ট্রান্সজেনেসিস ও ট্রান্সজেনিক জীব কাকে বলে? উদাহরণ দাও

ট্রান্সজেনেসিস ও ট্রান্সজেনিক জীব কাকে বলে? উদাহরণ দাও
ট্রান্সজেনেসিস ও ট্রান্সজেনিক জীব কাকে বলে? উদাহরণ দাও।
জৈবপ্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজির দ্বারা একটি নির্দিষ্ট জীবের জিন অন্য কোনো জীবের মধ্যে প্রবেশ করিয়ে নতুন জিনোটাইপসম্পন্ন ও আরও উন্নতপ্রকার জীব সৃষ্টির পদ্ধতিকে ট্রান্সজেনেসিস বলে। ট্রান্সজেনেসিস পদ্ধতিতে সৃষ্টি করা জীবেদের বলা হয় ট্রান্সজেনিক জীব।

উদাহরণ:
বিটি কটন, গোল্ডেন রাইস, রোসি (ট্রান্সজেনিক গোরু) ইত্যাদি।

Leave a Comment