![]() |
| কাকে বলে লেখো- (ⅰ) জুলজি (Zoology) (ii) বটানি (Botany) |
(i) জুলজি (Zoology): জীববিজ্ঞানের যে শাখায় প্রাণী সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়, তাকে জুলজি (Zoology) বলা হয়। ‘Zoology’ শব্দটি গ্রিক শব্দ ‘Zoon’ (প্রাণী/animal) এবং ‘logos’ (জ্ঞান/Knowledge)-র সমন্বয়ে গঠিত।
(ii) বটানি (Botany): জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বটানি (Botany) বলা হয়।
Botany’ শব্দটি গ্রিক শব্দ ‘Botane’ (Plant) থেকে উদ্ভব হয়েছে, যার অর্থ গাছপালা বা উদ্ভিদ।
%20%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9C%E0%A6%BF%20(Zoology)%20(ii)%20%E0%A6%AC%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%20(Botany).jpg)