াম এবং মেডুলিয়া দখল করে তা বোম-এর অন্তর্ভুক্ত করেন?
(ক) আনকাস মারসিয়াস
(খ) টুল্লাস হসটিলাস
(গ) সারভিয়াস টিউলিয়াস
(ঘ) নুমা পম্পিলাস।
71. প্রাচীন রোমের কোন্ রাজা প্রথম মুদ্রাব্যবস্থার প্রচলন ঘটান?
(ক) সারভিয়াস টিউলিয়াস
(খ) রোমুলাস
(গ) আনকাস মারসিয়াস
(ঘ) লুসিয়াস টারকুইনাস সুপারবাস।
72. প্রাচীন রোমে সিনেটদের ক্ষমতা সঙ্কুচিত করেছিলেন-
(ক) লুসিয়াস টারকুইনাস সুপারবাস
(খ) আনকাস মারসিয়াস
(গ) টুল্লাস হসটিলাস
(ঘ) রেমাস।
সাম্রাজ্যসমূহ MCQ একাদশ শ্রেণি ইতিহাস | দ্বিতীয় অধ্যায় ১ম সেমিস্টার
73. প্রাচীন রোম সাম্রাজ্যের সেনাবাহিনীতে কত সেনা ছিল?
(ক) প্রায় ৬ লক্ষ
(খ) প্রায় ৩ লক্ষ
(গ) প্রায় ৪ লক্ষ
(ঘ) প্রায় ৮ লক্ষ।
74. প্রাচীন রোমান রাজতান্ত্রিক যুগে সিনেট-এর দায়িত্ব ছিল-
(ক) সাধারণ নির্বাচনের ব্যবস্থা করা
(খ) আইন তৈরি করা
(গ) রাজার মৃত্যু হলে বা রাজপদ শূন্য হলে নতুন রাজা নির্বাচন
(ঘ) সাম্রাজ্য পরিচালনায় রাজাকে সহায়তা করা।
75. সিনেটের সদস্যপদের সময়কাল ছিল-
(ক) ২৫ বছর
(খ) ২০ বছর
(গ) আজীবন
(ঘ) ১০ বছর।
76. প্রাচীন রোমান সাম্রাজ্যে প্রকৃত ক্ষমতা কার হাতে ছিল?
(ক) পুরোহিতদের
(খ) মন্ত্রীদের
(গ) সম্রাটদের
(ঘ) সিনেট-কমিসিয়া কিউরিয়াটার।
77. রোমে প্রজাতান্ত্রিক শাসনের সূচনা হয়-
(ক) খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে
(খ) খ্রিস্টপূর্ব ৫০৯ অব্দে
(গ) খ্রিস্টপূর্ব ৬০৯ অব্দে
(ঘ) খ্রিস্টপূর্ব ৭০৯ অব্দে।
78. প্রজাতান্ত্রিক রোম তার প্রতিবেশী ও সন্নিহিত-দূরবর্তী অঞ্চলে যুদ্ধ চালিয়ে সাম্রাজ্যের পরিধি বৃদ্ধি করে –
(ক) খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে খ্রিস্টপূর্ব প্রথম শতক পর্যন্ত সময়কালে
(খ) খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টপূর্ব প্রথম শতক পর্যন্ত সময়কালে
(গ) খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে খ্রিস্টীয় প্রথম শতক পর্যন্ত সময়কালে
(ঘ) খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় পঞ্চম শতক পর্যন্ত সময়কালে।
79. পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চল, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সিরিয়া, বলকান অঞ্চলে গ্রিস, ম্যাসিডনিয়া-সহ বিস্তীর্ণ এলাকায় কোন সাম্রাজ্যের পতাকা উত্তোলিত হয়েছিল?
(ক) রোমান
(খ) মিশরীয়
(গ) ব্যাবিলনীয়
(ঘ) অটোমান।
80. ঋণগ্রস্ততা ও বৈদেশিক যুদ্ধে সাফল্যের দ্বারা কোন্ সাম্রাজ্যে ক্রীতদাস ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ নেয়?
