সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি বাংলা 1st সেমিস্টার
১. “যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান,”- ‘যেখানে’ বলতে বোঝানো হয়েছে
ক সাম্যের ভাবনায়
গ) বন্ধুত্বের ভাবনায়
খ) স্বাধীনতার ভাবনায়
ঘ) সহানুভূতির ভাবনায়
উত্তরঃ ক সাম্যের ভাবনায়
২. ‘পার্সি’ বলতে বোঝানো হয়েছে
[ক] আফগানিস্তানের বাসিন্দাদের
খি ইরানের বাসিন্দাদের
গ) পাকিস্তানের বাসিন্দাদের
(ঘ) ইন্দোনেশিয়ার বাসিন্দাদের
উত্তর (খ) ইরানের বাসিন্দাদের
৩. কাকে জৈনধর্মের প্রবর্তক বলে মনে করা হয়?
ক জরাথুস্ট
খ গুরুগোবিন্দ সিং
গ) মহাবীর
ঘ গৌতম বুদ্ধ
উত্তরঃ গ মহাবীর
৪. কনফুসিয়াস্ কোন্ দেশের চিন্তাবিদ?
ক) তিব্বত
খ ভারত পগ ইরান
ঘ চিন
উত্তরঃ ঘ চিন
৫. চার্বাক-চেলারা কার শিষ্য ছিলেন?
ক বৃহস্পতির
খ জমদগ্নির
গ দুর্বাসার
ঘ কপিল মুনির
উত্তরঃ ক বৃহস্পতির
৬. ‘চার্বাক-চেলা’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক) চার্বাকের সন্তানদের
(খ) চার্বাক দর্শনের অনুগামীদের
গ) চার্বাকের সতীর্থদের
ঘ) চার্বাকের স্বজনদের
উত্তরঃ খ চার্বাক দর্শনের অনুগামীদের
৭. ‘গ্রন্থসাহেব’ কাদের পবিত্র ধর্মগ্রন্থ?
ক শিখদের
খ বৌদ্ধদের
গ জৈনদের
(ঘ) সাঁওতালদের
উত্তরঃ ক শিখদের
৮. ‘গ্রন্থসাহেব’ গ্রন্থটি কোন্ লিপিতে লেখা হয়েছে?
ক ব্রাহ্মীলিপি
খ) খরোষ্ঠী লিপি
গ) প্রাচীন নেপালি লিপি
ঘ গুরুমুখী লিপি
উত্তরঃ গ প্রাচীন নেপালি লিপি
৯. ‘পড়ে যাও যত শখ,’- কবি কী পড়ে যাওয়ার কথা বলেছেন?
ক জাতীয় মহাকাব্য
খ) গীতিকবিতা
গ) উপন্যাস
ঘ বিভিন্ন ধর্মগ্রন্থ
উত্তরঃ ঘ বিভিন্ন ধর্মগ্রন্থ
১০. মুসলিম ধর্ম সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ কোন্টি?
ক কোরান
খ গ্রন্থসাহেব
গ ত্রিপিটক
ঘ উপনিষদ
উত্তরঃ ক কোরান
সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি বাংলা 1st সেমিস্টার
১১. কোরান কোন্ ভাষায় লিখিত?
ক ফারসি
খ হিব্রু
গউর্দু
ঘ আরবি
উত্তরঃ ঘ আরবি
১২. কনফুসিয়াস্ চিনের কোন্ শহরে জন্মগ্রহণ করেন?
ক সাংহাই শহরে
খ ছুফু শহরে
গ নানচিং শহরে
ঘ শেনজেন শহরে
উত্তরঃ খ ছুফু শহরে
১৩. কবিতায় উল্লিখিত একটি আদিবাসী জনগোষ্ঠী হল
ক পারসি
খ জৈন
(গ) সাঁওতাল
(ঘ) ইহুদি
উত্তরঃ গ সাঁওতাল
১৪. মহাপুরাণের সংখ্যা ক-টি?
ক ১৮টি
খ ১৯টি
গ ১৩টি
ঘ ১৫টি ৫৪
উত্তরঃ ক ১৮টি
১৫. ‘মগজে হানিছ’
ক পাথর
খ লাঠি
গ কুঠার
ঘ শূল
উত্তরঃ ঘ শূল
১৬. বৃথা দরকষাকষি কোথায় চলছে?
