জেনেটিক্স বা বংশগতিবিদ্যা কাকে বলে? এর গুরুত্ব কী

জেনেটিক্স বা বংশগতিবিদ্যা কাকে বলে? এর গুরুত্ব কী
জেনেটিক্স বা বংশগতিবিদ্যা কাকে বলে? এর গুরুত্ব কী?
জীববিদ্যার যে শাখায় জীবের বংশগত চারিত্রিক বৈশিষ্ট্য, বংশপরম্পরায় বংশগত বৈশিষ্ট্যের সঞ্চারণনীতি, প্রকরণ সৃষ্টি প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বংশগতিবিদ্যা (Genetics) বলে।

গুরুত্ব: (i) জেনেটিক্সের জ্ঞানের ওপর নির্ভর করে বর্তমানে বিভিন্ন রকমের শস্য উৎপাদন সম্ভব হয়েছে। এই সমস্ত শস্যগুলির উৎপাদন ক্ষমতা ও রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়। (ii) গোরু, ভেড়া, মোষ, পোলট্রি বার্ড প্রভৃতি প্রাণীর সংকরায়ণ ঘটিয়ে অধিক উৎপাদনক্ষম করে তোলা হয়েছে।

Leave a Comment