ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ ১ম সেমিস্টার
১. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি কে রচনা করেন?
ক মধুসূদন দত্ত
খ মধুসূদন গুপ্ত
গ নজরুল ইসলাম
ঘ ঈশ্বরগুপ্ত
উত্তরঃ ক মধুসূদন দত্ত
২. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক ‘মেঘনাদবধ কাব্য’
খ ‘বিষের বাঁশি’
গ ‘চতুৰ্দ্দশপদী কবিতাবলী’
ঘ ‘সোনার তরী’
উত্তরঃ গ ‘চতুৰ্দ্দশপদী কবিতাবলী’
৩. গঠনগতভাবে ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি কোন্ ধরনের কবিতা?
ক শোকগাথা
খ মহাকাব্য
গ সনেট
ঘ প্রহসন
উত্তরঃ গ সনেট
ব্যাখ্যা: সনেট হল একটি বিশেষ ধরনের চোদ্দো পঙক্তির গীতিকবিতা। এর প্রথম আটটি পঙক্তি নিয়ে গঠিত স্তবককে অষ্টক এবং পরবর্তী ছ-টি পক্তি নিয়ে গঠিত স্তবককে বলে ষটক। বাংলা ভাষার প্রথম সনেট শিল্পী হলেন মধুসূদন দত্ত।
৪. ‘বিদ্যার সাগর’ বলতে কবি কাকে বুঝিয়েছেন?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
(খ) জীবানন্দ বিদ্যাসাগরকে
(গ) নীলকমল বিদ্যাসাগরকে
ঘ প্রাণকৃষ্ণ বিদ্যাসাগরকে
উত্তরঃ (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
ব্যাখ্যা: ছাত্রাবস্থায় সংস্কৃত সাহিত্যে অসামান্য ব্যুৎপত্তি এবং দক্ষতার কারণে সংস্কৃত কলেজ থেকে এই উপাধি পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। যদিও সমকালে আরও কয়েকজন যেমন-জীবানন্দ বিদ্যাসাগর, নীলকমল বিদ্যাসাগর, প্রাণকৃষ্ণ বিদ্যাসাগর, রাজীবলোচন বিদ্যাসাগর, হরানন্দ বিদ্যাসাগর প্রমুখ এই ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেছিলেন। তথাপি একমাত্র ঈশ্বরচন্দ্রের ক্ষেত্রেই ‘বিদ্যাসাগর’ উপাধিটি তাঁর পরিচয়ের সমার্থক হয়ে দাঁড়ায়।
৫. ‘তুমি বিখ্যাত ভারতে’-কে ভারত বিখ্যাত?
ক) মধুসূদন দত্ত
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) ঈশ্বরচন্দ্র বসু
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা: বিধবাবিবাহ প্রবর্তনের সফল আন্দোলনের জন্যই বিদ্যাসাগর সর্বভারতীয় পরিচিতি লাভ করেন। ১৮৫৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই লর্ড ডালহৌসির আমলে বিধবাবিবাহ আইনটি প্রবর্তিত হয়।
৬. ‘করুণার সিধু তুমি,’- কাকে ‘করুণার সিধু’ বলা হয়েছে?
কি ভগিনী নিবেদিতা
(খ) চিত্তরঞ্জন দাশ
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যাঃ বিদ্যাসাগর তাঁর অপরিসীম পরোপকার এবং দানশীলতার কারণে ‘দয়ার সাগর’ নামেও পরিচিত ছিলেন। কৃতজ্ঞ মধুসূদন নিজেও বিদ্যাসাগরকে লিখেছিলেন, “you are not only Vidyasa- gara but Karuna Sagara also”.
৭. “করুণার সিধু তুমি, সেই জানে মনে,”-কে জানে?