(ক) মিশর
(খ) রোম
(গ) ভারত
(ঘ) চিন।
81. রোমান অর্থনীতি বহুলাংশে ছিল-
(ক) দাস শ্রমনির্ভর
(খ) শিল্পপুঁজি নির্ভর
(গ) ব্যাবসা নির্ভর
(ঘ) অভিজাত শ্রমনির্ভর।
82. কোন্ গ্রিকবীরের সাম্রাজ্যভুক্ত দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও কাজকর্ম পুনঃসঞ্জীবিত করে বোম সবল অর্থনীতির অধিকারী হয়?
(ক) দ্বিতীয় ফিলিপ
(খ) তৃতীয় ফিলিপ
(গ) তৃতীয় আলেকজান্ডার
(ঘ) চতুর্থ ফিলিপ।
83. খ্রিস্টপূর্ব তৃতীয় ও খ্রিস্টপূর্ব প্রথম শতকের অন্তর্বর্তী ২০০ বছরের নিরবচ্ছিন্ন যুদ্ধ কোন্ দেশের রাজনীতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে?
(ক) রোম
(খ) এথেন্স
(গ) স্পার্টা
(ঘ) ম্যাসিডন।
84. কোন্ রোমান সম্রাট সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন?
(ক) অগাস্টাস সিজার
(খ) নিরো
(গ) জুলিয়াস সিজার
(ঘ) রোমুলাস।
সাম্রাজ্যসমূহ MCQ একাদশ শ্রেণি ইতিহাস | দ্বিতীয় অধ্যায় ১ম সেমিস্টার
85. কোন্ সম্রাটের রাজত্বকালে রোমান সাম্রাজ্যের সীমানা বর্তমানের ব্রিটেন ও জার্মানির ভূখন্ডকে স্পর্শ করে?
(ক) নিরো
(খ) জুলিয়াস সিজার
(গ) গলবা
(ঘ) ওথো।
86. সমগ্র রোমান সাম্রাজ্যকে শাসনকার্যের সুবিধার জন্য দুটি ভাগে ভাগ করা হয় যার মধ্যে একটি পূর্ব রোমান সাম্রাজ্য হলে অপরটি কী?
(ক) উত্তর রোমান সাম্রাজ্য
(খ) দক্ষিণ রোমান সাম্রাজ্য
(গ) পশ্চিম রোমান সাম্রাজ্য
(ঘ) কেন্দ্রীয় রোমান সাম্রাজ্য।
87. আদি রোমান সাম্রাজ্য তথা পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল-
(ক) ৪৭৬ খ্রিস্টাব্দে
(গ) ৪০০ খ্রিস্টাব্দে
(খ) ৫২০ খ্রিস্টাব্দে
(ঘ) ৬৭৬ খ্রিস্টাব্দে।
88. গথ, ভিসিগথ, ভ্যান্ডালদের আক্রমণে কোন্ সাম্রাজ্যের পতন ঘটেছিল?
(ক) পূর্ব রোমান সাম্রাজ্যের
(খ) পশ্চিম রোমান সাম্রাজ্যের
(গ) অটোমান সাম্রাজ্যের
(ঘ) মিশরীয় সাম্রাজ্যের।
89. পৃথিবীর ইতিহাসে আধুনিক সভ্যতার ভিত্তিভূমি বলে পরিচিত-
(ক) গ্রিক সভ্যতা
(খ) ইজিয়ান সভ্যতা
(গ) মিশরীয় সভ্যতা
(ঘ) মেহেরগড় সভ্যতা।
90. পৃথিবীর ইতিহাসে আধুনিক সভ্যতার ভিত্তিভূমি হিসেবে গ্রিক সভ্যতার পরেই যে সভ্যতার স্থান রয়েছে, সেটি হল-
(ক) মিশরীয় সভ্যতা
(খ) মেহেরগড় সভ্যতা
(গ) রোমান সভ্যতা
(ঘ) মেসোপটেমীয় সভ্যতা।
91. সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল-
(ক) রোম
(খ) মিলান
(গ) ভেনিস
(ঘ) আলেকজান্দ্রিয়া।
92. কালানুক্রম অনুসারে প্রাচীন রোমান সভ্যতাকে কয়টি ভাগে ভাগ করা হয়?