ক দোকানে
খ) বাজারে
গ বাড়িতে
ঘ ধর্মীয় স্থানে
উত্তরঃ ক দোকানে
১৭. ‘তাজা ফুল’ কোথায় ফুটেছে?
ক বাগানে
খ পথে
গ মাঠে
ঘটবে
উত্তরঃ খ পথে
১৮. ‘ত্রিপিটক’ গ্রন্থটি কোন্ ভাষায় লিখিত?
ক সংস্কৃত
খ পালি
গ হিন্দি
ঘ বাংলা
উত্তরঃ খ পালি
১৯. পেটে-পিঠে-কাঁধে-মগজে কী বওয়ার কথা বলা হয়েছে?
ক ইট-পাথর
খ পুথি ও কেতাব
গ আসবাবপত্র
ঘ রাজমুকুট
উত্তরঃ খ পুথি ও কেতাব
২০. সকল কেতাব ও সব কালের জ্ঞান কোথায় আছে?
ক মানবহৃদয়ে
খ ধর্মপুস্তকে
গ দেবালয়ে
(ঘ) মহামানেবের কাছে
উত্তরঃ ক মানবহৃদয়ে
সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি বাংলা 1st সেমিস্টার
২১. ‘খুলে দেখ নিজ প্রাণ!’- যেখানে কী খুঁজে পাওয়া যাবে?
ক স্বাধীনতা
খ সাম্য
গ অহিংসা
ঘ সকল শাস্ত্রের নির্যাসজাত বাণী
উত্তরঃ ঘ সকল শাস্ত্রের নির্যাসজাত বাণী
২২. ‘সাম্যবাদী’ কবিতায় দেবতা-ঠাকুরকে কোথায় খুঁজে ফেরা হয় বলে জানানো হয়েছে?
ক দেবালয়ে
খ লোকসমাজে
(গ) ধর্মীয় স্থানে
(ঘ) মৃত পুথির কঙ্কালে
উত্তরঃ ঘ মৃত পুথির কঙ্কালে
২৩. “বন্ধু, বলিনি ঝুট”- কোন্ কথাকে ঝুট নয় বলে বলা হয়েছে?
ক অমৃত হৃদয়ে ঈশ্বর হাসছেন
খ) ধর্মপুস্তকে ঈশ্বরের অধিষ্ঠান
গ জীর্ণ পুথিতে সর্বশক্তিমানকে খুঁজে পাওয়া যাবে
ঘ মানবহৃদয় অপেক্ষা আচার-অনুষ্ঠানই শ্রেষ্ঠ নিই
উত্তরঃ ক অমৃত হৃদয়ে ঈশ্বর হাসছেন
২৪. ‘এইখানে এসে লুটাইয়া পড়ে’- কী লুটিয়ে পড়ে?
ক মানবহৃদয়
(খ) আত্মসম্মান
গ রাজমুকুট
ঘ তাজা ফুল
উত্তরঃগ রাজমুকুট
২৫. ‘এইখানে বসে ঈসা মুসা পেল’- ঈসা-মুসা কী পেয়েছেন?
ক পুথির জ্ঞান
খ রাজমুকুট
গ সকল ধর্ম
ঘ সত্যের পরিচয়
উত্তরঃ ঘ সত্যের পরিচয়
২৬. সকল শাস্ত্রের সারমর্ম কোথায় খুঁজে পাওয়া যাবে?
ক নিজ প্রাণে
খ ধর্মপুস্তকে
গ) দেবালয়ে
ঘ জীবনচরিতে
উত্তরঃ ক নিজ প্রাণে
২৭. বৃন্দাবন কোন্ ধর্মাবলম্বী মানুষের তীর্থক্ষেত্র?
ক বৈষ্ণবদের
খ মুসলিমদের
গ) বৌদ্ধদের
ঘ খ্রিস্টানদের
উত্তরঃ ক বৈষ্ণবদের
২৮. মথুরা কোন্ নদীর তীরে অবস্থিত তীর্থক্ষেত্র?
ক গঙ্গা
খ) গোদাবরী
গ নর্মদা
ঘ যমুনা
উত্তরঃ ঘ যমুনা
২৯. বুদ্ধ-গয়া স্থানটি কেন প্রসিদ্ধ?
