ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ ১ম সেমিস্টার | Semester 1 Bengali MCQ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ ১ম সেমিস্টার

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ ১ম সেমিস্টার
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ ১ম সেমিস্টার

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ ১ম সেমিস্টার

১. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত-

নানা কবিতা

চতুর্দশপদী কবিতাবলী

ব্রজাঙ্গনা কাব্য

তিলোত্তমাসম্ভব কাব্য

২. ‘চতুর্দশপদী কবিতাবলী’ প্রকাশিত হয়-

১৮৬১ খ্রিস্টাব্দে

১৮৬২ খ্রিস্টাব্দে

১৮৬৬ খ্রিস্টাব্দে

১৮৬৭ খ্রিস্টাব্দে

৩. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি ‘চতুর্দশপদী কবিতাবলী’র যত সংখ্যক কবিতা-

৩২ সংখ্যক

৪০ সংখ্যক

৫২ সংখ্যক

৮৬ সংখ্যক

৪. কবির মতে, ঈশ্বরচন্দ্র ‘বিখ্যাত ভারতে’ যে হিসেবে পরিচিত-

বিদ্যার সাগর হিসেবে

দয়ার সাগর হিসেবে

করুণার সিন্ধু হিসেবে

দীনের বন্ধু হিসেবে

৫. বিদ্যাসাগরকে ‘দীনের বন্ধু’ মনে করত-

যারা সমাজসেবী তারা

ঐতিহাসিকরা

যারা দীন তারা

তার ভাবনাচিন্তার বিরোধীরা

৬. উজ্জ্বল জগতে যা-

মানুষের খ্যাতি

হেমাদ্রির হেমকান্তি

রাজার সম্পদ

মানুষের অন্তর্দীপ্তি

৭ ‘হেমাদ্রির হেম-কান্তি’ অম্লান হয়-

শিশিরে

সূর্যকিরণে

জ্যোৎস্নায়

তুষারাচ্ছাদনে

৮. মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পাওয়া যায়-

লক্ষে স্থির থাকলে

ধর্মপথে থাকলে

ভাগ্যবলে

শরীর সবল থাকলে

৯. পর্বতের প্রকৃত গুণ সে-ই বুঝতে পারে-

যে পর্বতপ্রেমী

যে ধর্মপথগামী

পর্বত অভিযাত্রীরা

যে পর্বতের সুবর্ণচরণে আশ্রয় নেয়

১০. “কি সেবা তার সে সুখ-সদনে।”-যার কথা বলা হয়েছে-

সমুদ্র

পর্বত

ঈশ্বর

তবুদল

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ ১ম সেমিস্টার

১১. ‘সদন’-এর সমার্থক শব্দ-

সুখ

গৃহ

সান্নিধ্য

সহচর

১২. ‘বারি’ শব্দের অর্থ-

জল

গৃহ

বেদনা

বিন্দু

১৩. “দানে বারি নদীরূপ…”-নদীকে কবি যা বলেছেন-

পতিতপাবনী

স্রোতস্বিনী

স্বচ্ছতোয়া

বিমলা কিঙ্করী

১৪. ‘কিঙ্করী’ শব্দের অর্থ-

ঈশ্বরী

দাসী

রানি

সহচরী

১৫. তরু-দল যা জোগান দেয়-

সুশীতল ছায়া

ফুলের সুবাস

অমৃত ফল

বিহঙ্গকে আশ্রয়

১৬. তরু-দল অমৃত ফল জোগান দেয়-

বহু পরিচর্যার ফলে

নিজ আনন্দে

আপন ইচ্ছায়

পরম আদরে

১৭. যে তরু-দল পরম আদরে অমৃত ফলের জোগান দেয় তারা-

দীর্ঘ-শির

পুষ্পশোভিত

পল্লবিত

অতি প্রাচীন

১৮. তরু-দল ধারণ করেছিল-

উদ্ধতরূপ

দাসরূপ

দাতারূপ

স্বেচ্ছাচারী রূপ

১৯, ‘দশ দিশ ভরে’ ফুলেরা যা করে-

সৌরভ ছড়ায়

হেসে ওঠে

শিশিরস্নাত হত

পাপড়ি মেলে দিত

২০. ‘দিশ’ শব্দের অর্থ-

দিশা

দেখা

দেওয়া

দিক

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ ১ম সেমিস্টার

২১. তরু-দল দিনে যা করে-

বিহঙ্গের আশ্রয় হয়

ফল-ফুল দেয়

শীতল ছায়া বিস্তার করে

বাতাসে আন্দোলিত হয়

২২. তরু-দল যে ছায়াবিস্তার করে তা-

‘শীতল শ্বাসী’

‘শান্ত-শীতল’

‘ক্লান্তিনাশা’

‘অমৃত শ্বাসী’

২৩. যে তরু শীতল ছায়া বিস্তার করে, কবি তাকে বলেছেন-

তবুশ্রেষ্ঠ

তরুরাজ

বনেশ্বরী

ছায়াময়ী

২৪. ‘বনেশ্বরী’ যে নিদ্রা দান করে, তা-

সুশান্ত

পরিমল

প্রাণহরা

সুশীতল

২৫ . ‘সুশান্ত নিদ্রা’ যা করে-

ক্লান্তি দূর করে

চিন্তামুক্তি ঘটায়

স্নিগ্ধ করে

জ্যোতির্ময় কল্পনা সৃষ্টি করে

২৬. বিদ্যাসাগরকে কবিতায় যার সঙ্গে তুলনা করা হয়েছে-

পর্বত

পর্বত ও নদী

দীর্ঘতরু

পর্বত-নদী-দীর্ঘতরু

২৭. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি যে জাতীয় কবিতা-

লিরিক

সনেট

ব্যালাড

এলিজি

২৮. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর‘ কবিতাটি যে ছন্দে লেখা-

ত্রিপদী

দলবৃত্ত

পয়ার

মুক্তক

আরও পড়ুন – ড্রাগের নেশা সর্বনাশা রচনা

Leave a Comment