(ক) ৩ টি
(গ) ২ টি
(খ) ৪ টি
(ঘ) ৫ টি।
93. খ্রিস্টপূর্ব ৭৫৩ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৫০৯ অব্দ পর্যন্ত সময়কাল বোমে কী নামে পরিচিত?
(ক) প্রজাতন্ত্রের যুগ
(খ) রাজতন্ত্রের যুগ
(গ) সম্রাটতন্ত্রের যুগ
(ঘ) বিজ্ঞানের যুগ।
94. প্রাচীন রোমে রাজতন্ত্রের যুগ আনুমানিক কত বছর টিকেছিল?
(ক) ২৩৬ বছর
(খ) ২৪৪ বছর
(গ) ১২০ বছর
(ঘ) ২৭০ বছর।
95. কিংবদন্তি অনুসারে বোমের প্রতিষ্ঠা থেকে প্রথম ৭ জন রাজার শাসনকাল কোন্ পর্বের অন্তর্ভুক্ত?
(ক) রাজতন্ত্রের যুগ
(খ) প্রজাতন্ত্রের যুগ
(গ) সম্রাটতন্ত্রের যুগ
(ঘ) হেলেনীয় যুগ।
96. রোমানদের স্বাধীনতাপ্রীতি এবং রাজা নির্বাচন প্রথার উত্থান যে যুগে হয়েছিল (খ্রিস্টপূর্ব ৫০৯ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ২৭ অব্দ), তা পরিচিত কী নামে?
(ক) রাজতন্ত্রের যুগ
(খ) সম্রাটতন্ত্রের যুগ
(গ) প্রজাতন্ত্রের যুগ
(ঘ) শিল্প-সাহিত্যের যুগ।
সাম্রাজ্যসমূহ MCQ একাদশ শ্রেণি ইতিহাস | দ্বিতীয় অধ্যায় ১ম সেমিস্টার
97. প্রাচীন রোমে প্রজাতন্ত্রের যুগ আনুমানিক কত বছর টিকেছিল?
(ক) ৪৮২ বছর
(খ) ৪০২ বছর
(গ) ২৩৪ বছর
(ঘ) ৪১০ বছর।
98. রোমে প্রজাতন্ত্রের যুগের অবসান হয়েছিল-
(ক) খ্রিস্টপূর্ব ২৮ অব্দে
(খ) খ্রিস্টপূর্ব ১৮ অব্দে
(গ) খ্রিস্টপূর্ব ২৭ অব্দে
(ঘ) খ্রিস্টপূর্ব ১১ অব্দে।
99. খ্রিস্টপূর্ব ২৭ অব্দ থেকে ৪৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে অভিহিত করা হয় কী নামে?
(ক) সম্রাটতন্ত্রের যুগ
(খ) বিজ্ঞানের যুগ
(গ) রাজতন্ত্রের যুগ
(ঘ) প্রজাতন্ত্রের যুগ।
100. সম্রাটতন্ত্রের যুগের অবসান হয়-
(ক) ৪৪০ খ্রিস্টাব্দে
(খ) ৪৭৬ খ্রিস্টাব্দে
(গ) ৫৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ৪৯০ খ্রিস্টাব্দে।
101. প্রাচীন বোমান ইতিহাস জানার মূল উপাদান হল-
(ক) লিপি
(খ) কিংবদন্তি ও উপকথা
(গ) মুদ্রা
(ঘ) ভাস্কর্য।
102. প্রথম যুগের রোমান রাজতন্ত্রের ইতিহাসের ক্ষেত্রে বাস্তবসম্মত দলিল-দস্তাবেজের অভাব রয়েছে- একথা কে বলেছেন?
