ট্যাক্সোনমি (Taxonomy) কাকে বলে? ট্যাক্সোনমি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ট্যাক্সোনমির প্রধান উপাদানগুলির নাম লেখো।

ট্যাক্সোনমি (Taxonomy) কাকে বলে? ট্যাক্সোনমি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ট্যাক্সোনমির প্রধান উপাদানগুলির নাম লেখো
ট্যাক্সোনমি (Taxonomy) কাকে বলে? ট্যাক্সোনমি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ট্যাক্সোনমির প্রধান উপাদানগুলির নাম লেখো।
ট্যাক্সোনমি (Taxonomy): জীববিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানসম্মত রীতিনীতি ও আইন অনুযায়ী জীবের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণিবিন্যাস পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে ট্যাক্সোনমি (Taxonomy; Taxis = বিন্যাস, nomos = রীতিনীতি) বলে।

সুইডিশ বিজ্ঞানী অগাস্তিন পি দ্য ক্যানডোল (Augastin P. de Candole) সর্বপ্রথম ‘ট্যাক্সোনমি’ শব্দটি ব্যবহার করেন।

ট্যাক্সোনমির প্রধান উপাদানগুলি হল- (i) বৈশিষ্ট্য নির্বাচন (Characterisation), (ii) শনাক্তকরণ (Identification), (iii) নামকরণ (Nomenclature), (iv) শ্রেণিবিন্যাস (Classifica- tion) (v) প্রমাণ্য দলিল সংরক্ষণ (Documentation) ।

Leave a Comment