দ্বিপদ নামকরণের সুবিধা বা গুরুত্বগুলি লেখো

দ্বিপদ নামকরণের সুবিধা বা গুরুত্বগুলি লেখো
দ্বিপদ নামকরণের সুবিধা বা গুরুত্বগুলি লেখো।

দ্বিপদ নামকরণের সুবিধা বা গুরুত্ব

• কোনো জীবের দ্বিপদ নাম বা বিজ্ঞানসম্মত নাম পৃথিবীর সমস্ত স্থানে একই থাকে অর্থাৎ সর্বজনীন (universal)।

• দ্বিপদ নামকরণ জীবের সুপরিকল্পিত জ্ঞানলাভে সাহায্য করে।

• নামকরণ নিয়ে ভুলভ্রান্তির সম্ভাবনা কম থাকে।

• একই গণের অন্তর্গত বিভিন্ন প্রজাতি সম্পর্কে পৃথক পৃথক ধারণা লাভে সাহায্য করে, যেমন- কুকুর, নেকড়ে এবং শিয়াল প্রত্যেকেই একই গণের অন্তর্গত হলেও প্রজাতি আলাদা।

• সদ্য আবিষ্কৃত জীব সম্পর্কে জানতে সাহায্য করে।

Leave a Comment