(ক) অ্যারিস্টটল
(খ) এম ক্যারে
(গ) প্লুটার্ক
(ঘ) পলিবিয়াস।
103. বোমের ইতিহাস জানতে ইতিহাসবিদ পলিবিয়াস, লিভি ও ট্যাসিটাস মর্যাদা দেন-
(ক) কিংবদন্তি ও উপকথার কাহিনিগুলিকে
(খ) সরকারী দলিলপত্রকে
(গ) মহাকাব্যকে
(ঘ) নাটককে।
104. প্রাচীন বোমের লিখিত উপাদান পাওয়া যায়-
(ক) সম্রাটতন্ত্রের আমলে
(খ) প্রজাতন্ত্রের আমলে
(গ) রাজতন্ত্রের আমলে
(ঘ) ভূমিদাসদের আমলে।
105. প্রাচীন রোমের ইতিহাসে সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক-উভয় উপাদানেরই প্রাধান্য রয়েছে-
(ক) সম্রাটদের শাসনকালে
(খ) প্রজাতন্ত্রের আমলে
(গ) রাজতন্ত্রের আমলে
(ঘ) সূচনালগ্নে।
106. বোমে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের শেষদিকে কোন্ সাহিত্যের আবির্ভাব ঘটে?
(ক) আরবীয়
(খ) ল্যাটিন
(গ) জার্মান
(ঘ) ফারসি।
107. ঐতিহাসিক ফেবিয়াস পিক্টর, কবি নিভিয়াস, ইনিস বোমের যে প্রাচীন ঘটনাকেন্দ্রিক কাব্য, সাহিত্য রচনা করেন, তাতে প্রাধান্য দেখা গিয়েছিল-
(ক) কল্পনার
(গ) শিল্প-এর
(খ) বাস্তববোধ-এর
(ঘ) দর্শন-এর।
108. কাদের লেখা থেকে রোমান সভ্যতার প্রথম যুগের ইতিহাসের ধারণা পাওয়া যায়?
(ক) ফেবিয়াস, নিভিয়াস, ইনিস
(খ) ভার্জিল, প্লিনি
(গ) ইনিয়াস, টলেমি, মেগাস্থিনিস
(ঘ) সিসেরো, ভার্জিল।
109. ক্যাটো দ্য এল্ডারের লেখা গ্রন্থের নাম-
(ক) অরিজিনস
(খ) ইলিয়াড
(গ) দ্য হিস্ট্রি অফ রোম
(ঘ) থিওগনি।
110. অরিজিনস গ্রন্থটি ক-টি খন্ডে বিভক্ত?
(ক) ১৮ টি
(খ) ১৫ টি
(গ) ৭ টি
(ঘ) ৯ টি।
111. খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও প্রথম শতকে কারা রোমান ইতিহাসকে একটি সুনির্দিষ্ট রূপ দেন?
(ক) লিভি ও হেলিকারনাসের ডায়োনিসাস
(খ) সিসেরো ও নিভিয়াস
(গ) ইনিস ও ক্যাটো দ্য এল্ডার (
ঘ) ফেবিয়াস ও ইনিস।
112. কার লেখা থেকে বোমে রাজতন্ত্র ও পরবর্তীকালের ইতিহাস জানা যায়?
(ক) লিভি
(খ) সিসেরো
(গ) সক্রেটিস
(ঘ) হেলিকারনাসের ডায়োনিসাস।
113. De Republica’ গ্রন্থটি কার লেখা?
(ক) সিসেরো
(খ) লিভি
(গ) অ্যারিস্টটল
(ঘ) শ্লিম্যান।
114. প্রাচীন বোমের ইতিহাস সন্ধানে প্রত্নতাত্ত্বিক খননকার্যে বিশেষ কৃতিত্ব দেখান প্রত্নতত্ত্ববিদ-
(ক) শ্লিম্যান
(খ) হুইলার
(গ) জন লুবক
(ঘ) কার্টার।
115. রোমের কোন্ নগরীতে খননকার্য চালিয়ে প্রাক্-রোমান এট্টুস্ক্যান সভ্যতা ও রোমান সভ্যতার উপর তার প্রভাব সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়?
