মাইক্রোবায়োলজি ও প্যারাসাইটোলজি কাকে বলে

মাইক্রোবায়োলজি ও প্যারাসাইটোলজি কাকে বলে
মাইক্রোবায়োলজি ও প্যারাসাইটোলজি কাকে বলে?
মাইক্রোবায়োলজি: জীববিদ্যার যে শাখায় আণুবীক্ষণিক জীব (যেমন- ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস প্রভৃতি)-এর বাসস্থান, প্রকৃতি, গঠন, বংশবিস্তার, গুরুত্ব ও অপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়, তাকে মাইক্রোবায়োলজি বলে।

প্যারাসাইটোলজি: জীববিদ্যার যে শাখায় উদ্ভিদ ও প্রাণীদেহের অন্তঃ ও বহিঃপরজীবী জীবের জীবনচক্র, সংক্রমণ পদ্ধতি এবং রোগ সৃষ্টির প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে প্যারাসাইটোলজি (Parasitology) বলা হয়।

Leave a Comment