অধিশ্রেণি অ্যাগনাথা-র শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো। এর অন্তর্গত শ্রেণিটির নাম লেখো

অধিশ্রেণি অ্যাগনাথা-র শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো। এর অন্তর্গত শ্রেণিটির নাম লেখো
অধিশ্রেণি অ্যাগনাথা-র শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো। এর অন্তর্গত শ্রেণিটির নাম লেখো।

অধিশ্রেণি অ্যাগনাথা-র (Agnatha) মুখ্য বৈশিষ্ট্যসমূহ

(i) চোয়াল : মুখে চোয়াল অনুপস্থিত তাই এদের অ্যাগনাথা (a = বিহীন, gnathos = চোয়াল) বলা হয়।

(ii) বহিঃকঙ্কাল: বহিঃকঙ্কাল অনুপস্থিত।

(iii) অন্তঃকঙ্কাল: তরুণাস্থিবিশিষ্ট অন্তঃকঙ্কাল উপস্থিত।

(iv) শ্বাসঅঙ্গ: শ্বাসঅঙ্গ ফুলকা। নাসারন্দ্রের সংখ্যা একটি। অধিশ্রেণি অ্যাগনাথা আবার শ্রেণি সাইক্লোস্টোমাটা নিয়ে গঠিত।

Leave a Comment