জেনেটিক্স বা বংশগতিবিদ্যা কাকে বলে? এর গুরুত্ব কী? |
জীববিদ্যার যে শাখায় জীবের বংশগত চারিত্রিক বৈশিষ্ট্য, বংশপরম্পরায় বংশগত বৈশিষ্ট্যের সঞ্চারণনীতি, প্রকরণ সৃষ্টি প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বংশগতিবিদ্যা (Genetics) বলে।
গুরুত্ব: (i) জেনেটিক্সের জ্ঞানের ওপর নির্ভর করে বর্তমানে বিভিন্ন রকমের শস্য উৎপাদন সম্ভব হয়েছে। এই সমস্ত শস্যগুলির উৎপাদন ক্ষমতা ও রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়। (ii) গোরু, ভেড়া, মোষ, পোলট্রি বার্ড প্রভৃতি প্রাণীর সংকরায়ণ ঘটিয়ে অধিক উৎপাদনক্ষম করে তোলা হয়েছে।