ক বুদ্ধের জন্মস্থান হিসেবে
খ) বুদ্ধদেবের সিদ্ধিলাভের ক্ষেত্র হিসেবে
গ) এখানে বসে বুদ্ধদেব উপদেশ দিয়েছেন
ঘ এখানে বুদ্ধদেবের মহানিষ্ক্রমণ ঘটে
উত্তরঃ খ বুদ্ধদেবের সিদ্ধিলাভের ক্ষেত্র হিসেবে
৩০. বর্তমানে মথুরা ও বৃন্দাবন কোন্ রাজ্যে অবস্থিত?
ক মধ্যপ্রদেশ
খ বিহার
গ ওড়িশা
ঘ উত্তরপ্রদেশ
উত্তরঃ ঘ উত্তরপ্রদেশ
সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি বাংলা 1st সেমিস্টার
৩১. প্রসিদ্ধ কাবা-ভবন কোথায় অবস্থিত?
ক মক্কায়
খ) জেরুজালেমে
গ) ইন্দোনেশিয়ায়
ঘ পাকিস্তানে
উত্তরঃক মক্কায়
৩২. ‘নীলাচল’ বলতে কোন্ স্থানকে বোঝানো হয়েছে?
ক পুরি
খ) মাদ্রাজ
গ মুম্বাই
(ঘ) কলকাতা
উত্তর:ক পুরি
ব্যাখ্যাঃ নীলাদ্রি নামক পার্বত্যভূমির প্রান্তদেশে জগন্নাথক্ষেত্র পুরি অবস্থিত। তাই এর অপর নাম নীলাচল।
৩৩. কাশী কোন্ ধর্মসম্প্রদায়ভুক্ত মানুষের পবিত্র তীর্থক্ষেত্র?
ক বৌদ্ধ
খ জৈন
গশিখ
ঘ হিন্দু
উত্তরঃ ঘ হিন্দু
৩৪. দেবতা-ঠাকুর অমৃত হৃদয়ের কোথায় বসে হাসছেন?
ক নিভৃত অন্তরালে
(খ) অসীম প্রকাশ্যে ঘসম্মুখভাগে
গ গোপন কোণে
উত্তরঃ ক নিভৃত অন্তরালে
৩৫. মুসা কোন্ ধর্মের প্রচারক ছিলেন?
কি খ্রিস্টান
খ ইহুদি
গ বৌদ্ধ
ঘ হিন্দু
উত্তরঃ খ ইহুদি
৩৬. “এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট”- ‘রাজমুকুট’ বলতে বোঝানো হয়েছে
ক রাজার শিরোস্ত্রাণ
খ রাজ-ঐশ্বর্য ও ক্ষমতা
গ রাজার সম্মান
(ঘ) রাজার রাজত্ব
উত্তরঃ খ রাজ-ঐশ্বর্য ও ক্ষমতা
৩৭. ঈসা কে?
ক জিশুখ্রিস্ট
খ) বুদ্ধদেব
(গ) মহাবীর
(ঘ) হজরত মোহম্মদ
উত্তরঃ ক জিশুখ্রিস্ট
৩৮. ‘দেউল’ শব্দটি এসেছে
ক সংস্কৃত ‘দেবকুল’ থেকে
(খ) ‘দেবতা’ থেকে
[গ ‘দেবদেবী’ থেকে
ঘ) ‘দেবত্ব’ থেকে
উত্তরঃ ক সংস্কৃত ‘দেবকুল’ থেকে
৩৯. ‘বাঁশির কিশোর’ কোথায় ‘মহা-গীতা’ গেয়েছিলেন?
ক রণ-ভূমে
খ) ধর্মপুস্তকে
(গ) ধর্মীয় অনুষ্ঠানে
(ঘ) স্বাভাবিক আলাপচারিতায়
উত্তরঃ ক রণ-ভূমে
৪০. ‘বাঁশির কিশোর’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) হজরত মোহম্মদকে
গ শ্রীকৃষ্ণকে
খ গৌতম বুদ্ধকে
ঘ মুসাকে
উত্তরঃ গ শ্রীকৃষ্ণকে
সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি বাংলা 1st সেমিস্টার
৪১. ‘গীতা’-র অংশটি মহাভারতের কোন্ পর্বের অন্তর্গত?
[ক] অশ্বমেধ পর্ব
(গ) বিরাটপর্ব
খ আদিপর্ব
ঘ ভীষ্মপর্ব
উত্তরঃ ঘ ভীষ্মপর্ব
৪২. ‘গীতা’-র অপর নাম কী?
ক অষ্টশতী
খ) সপ্তশতী
গ) ষষ্ঠশতী
ঘ দশশতী
উত্তর: (খ) সপ্তশতী
ব্যাখ্যাঃ গীতা বা ‘শ্রীমদ্ভাগবত’ গীতা সাতশত শ্লোকের সংকলন গ্রন্থ। তাই একে ‘সপ্তশতী’ বলা হয়।
৪৩. ‘গীতা’ প্রকৃতপক্ষে
ক অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশ
খ) শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের উপদেশ
গ বিশ্ববাসীর প্রতি কৃষ্ণার্জুনের উপদেশ
ঘ বিশ্ববাসীর প্রতি ভগবানের উপদেশ
উত্তরঃ ক অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশ
৪৪. রণভূমিতে দাঁড়িয়ে বাঁশির কিশোর কী গেয়েছিলেন?
ক গান
খ স্তোত্র
গ মন্ত্র
ঘ) মহা-গীতা
উত্তরঃ ঘ মহা-গীতা
৪৫. কারা খোদার মিতা হয়ে উঠেছিলেন?
ক শিষ্যরা
খ) নবিরা
গ অনুগামীরা ঘ ভক্তেরা
উত্তরঃ খ নবিরা
৪৬. ‘শাক্যমুনি’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক গৌতম বুদ্ধকে
খ মুসাকে
গ ঈসাকে
ঘ জিশুকে
উত্তরঃ ক গৌতম বুদ্ধকে
ব্যাখ্যা: শাক্য বংশে জন্ম বলে গৌতম বুদ্ধের অপর নাম শাক্যমুনি।
৪৭. শাক্যমুনি মানবের মহাবেদনার ডাক শুনেছিলেন
ক অরণ্যমাঝে
(খ) পর্বতমাঝে
গ হৃদয়ের ধ্যান-গুহা মাঝে
(ঘ) নদীতটে বসে
উত্তরঃ গ হৃদয়ের ধ্যান-গুহা মাঝে
৪৮. শাক্যমুনি রাজ্য ত্যাগ করেছিলেন কেন?
ক ভ্রমণের নেশায়
খ) মানবের মহাবেদনার ডাক শুনে
গ গৃহযুদ্ধের কারণে
(ঘ) অন্যান্য নানাবিধ কারণে
উত্তরঃ খ মানবের মহাবেদনার ডাক শুনে
ব্যাখ্যাঃ শাক্য বংশের সন্তান সিদ্ধার্থ জীবহিংসা নিরোধ ও জীবে প্রেম বিতরণের জন্য রাজ-ঐশ্বর্য পরিত্যাগ করে গৌতম বুদ্ধে পরিণত হন।
৪৯. ‘মিতা’ শব্দের অর্থ হল
ক পিতা
খ সঙ্গীসাথি
গ ভাই
ঘ স্বজন
উত্তর: (খ) সঙ্গীসাথি
৫০. ‘গীতা‘ কয়টি অধ্যায়ে বিভক্ত?
ক ১৫টি
খ ১৮টি
গ ১৬টি
ঘ ১৯টি
উত্তরঃ খ ১৮টি
সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি বাংলা 1st সেমিস্টার
৫১. শাক্যমুনি মহামানবের ডাক শুনে কী ত্যাগ করেছিলেন?
ক নিজ সম্মান
খ রাজ্য
গ নিজ গৌরব
ঘ নিজ বিশ্বাস
উত্তরঃ খ রাজ্য
৫২. ‘আরব-দুলাল’ কে?
ক হজরত মোহম্মদ
খ মুসা
গ ঈসা
ঘ গৌতম বুদ্ধ
উত্তরঃ ক হজরত মোহম্মদ
৫৩. হৃদয় কন্দরে বসে ‘আরব-দুলাল’ কী গেয়েছিলেন?
ক কোরানের সামগান
খ) মানবতার বাণী
গ ঈশ্বরের গৌরবগাথা
ঘ) স্বাধীনতার গান
উত্তরঃ ক কোরানের সামগান
৫৪. ‘সাম্যবাদী’ কবিতায় ‘ধ্যান-গুহা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক পর্বতের গুহা
খ মাটির গুহা
গ হৃদয়ের শুদ্ধতম প্রদেশ
ঘ ধ্যানের নিমিত্ত নির্মিত গুহা
উত্তরঃ গ হৃদয়ের শুদ্ধতম প্রদেশ
৫৫. ‘কন্দর’ শব্দের অর্থ কী?