ক স্বয়ং কবি
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) হেমাদ্রি পর্বত
ঘ) বিমলা কিঙ্করী
উত্তরঃ ক কবি স্বয়ং
ব্যাখ্যা: সুদূর প্রবাসে অপরিসীম অর্থসংকটের মধ্যে পড়েন মধুসূদন। সেই চরম বিপদের দিনে একমাত্র বিদ্যাসাগরই তাঁকে বিভিন্নভাবে অর্থ পাঠিয়ে বিপদ থেকে উদ্ধার করেন। সেই কারণেই মধুসূদন অত্যন্ত গভীরভাবেই উপলব্ধি করেছিলেন বিদ্যাসাগরের করুণাঘন স্বরূপ।
৮. ‘দীনের বন্ধু’ কে?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ দিগম্বর মিত্র
গ বৈদ্যনাথ মিত্র
ঘ) মহাদেব চট্টোপাধ্যায়
উত্তরঃ ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা: সুদূর প্রবাসে অপরিসীম অর্থসংকটের মধ্যে পড়েন মধুসূদন। কোথাও থেকে কোনো সহায়তা না পেয়ে ঋণজালে জর্জরিত মধুসূদনের জেলযাত্রার উপক্রম হয়। সেসময় হতদরিদ্র মধুসূদনকে সেই বিপদ থেকে রক্ষা করেছিলেন একমাত্র ঈশ্বরচন্দ্র। সেই কারণেই তিনি ‘দীনের বন্ধু’।
৯. ‘হেমাদ্রি’ শব্দের অর্থ কী?
ক হিরের পাহাড়
গ সোনার পাহাড়
খ হলুদ পাহাড়
ঘ পদ্মরাগমণির পাহাড়
উত্তরঃ গ সোনার পাহাড়
ব্যাখ্যাঃ ‘হেম’ শব্দের অর্থ হল সোনা এবং ‘অদ্রি’ শব্দের অর্থ হল পর্বত।
১০. ‘হেমাদ্রি’-র সন্ধিবিচ্ছেদ করো।
কহিম + অদ্রি
খ) হোম + অদ্রি
গ হেম + অদ্রি
ঘ হেমা + অদ্রি
উত্তরঃ গ হেম + অদ্রি
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ ১ম সেমিস্টার
১১. ‘হেম’ শব্দের অর্থ কী?
ক সোনা
খ হিরে
গ রুপো
ঘ শিশির
উত্তরঃ ক সোনা
১২. ‘অদ্রি’ শব্দের অর্থ কী?
ক মালভূমি
খ পর্বত
গ) সাগর
ঘ নদী
উত্তরঃ খ পর্বত
১৩. ‘করুণার সিধু তুমি’-এখানে ‘তুমি’ বলতে কার কথা বোঝানো হয়েছে?
ক মহাদেব চট্টোপাধ্যায়
(খ) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ মধুসূদন দত্ত
ঘ দিগম্বর মিত্র
উত্তর: খ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৪. ‘করুণা’ শব্দের অর্থ কী?
ক পর দুঃখ হরণের ইচ্ছা
খ দয়া
গ ক ও খ উভয়ই
ঘ) কোনোটাই নয়
উত্তরঃ গ ক ও খ) উভয়ই
১৫. ‘সিন্ধু’ শব্দটি এই কবিতায় কোন্ অর্থে প্রযুক্ত হয়েছে?
ক বড়ো নদী
খ হ্রদ
গ মরুসাগর
ঘ সাগর
উত্তরঃ ঘ সাগর
ব্যাখ্যাঃ ‘সিন্ধু’ শব্দের অর্থ সমুদ্র, সাগর বা বিশাল প্রবাহ হলেও এখানে করুণার সাগর বোঝাতেই তা ব্যবহার করা হয়েছে।
১৬. “করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে,”-কে জানে?
কযে দীন
গ যে বিপন্ন
খ যে দুঃখী
ঘ যে দীনের বন্ধু
উত্তরঃ ক যে দীন
১৭. ‘-দীন যে, দীনের বন্ধু।’- এখানে ‘দীন’ ও ‘দীনের বন্ধু’ যথাক্রমে
ক ঈশ্বরচন্দ্র ও মধুসূদন
খ মধুসূদন ও ঈশ্বরচন্দ্র
গ মধুসূদন ও মহাদেব চট্টোপাধ্যায়
ঘ কেউ-ই নন
উত্তরঃ খ মধুসূদন ও ঈশ্বরচন্দ্র
১৮. — উজ্জ্বল জগতে’ কী অম্লান হয়ে থাকে?
কি হেমাদ্রির হেম-কান্তি
(খ) হিমাদ্রির হিম-কান্তি
গ) হিমাদ্রির হেম-কান্তি
ঘ উক্ত সব ক-টিই
উত্তরঃ ক হেমাদ্রির হেম-কান্তি
১৯. ‘হেম-কান্তি’ শব্দের অর্থ কী?
ক সোনালি আভা
খ রুপোলি আভা
গ) সৌর আভা
ঘ ধাতব আভা
উত্তরঃ ক সোনালি আভা
২০. ‘অম্লান কিরণে’- কী অম্লান?
[ক] বিদ্যাসাগরের গৌরব
খ) মধুসূদনের কবিখ্যাতি
গ) হেমাদ্রির হেম-কান্তি
ঘ) ক ও খ উভয়ই
উত্তরঃ ঘ) ক ও খ উভয়ই
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ ১ম সেমিস্টার
২১. ‘অম্লান কিরণে’- কীসের কিরণের কথা বলা হয়েছে এখানে?
ক সূর্যকিরণ
খ) চন্দ্রকিরণ
গ নক্ষত্র কিরণ
ঘ) কোনোটাই নয়
উত্তরঃ ক সূর্যকিরণ
ব্যাখ্যাঃ কবি এখানে ‘উজ্জ্বল জগতে’ বলায় সূর্যকরোজ্জ্বল জগতের কথাই বোঝানো হয়েছে। কারণ হেমাদ্রির হেম-কান্তি সূর্য কিরণেই উদ্ভাসিত হওয়া সম্ভব। চন্দ্রালোক রজতশুভ্র হওয়ায় হেমাদ্রির হেম-কান্তি আভা তৈরি হওয়া অসম্ভব।
২২. “কিন্তু ভাগ্য-বলে পেয়ে সে মহা পর্ব্বতে,”- ‘মহা পৰ্ব্বত’ বলতে কোন্ পর্বতের কথা বলা হয়েছে এখানে?
ক হিমালয়
খ মৈনাক
গ কাঞ্চনজঙ্ঘা
ঘ বিন্ধ্যপর্বত
উত্তরঃ ক হিমালয়
২৩. ‘কিন্তু ভাগ্য-বলে পেয়ে সে মহা পর্ব্বতে’-‘সে’ বলতে এখানে আসলে কার কথা বোঝানো হয়েছে?
ক কবি শ্রীমধুসূদন
খ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ) কবিবন্ধু গৌড়দাস বসাক
ঘ) দিগম্বর মিত্র
উত্তরঃ খ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৪. “যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে,”-কে সুবর্ণ চরণে আশ্রয় নিয়েছিলেন?
ক কবি শ্রীমধুসূদন
(খ) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(গ) কবিবন্ধু গৌড়দাস বসাক
ঘ মহাদেব চট্টোপাধ্যায়
উত্তরঃ ক কবি শ্রীমধুসূদন
২৫. “যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে,”-কার সুবর্ণ চরণের কথা বলা হয়েছে এখানে?
ক হেমাদ্রি পর্বতের
খ) হিমাদ্রি পর্বতের
গ গিরীশের
ঘ) হিমালয় পর্বতের
উত্তরঃ ক হেমাদ্রি পর্বতের
ব্যাখ্যাঃ বিদেশে যাওয়ার পর মাইকেল মধুসূদন আর্থিকভাবে প্রতারিত হয়ে জেলে যাওয়ার উপক্রম হয়। সেসময় মধুকবি ঈশ্বরচন্দ্রের সুবর্ণচরণে আশ্রয় পান, তাঁর কাছ থেকে আর্থিক সাহায্য লাভ করেন। এখানে সেই সুবর্ণ চরণের কথাই বলা হয়েছে।
২৬. “সেই জানে কত গুণ ধরে কত মতে”-কে গুণ ধারণ করে থাকে?
ক গিরিশ
খ গিড়িশ
গ গিরীস
ঘ গিরীশ
উত্তরঃ ঘ গিরীশ
ব্যাখ্যাঃ গিরীশ হল গিরিশ্রেষ্ঠ হিমালয়। মধুসূদনের দৃষ্টিতে দান-বীর ‘Greatest Bengali’ বিদ্যাসাগরের ব্যক্তিত্ব গিরীশ অথবা পর্বতশ্রেষ্ঠ হিমালয়ের সমতুল্য হয়ে গেছে।
২৭. “সেই জানে কত গুণ ধরে কত মতে”-কে জানে?
ক যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে
খ) দীন যে, দীনের বন্ধু
গ দীর্ঘ-শিরঃ তরু-দল
ঘ দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী
উত্তরঃ ক যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে
২৮. ‘গিরীশ’ শব্দের অর্থ কী?
ক মেরু পর্বত
গ হেমাদ্রি পর্বত
খ) কৈলাস পর্বত
ঘ পর্বতশ্রেষ্ঠ হিমালয়
উত্তরঃ ঘ পর্বতশ্রেষ্ঠ হিমালয়
২৯. “কি সেবা তার সে সুখ-সদনে!-“-কার সুখ সদনের কথা বলা হয়েছে এখানে?
ক গিরিশের
খ) মধুসূদনের
গ গিরীশের
ঘ) মহাদেবের
উত্তরঃ গ গিরীশের
৩০. “কি সেবা তার সে সুখ-সদনে।-“- ‘সুখ-সদন’ শব্দের অর্থ কী?
ক আনন্দ ভবন
খ সেবাসদন
গ অনাথ আশ্রম
ঘ বৃদ্ধাশ্রম
উত্তরঃ ক আনন্দ ভবন
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ ১ম সেমিস্টার
৩১. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটির প্রথম আটটি পক্তির অন্ত্যমিল- বিন্যাস হল
গ কখগ কখগ কক
ঘ ককখখককখখ
উত্তরঃ ক কখকখকখকখ
ব্যাখ্যা: প্রথম থেকে অষ্টম পক্তির অন্তিম শব্দগুলি হল- ভারতে-মনে-জগতে-কিরণে-পর্ব্বতে-চরণে-মতে-সদনে।
৩২. সনেটের বাংলা নাম কী?
ক) চতুর্দশপদী কবিতা
খ গীতিকাব্য
গ পত্রকবিতা
ঘ শোকগাথা
উত্তরঃ ক চতুর্দশপদী কবিতা
৩৩. সনেটের বাংলা নামকরণ করেন
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) নবীনচন্দ্র সেন
গ মধুসূদন দত্ত
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ গ মধুসূদন দত্ত
৩৪. সনেটের আদি শিল্পী কোন্ কবিকে মনে করা হয়?
ক) ইতালীয় কবি পেত্রার্ক
(খ) উইলিয়াম শেক্সপিয়র
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ক ইতালীয় কবি পেত্রার্ক
৩৫. সনেটের প্রথম আট পক্তিকে বলা হয়
ক) অষ্টক
খ) ষটুক
গ) অষ্টপদী
ঘ অষ্টাধ্যায়ী
উত্তরঃ ক) অষ্টক
ব্যাখ্যা: অষ্টককে ইংরেজিতে বলা Octave |
৩৬. সনেটের প্রথম আট পত্তিকে বলা হয়
ক অষ্টক
খ ষটুক
গ অষ্টপদী
ঘ অষ্টাধ্যায়ী
উত্তরঃ ক অষ্টক
ব্যাখ্যা: অষ্টককে ইংরেজিতে বলা Octave I
৩৭. ‘সেবা’ শব্দের অর্থ কী?
ক যত্ন
খ শুশ্রুষা
গ সুস্থতা
ঘ উক্ত সব ক-টি
উত্তরঃ খ শুশ্রুষা
৩৭. ‘গিরীশ’ শব্দটির দ্বারা কবি এখানে কাকে ইঙ্গিত করেছে?
ক ঈশ্বরকে
খ) ঈশ্বরচন্দ্রকে
গ) মধুসূদনকে
ঘ হেমাদ্রি পর্বতকে
উত্তরঃ খ ঈশ্বরচন্দ্রকে
৩৮. ‘বিদ্যার সাগর’ কোথায় বিখ্যাত?
ক সারা পৃথিবীতে
খ ভারতে
গ) এশিয়ায়
ঘ বঙ্গদেশে
উত্তর: (খ) ভারতে
৩৯. ‘কি সেবা তার’-কার সেবার কথা বলা হয়েছে?
ক গিরিশের
গ হেমাদ্রির
খ গিরীশের
ঘ মহা পর্বতের
উত্তরঃ খ গিরীশের
৪০. “দানে বারি”-কে বারি দান করে?
ক) নদীরূপ বিমলা কিঙ্করী
গ দীর্ঘ-শিরঃ তরু-দল
উত্তরঃ ক নদীরূপ বিমলা কিঙ্করী
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ ১ম সেমিস্টার
৪১. ‘বারি’ শব্দের অর্থ কী?
ক) জল
খ) সাগর
গ) নদী
ঘ) বৃষ্টি
খ করুণার সিধু
ঘ বনেশ্বরী দেবী
৪২. কিঙ্করী কথার অর্থ কী?
ক নৃত্যশিল্পী
খ গায়িকা
গ দাসী
ঘ অভিনেত্রী
উত্তরঃ গ দাসী
৪৩. বিমলা কিঙ্করী বলতে কার কথা বোঝানো হয়েছে?
ক) হিমালয়ের স্বচ্ছসলিলা নদী
(খ) দীর্ঘ-শিরঃ তরু-দল
গ বনেশ্বরী
ঘ করুণার সিধু
উত্তরঃ ক হিমালয়ের স্বচ্ছসলিলা নদী
৪৪. ‘বিমলা’ শব্দের অর্থ কী?
ক) শুদ্ধ বা পবিত্র নারী
খ) শুদ্ধ বা পবিত্র পুরুষ
গ শুদ্ধ বা পবিত্র মানুষ
ঘ) উক্ত সব ক-টিই
উত্তরঃ ক শুদ্ধ বা পবিত্র নারী
৪৫. ‘বিমলা কিঙ্করী’ কোন্ রূপ ধারণ করে জল দান করে?
ক করুণাসাগর রূপ
গ বনেশ্বরী রূপ
খ দাসরূপ
ঘ নদীরূপ
উত্তরঃ ঘ নদীরূপ
৪৬. “যোগায় অমৃত ফল পরম আদরে”-কে বা কারা অমৃত ফল জোগায়?
ক গিরিশ
খ) দেবী বনেশ্বরী
গ দীর্ঘ-শিরঃ তরু-দল
ঘ নদীরূপ বিমলা কিঙ্করী
উত্তরঃ গ দীর্ঘ-শিরঃ তরু-দল
৪৭. “দীর্ঘ-শিরঃ তরু-দল, দাসরূপ ধরি;”-দীর্ঘ-শিরঃ তরু-দল, দাসরূপ ধরে কী করে?
ক বারি দান করে
খ) পরিমলে ফুল-কুল দশ দিশ ভরে
গ যোগায় অমৃত ফল পরম আদরে
ঘ) হেমাদ্রির হেম-কান্তি বিকিরণ করে
উত্তরঃ গ যোগায় অমৃত ফল পরম আদরে
৪৮. “পরিমলে ফুল-কুল দশ দিশ ভরে;”-এক্ষেত্রে “পরিমল” শব্দের অর্থ লেখো।
ক কুসুমের গন্ধ
গ) ফুলের পাপড়ি
খ মধু
ঘ) অমৃত ফল
উত্তরঃ ক কুসুমের গন্ধ
৪৯. দেবী বনেশ্বরী দিবসে কী দান করেন?
ক পরিমল
খ অমৃত ফল
গ সুশান্ত নিদ্রা
ঘ শীতলশ্বাসী ছায়া
উত্তরঃ ঘ শীতলশ্বাসী ছায়া
৫০. দেবী বনেশ্বরী নিশায় কী দান করেন?
ক পরিমল
(খ) অমৃত ফল
গ সুশান্ত নিদ্রা
ঘ) শীতলশ্বাসী ছায়া
উত্তরঃ গ সুশান্ত নিদ্রা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ ১ম সেমিস্টার
৫১. ‘নিশায় সুশান্ত নিদ্রা’ কী দূর করে?
ক ক্লান্তি
খ শ্রান্তি
গ উদ্বেগ
ঘ দুঃখ
উত্তরঃ ক ক্লান্তি
৫২. সনেটের শেষ ছ-টি পক্তিকে কী বলা হয়?
ক ষষ্ঠী
খ ষটক
গ ষড়পদ
ঘ ষড়ছন্দ
উত্তরঃ খ ষটক
ব্যাখ্যাঃ ষটককে ইংরেজিতে বলা হয় Sestet।
৫৩. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ সনেটটির শেষ ছ-টি পঙ্ক্তির অন্ত্যমিল বিন্যাস কীরকম?
ক কখগ কখগ
খ গঘঙ গঘঙ
গ গঘ গঘ গঘ
ঘ গগ ঘঘ গগ
উত্তরঃ গ গঘ গঘ গঘ
ব্যাখ্যা: ষটকের ছ-টি পঙক্তির অন্তিম শব্দগুলি হল- কিঙ্করী, আদরে, ধরি, ভরে, বনেশ্বরী, করে।
৫৪. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ সনেটটির শেষ ছ-টি পঙ্ক্তির অন্ত্যমিল- বিন্যাস কোন্ জাতীয় সনেটের মতো?
ক শেক্সপিরীয় সনেটের মতো
খ পেত্রার্কীয় সনেটের মতো
গ) রবীন্দ্রনাথের সনেটের মতো
ঘ বায়রনের সনেটের মতো
উত্তরঃ খ পেত্রার্কীয় সনেটের মতো
ব্যাখ্যাঃ পেত্রার্কীয় সনেটের অষ্টকের মিলবিন্যাস হল- কখ খক, কখ খক এবং ষটকের মিলের পদ্ধতি হল গঘ গঘ গঘ অথবা গঘঙ গঘঙ। আলোচ্য কবিতায় শুধুমাত্র ষটকের মিলবিন্যাস পেত্রার্কীয় সনেটের মতো।
৫৫. ‘অমৃত ফল’ শব্দের অর্থ কী?
ক অমৃতের মতো মধুর ফল
খ যে ফল খেলে মৃত্যু হবে না
গ ঐশ্বরিক ফল
ঘ কোনোটিই নয়
উত্তরঃ ক অমৃতের মতো মধুর ফল
৫৬. বনেশ্বরী দেবী কোন্ দেবীর রূপ?
ক বনদুর্গা
খ বনচণ্ডী
গ) বনবিবি
(ঘ) উক্ত সব ক-টিই
উত্তরঃ ঘ উক্ত সব ক-টিই
৫৭. বনেশ্বরী দেবীর বিশ্বমাতা সত্তা কোন্ ব্যক্তির হৃদয়ের ইঙ্গিত করেছে?
ক মহাদেব
খ) হিমালয়
গ ঈশ্বরচন্দ্র
ঘ মধুসূদন
উত্তরঃ গ ঈশ্বরচন্দ্র
৫৮. ‘বিমলা কিঙ্করী’ কী দান করেন?
ক সিন্ধুরূপে জল
খ) নদীরূপে জল
গ বৃষ্টিরূপে বারি
ঘ কোনোটাই নয়
উত্তরঃ খ নদীরূপে জল
৫৯. পরম আদরে অমৃত ফল দান করে
ক গিরীশ
খ তরু-দল
গ দীর্ঘশিরঃ তরু-দল
ঘ ফুল-কুল
উত্তরঃ গ দীর্ঘশিরঃ তরু-দল
৬০. ফুলকুল কীসের সাহায্যে দশদিশ ভরিয়ে তোলে?
ক) অমৃত ফলের মাধুর্যে
(খ) শীতল শ্বাসী ছায়ায়
গ) পরিমলে
ঘ সুশান্ত নিদ্রায়
উত্তরঃ গ পরিমলে
আরও পড়ুন – নাগরিকের দায়িত্ব ও কর্তব্য রচনা