ফলিত জীববিদ্যার বিভিন্ন শাখাগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। |
(1) ফলিত উদ্ভিদবিজ্ঞানের অন্তর্গত শাখাসমূহ :
(1) কৃষিবিদ্যা (Agriculture): কৃষিকাজ সম্পর্কিত জীববিদ্যা।
(ii) উদ্যানপালন (Horticulture): উদ্যানপালন সম্পর্কিত জীববিদ্যা।
(iii) বনপালন (Forestry): অরণ্য সুরক্ষা সম্পর্কিত জীববিদ্যা।
(iv) ভেষজবিদ্যা (Pharmacology): ভেষজ উদ্ভিদ সম্পর্কিত জীববিদ্যা।
(v) জীবাণুতত্ত্ব (Bacteriology): বিভিন্ন জীবাণু বিশেষ করে ব্যাকটেরিয়া সম্পর্কিত জীববিদ্যা।
(vi) মাটি সংরক্ষণ (Soil Conservation): মাটি সংরক্ষণ সম্পর্কিত জীববিদ্যা।
(vii) উদ্ভিদ প্রজনন (Plant breeding) উদ্ভিদবিজ্ঞানের একটি প্রধান শাখা যেখানে কৃষিকাজের উন্নতি সাধনের জন্য উন্নতমানের উদ্ভিদ সৃষ্টির পরিকল্পনাহেতু নতুন নতুন পরীক্ষানিরীক্ষা করা হয়।
(i) মৎস্যচাষ (Pisciculture): মাছ সম্পর্কিত জীববিদ্যা।
(ii) শম্বুকবিদ্যা (Malacology) কম্বোজ বা মোলাস্কা প্রাণী সম্পর্কিত জীববিদ্যা।
(iii) পক্ষীবিদ্যা (Ornithology): পক্ষী সম্পর্কিত জীববিদ্যা।
(v) পরজীবীবিদ্যা (Parasitology): পরজীবী প্রাণী সম্পর্কিত জীববিদ্যা।
(vi) গো-পালন (Dairy): গোরু, মহিষ পালন ও দুগ্ধ উৎপাদন সম্পর্কিত জীববিদ্যা।
(vii) শুয়োর চাষ (Piggery): শুয়োর প্রতিপালন সম্পর্কিত জীববিদ্যা।
(viii) মুক্তা চাষ (Pearl culture): মুক্তা ঝিনুকের চাষ, প্রতিপালন সম্পর্কিত জীববিদ্যা।
(ix) হাঁস-মুরগি পালন (Poultry): পোলট্রি পাখি প্রতিপালন সম্পর্কিত জীববিদ্যা।
(x) লাক্ষা চাষ (Lac culture): লাক্ষা কীটকে প্রতিপালন পদ্ধতি এবং লাক্ষা সংগ্রহ করার পদ্ধতি সম্পর্কে আলোচিত জীববিদ্যা।
(xii) রেশম চাষ (Sericulture): রেশম কীট ও রেশম উৎপাদন সম্পর্কিত জীববিদ্যাকে বলা হয় রেশম চাষ।