(ক) আলেকজান্দ্রিয়া
(খ) ভেই
(গ) কার্থেজ
(ঘ) মিলান।
116. প্রাচীন রোমান ভাস্কর্যগুলি থেকে জানা যায়-
(ক) সম্রাটদের জীবনযাত্রা সম্পর্কে
(খ) মুদ্রা সম্পর্কে
(গ) বিজ্ঞানের বিষয়ে
(ঘ) ভৌগোলিক অবস্থান সম্পর্কে।
117. রোমান অর্থনীতির বিকাশ ও উত্থান-পতনের পরিচয়বাহী ছিল-
(ক) মুদ্রা
(খ) লেখ
(গ) সাহিত্য
(ঘ) চিত্রকলা।
118. ভারতের মথুরা, অন্ধ্র ও পশ্চিম উপকূলে রোমান মুদ্রার অস্তিত্ব থেকে জানা যায়-
(ক) ভারত-রোম বাণিজ্যের ইতিহাস
(খ) প্রযুক্তির ইতিহাস
(গ) সংস্কৃতির ইতিহাস
(ঘ) শিল্পের ইতিহাস।
119. বোমে প্রজাতন্ত্রের অন্তিম পর্বে কোন্ দুটি দেশ থেকে শস্য আমদানি করতে রোম বাধ্য হয়?
(ক) সিসিলি ও মিশর
(খ) ভারত ও ইথিওপিয়া
(গ) আমেরিকা ও গ্রিস
(ঘ) এথেন্স ও স্পার্টা।
120. প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসনব্যবস্থা কে নিয়ন্ত্রণ করত?
(ক) নাগরিক
(খ) সিনেট
(গ) অ-নাগরিক
(ঘ) সম্রাট।
121. বোমে বৈদেশিক যুদ্ধে লাভ করা ধনসম্পদ নিয়ে সেনাপতিরা কী করতেন?
(ক) সেনাবাহিনীর সদস্যদের মধ্যে বণ্টন করে দিতেন
(খ) গরিবদের দান করতেন
(গ) রাজকোশে জমা দিতেন
(ঘ) বাণিজ্যে ব্যয় করতেন।
122. খ্রিস্টপূর্ব প্রথম শতকে বোমে অভিজাত শ্রেণির সম্পদ ও মর্যাদার রক্ষক ছিলেন-
(ক) সমরনায়কেরা
(খ) ক্রীতদাসেরা
(গ) অ-নাগরিকরা
(ঘ) যাজকরা।
123. সিনেট বা কনসালদের পরিবর্তে নবোদিত সেনানায়করা যে দেশ ও সমাজরক্ষার কাজে বেশি কার্যকরী, একথা ভাবতেন-
(ক) সাধারণ মানুষ ও অভিজাতগণ
(খ) বিদেশিরা
(গ) বিচারকগণ
(ঘ) মন্ত্রীগণ।
124. রোমান প্রজাতন্ত্রের পতনের জন্য বিশেষভাবে দায়ী ছিল-
(ক) গোষ্ঠীদ্বন্দ্ব
(খ) সামাজিক যুদ্ধ
(গ) অর্থনীতি
(ঘ) কেন্দ্রীয় নিয়ন্ত্রণের শিথিলতা।
125. বোমের অধীন ইতালীয় মিত্র রাজ্যগুলি রোমানদের সম-অধিকার প্রত্যাশা করত। তবে এই বিষয়টি মেনে নেয়নি-
(ক) সিনেট
(খ) বিচারক
(গ) সমরনায়ক
(ঘ) নেতা।
126. রোমান প্রজাতন্ত্রের পতনের সময়ে ইতালীয়দের রোমান নাগরিকত্ব দিতে রাজি হয়নি-
(ক) সিনেট
(খ) সেনানায়ক
(গ) মন্ত্রী
(ঘ) সাহিত্যিক।
127. ইতালীয় মারিয়াস কতবার রোমান কনসাল পদে নির্বাচিত হয়েছিলেন?
(ক) ৬ বার
(খ) ৮ বার
(গ) ৭ বার
(ঘ) ৩ বার।
128. কত খ্রিস্টপূর্বাব্দে ক্ষুদ্ধ ইতালীয় রাজ্যগুলি সশস্ত্র বিপ্লব করেছিল?
(ক) ৯০ খ্রিস্টপূর্বাব্দে
(খ) ৯৫ খ্রিস্টপূর্বাব্দে
(গ) ১০১ খ্রিস্টপূর্বাব্দে
(ঘ) ১০৩ খ্রিস্টপূর্বাব্দে।
আরও পড়ুন – ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো