ট্রান্সজেনেসিস পদ্ধতির গুরুত্বগুলি কী কী

ট্রান্সজেনেসিস পদ্ধতির গুরুত্বগুলি কী কী
ট্রান্সজেনেসিস পদ্ধতির গুরুত্বগুলি কী কী?
ট্রান্সাজালসিস পদ্ধতির গুরুত্বগুলি হল-

  • শস্য উৎপাদনকারী উদ্ভিদে এবং মাছের দেহে মানুষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোনের প্রবেশের মাধ্যমে ট্রান্সজেনেসিস ঘটিয়ে শস্য এবং মাছেদের উৎপাদন প্রচুর বাড়ানো হচ্ছে।
  • বর্তমানে Bt জিন প্রবেশ করিয়ে পতঙ্গ প্রতিরোধী ও রোগ প্রতিরোধে সক্ষম বেগুন, টম্যাটো এবং bxn জিনযুক্ত আলু ফলানো হচ্ছে। ধানে ড্যাফোডিল জিন প্রবেশ করিয়ে অত্যধিক ভিটামিনসমৃদ্ধ সোনালি চাল (Golden rice) তৈরি করা হচ্ছে।
  • বর্তমানে মানুষের দেহে নানা ভাইরাস প্রতিরোধী পদার্থ ইন্টারফেরন প্রবেশ করিয়ে রোগপ্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।

Leave a Comment