ক অরণ্য
খ হৃদয়
গগুহা
ঘ নদী
উত্তরঃ গ গুহা
৫৬. হৃদয়াসনে বসে আরব-দুলাল কী শুনেছিলেন?
ক বেদনা
(খ) আহ্বান
গ ইশারা
ঘ) আর্তনাদ
উত্তরঃ খ আহ্বান
৫৭. “মিথ্যা শুনিনি ভাই”-কী মিথ্যা নয়?
ক হৃদয়ের চেয়ে ধর্মীয় স্থান বড়ো
খ হৃদয়ের চেয়ে ধর্মপুস্তকের স্থান উচ্চে
গ মানবহৃদয়ই সর্বশ্রেষ্ঠ
ঘ মানবহৃদয়ই সর্ব নিম্নে
উত্তরঃ গ মানবহৃদয়ই সর্বশ্রেষ্ঠ
ব্যাখ্যা: হৃদয় গৌরবে মানুষই শ্রেষ্ঠ। হজরত মোহম্মদ থেকে গৌতম বুদ্ধ পযর্ন্ত সবাই এই হৃদয়াসনে বসেই মানুষের যন্ত্রণা দূর করতে উদ্যোগী হয়েছেন। নিজ কর্মগুনে তাঁরা পরিণত হয়েছেন দেবতায়। তাই মন্দির-মসজিদ নয়, হৃদয়কেই সর্বোচ্চ আসনে বসিয়েছেন কবি।
৫৮. ‘সাম্যের গান’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক) স্বাধীনতার গীতিকবিতা
খ) সামাজিক, আর্থিক, ধর্মীয় সমতার বাণী
গ সৌভ্রাতৃত্বের গান
ঘ মৈত্রীর গান
উত্তরঃ (খ) সামাজিক, আর্থিক, ধর্মীয় সমতার বাণী
৫৯. চার্বাক দর্শন একটি
ক) আধ্যাত্মিকতা বিরোধী বস্তুবাদী দর্শন
খ) আধ্যাত্মিক দর্শন
গ) নিয়তিবাদী দর্শন
ঘ অনুভূতিশীল দর্শন
উত্তরঃ ক আধ্যাত্মিকতা বিরোধী বস্তুবাদী দর্শন
৬০. ‘কেতাব’ শব্দটি এসেছে
কি ‘কাতার’ থেকে
(খ) ‘কিতাব’ থেকে
গ ‘ক্যাতাব’ থেকে
ঘ ‘কাইতাব’ থেকে
উত্তরঃ খ ‘কিতাব’ থেকে
সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি বাংলা 1st সেমিস্টার
৬১. কবি কাকে ‘বিশ্ব-দেউলের’ মর্যাদা দিয়েছেন?
ক ধর্মগ্রন্থকে
খ) উপাসনার গৃহকে
গ) মানবহৃদয়কে
ঘ ধর্মীয় স্থানকে
উত্তরঃ গ মানবহৃদয়কে
৬২. কোন্ রণভূমির কথা ‘সাম্যবাদী’ কবিতায় বলা হয়েছে?
ক পলাশির যুদ্ধের রণভূমি
(খ) সিপাহি বিদ্রোহের রণভূমি
(গ) কুরুক্ষেত্র যুদ্ধের রণভূমি
ঘ পানিপথের যুদ্ধের রণভূমি
উত্তর: (গ) কুরুক্ষেত্র যুদ্ধের রণভূমি
৬৩. ‘মেষের রাখাল’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক সাধারণ মেষপালকে
(খ) হজরত মোহম্মদকে
গ) ধর্মগ্রন্থের রচয়িতাকে
ঘ শ্রীকৃষ্ণকে
উত্তরঃ খ হজরত মোহম্মদকে
৬৪. ‘মহা-বেদনার ডাক শুনি’- কাদের ডাক শুনেছিলেন?
ক অসহায় সাধারণ মানুষের
(খ) যুগাবতারের
গ মহামানবের
ঘ ধর্মান্ধ মানুষের
উত্তরঃ ক অসহায় সাধারণ মানুষের